নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

জনৈক প্রাইভেট ভার্সিটির এক ভদ্রলোক কে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯



“পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা নেই বলে মা-বাবা খুব কষ্ট পেয়েছিল। এখন আমি আমার মা-বাবা কে বলি, দেখ ভার্সিটিতে টিকলে আমার অবস্থা এই রকম হত, আল্লাহ্‌র কাছে রাখো শুকরিয়া আমি মোটামুটি ভালো আছি এই সব শিক্ষিত কুত্তাদের তুলনায়।“



জাবি ছাত্রলীগের রাম দা মহড়া দেখে আবেগপ্লুত প্রাইভেট ভার্সিটি পড়ুয়া এক ভদ্রলোকের উক্তি!



উনার কনফিডেন্স লেভেল দেখে জ্ঞান হারাইতে ইচ্ছা করতেছে! উনি নিশ্চিৎ যে পাবলিক ভার্সিটিতে সব শিক্ষিত কুত্তা থাকে। প্রাইভেটে পড়ে উনি কুত্তা না হয়ে যে ভদ্র মানুষ হয়েছেন এ জন্য আল্লাহ্‌র দরবারে লাখ লাখ শুকরিয়াও জানিয়েছেন!



সত্যিই আমার আফসোস হচ্ছে- “ইস! কেন যে প্রাইভেট ভার্সিটিতে চান্স পেলাম না!”



আরে প্রাইভেট জনাব, আপনাকে বলছি। আরে না, ধমকাবো না। শুনুন, কমপ্ল্যান অথবা হরলিক্স ডেইলি তিনবেলা করে খাবেন। আপনার বয়স বেড়েছে বুদ্ধি বাড়েনি। আরে মিস্টার এই রামদাওয়ালারা কোথায় নেই? শুধু আপনার স্বর্গতুল্য প্রাইভেট ভার্সিটিটি ছাড়া সব খানেই আছে। আপনি যে বাড়িতে থাকেন খোঁজ নিয়ে দেখুন হয়তোবা তার পাশেও আছে। নন্দলাল হয়ে থাকবেন না। আপনি তো বাংলাদেশেই থাকেন তাই না? এটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা, পাবলিক ভার্সিটির একার কোন সমস্যা নয়।



কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘী! কারে কি বুঝাই। বলছি আগে প্রাইভেট আর পাবলিকের পার্থক্যটাই বোঝেন, তারপর না হয় এসব নিয়ে ভাববেন!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

সমকালের গান বলেছেন: সহমত।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: পড়াইভেটে ভর্তি হয় নরমাল গরু ছাগল আর পল্ট্রি মুরগিরা, প্রাইভেট ভার্সিটি তাদেরকে বড়বড় বলদ গরু আর খাসি ছাগল বানায়।

আর পাবলিকে ভর্তি হয় একটু মেধাবী গরু ছাগল আর দেশি মুরগিরা, পাবলিক ভার্সিটি তাদের অনেককে মানুষ বানালেও কয়েকজনকে কুত্তা বানায়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: একটা সত্যি ঘটনা মনে পড়ল-
একজন খুব ভাব নিয়া বললো-"বুঝলেন ভাই,ভেবে দেখলাম,পাবলিক ভারসিটি তে ছাত্ররা ঢুকে বাঘ হয়ে,আর বের হয় ছাগল হয়ে। কিন্তু,প্রাইভেট ভারসিটি তে ছাত্ররা ছাগল হয়ে ঢুকে আর বের হয় বাঘ হয়ে!"
শুনে ২য় জন বললেন-"আপনি অনেকটাই ঠিক বলেছেন,তবে একটু ভুল বলেছেন-ছাগল বড়জোড় রাম ছাগল হতে পারে,বাঘ তো হতে পারে না!!!!"
;)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ জুনায়েদ খান বলেছেন: সহমত @ দেশপ্রেমিক পোলা

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

মোঃ জুনায়েদ খান বলেছেন: সত্যি অনেক মজা পেলাম @ ফজলে রাব্বী

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

নয়ন01 বলেছেন: পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি বুজি না। সব জায়গায় ভালো পরালেখা চাই । দেশপ্রেমিক পোলা ভাই যে ভাবে বল্লেন
মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি তে কিছু হয় না। এটা বলি আপনার মত বলদ গুলা আগুলাই বলবে

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

দেশপ্রেমিক পোলা বলেছেন: @ ফজলে রাব্বী চিৎকার ------ :P =p~ =p~ খেক খেক। মানে কি দাড়াইলো??

প্রাইভেট ভার্সিটি >> ছাগল রামছাগল হইলো।
পাবলিক ভার্সিটি >> বাঘ ছাগল হইলো।

তাহলে তো প্রাইভেটই ভাল, যদিও রামছাগল ছাগলের উপরে পড়ে কিনা আমার জানা নেই। তবে এটা জানি রামছাগল সাইজে ছাগলের চেয়ে বড় হয়। B-)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মোঃ ওমর শরীফ বলেছেন: একটা বিষয় বুঝিনা, প্রায় পাবলিক বিশ্ব-বিদ্যালয়ে মারামারি, হানাহানি হয় কেন? আর প্রাইভেট গুলিতে হয়নাকেন?

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

মোঃ জুনায়েদ খান বলেছেন: আরে মশায় স্পেস.. মারামারি করার জন্য স্পেস লাগে! @ মোঃ ওমর শবীফ

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: ছোটকালে বুঝি পড়েছিলাম যে বিদেশে নাকি দেশী ব্ল্যাক বেন্গল ছাগলের চামড়ারো নাকি ব্যাপক কদর আছে @ দেশ প্রেমিক পোলা

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: খেক খেক =p~ =p~ B-) B-)) B:-) । @ মোঃ জুনায়েদ খান :P তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেদের রাজনীতি, অস্ত্রের মহড়া আর বিবেক বিসর্জন দেখে সত্যিই অবাক হই। এরা এরকম কুত্তা হয়ে যায় কেন? মেধাবী হওয়া সত্ত্বেও এতো টাকা/ক্ষমতার লোভে পেয়ে বসে কেন এদের? এটা খুবই লজ্জার। ছাত্র রাজনীতি বন্ধ না করলে পাবলিককে কদিন পরে মানুষ থু থু দিবে।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

মোঃ জুনায়েদ খান বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করবে টা কে???
পেছনে দলীয় ব্যাকআপ আছে বলেই এরা এমন করার সাহস পায়! এদের কুকর্ম যখন জানাজানি হয়ে যায় তখন এরা যেমন লোক দেখানো বহিষ্কার করতে পারে তেমন দুদিন পর পুরষ্কার সহ দলে টেনে নিতেও পারে। বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো দিয়া কোন লাভ নাই। দলগুলো যদি স্বেচ্ছায় সেন্ট্রালি ছাত্র সংগঠন গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে কিছুতেই কিছু হবে না! @ দেশপ্রেমিক পোলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.