![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
আমি বাঙালি... জন্মসূত্রে বাঙ্গালি! এ বাঙালি হতে আমাকে রাজপথে নামতে হয়নি, আমাকে মিছিল করতে হয়নি কিংবা নরপশুদের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়াতেও হয়নি! আমি বাঙালি... জন্মসূত্রে বাঙ্গালি!
কিন্তু ওরা বাংলার জন্য রাজপথে নেমেছে, ওদের উত্তাল মিছিলে প্রকম্পিত হয়েছে রাজপথ, পাকিস্তানী হায়েনাদের বুলেট ছিন্ন-ভিন্ন করে দিয়েছে ওদের বুক-পাঁজর,ফুটো করে দিয়েছে মাথার মগজ। তবুও ওরা দমেনি! ওদের তাজা রক্তেই প্রাণ ফিরেছে বাংলার!
আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, অহিউল্লাহ, ... ... ...
আমার বাংলাতে মিশে আছ তোমারা, আমি যে বাংলায় কথা বলছি, লিখছি, পড়ছি... সবকিছুতেই মিশে আছে তোমাদের রক্ত; তোমাদের আত্নত্যাগ! আর মিশে আছ বলেই হয়তো তোমাদের দেখেও দেখিনা, সবকিছু বুঝেও বুঝি না... একুশ ফেব্রুয়ারী ছাড়া তোমাদের মনেও করি না!
আজ একুশ ফেব্রুয়ারী! তাই হয়তো তোমাদের মনে পড়ছে। কিছু মনে করো না তোমরা... তোমাদের মূল্যায়ন কেউ করতে পারবে না। তোমাদের ঋণ কোটি বছরেও শোধ হবে না! কেউ মনে করুক আর না করুক বাংলার সাথে মিশে থাকবে তোমরা... অনন্তকাল ধরে...
সকল বাঙালিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
মোঃ জুনায়েদ খান বলেছেন: সহমত @আহলান
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
আহলান বলেছেন: বিভিন্ন দেশে বিভিন্নভাষা চালু আছে। কিন্তু এরকম সমস্যা কোথাও হয়নাই। বাংলাকে রাষ্ট্র ভাষা হিসাবে স্বিকৃতি দিলে পাকিদের কি সমস্যা হতো? শালারা আসলেই ছিলো ষ্টুপিড। এই দেশের মানুষকে তারা মানুষই মনে করতো না ..... শযতানের দোসর জিন্নাহ .... শালার বাচ্চা শালা .....
সালাম বরকত রফিক জব্বার সহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ...... আজকেও তাদের মত বীরদের বড়ই অভাব .... দেশের জন্য তারাও লড়াই করেছেন, কিন্তু মতলববাজি করেন নাই ... ইসলাম নিয়ে কটুকথা বলেন নাই, আধুনিক হিসাবে জাহির করতে নাস্তিক সাজেন নাই ...আজ বড়ই অভাব ....তাদের মতো বীরদের আজ বড়ই অভাব .....