নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসুন... ভালবাসুন! (ব্যক্তিগত অভিমত)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২



ভালোবাসুন... ভালোবাসুন! প্রাণ খুলে ভালোবাসুন; যাকে ভালো লাগে তাকে ভালোবাসুন; যাকে ভালো লাগেনা তাকেও ভালোবাসুন!

ভালোবাসুন... ভালোবাসুন!







ভালবাসা কে একমুখী করে রাখবেন না! নিজেকে ভালোবাসুন; দেশকে ভালবাসুন; দশকে ভালবাসুন। রাস্তায় কাগজ কুড়ায়, ঐ যে টোকাই ছেলেটা! ওকেও ভালোবাসুন।

ভালবাসুন... ভালবাসুন!





তবে সাধু সাবধান!!!

ভালবাসা নিয়ে রাজনীতি করতে যাবেন না! মানে ভালবাসতে গিয়ে কোন ব্যক্তি বিশেষের প্রেমে হাবুডুবু খাবেন না! এতে আপনার সাথে আপনার ভালোবাসাও নাকানি-চুবানি খাবে! ডুবে গেলে আপনি হয়তো মরবেন না, কিন্তু আপনার প্রতি মানুষের অথবা মানুষের প্রতি আপনার ভালোবাসা মৃত্যুর অনেক কাছাকাছি চলে যাবে!





ভালোবাসুন... ভালবাসুন!

ভ্যালেন্টাইন কে ছিল, কি করেছিল সেটা জেনে আপনার কাজ নেই; ভালোবাসা দিবসের ইতিহাস জেনে আপনার কাজ নেই! ইতিহাসের অনুসারী হয়ে নয়, নিজের মত করে ভালবাসুন!!

ভালোবাসুন... ভালবাসুন!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.