![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
অতীত কি চাইলেই মুছে ফেলা যায়?
তোমার দেয়া এসএমএস গুলো হয়তো নিমিষেই মুছে ফেলতে পারব কিন্তু চাইলেই কি সেগুলো চিরতরে মুছে ফেলা যাবে? একটি নয়, দুইটি নয়, হাজার হাজার এসএমএস। কয়েকটি পরলাম। মনে পরে গেলো সেই নির্ঘুম রাত গুলোর কথা! একটু অপেক্ষা... তারপর সাইলেন্ট করা মোবাইল আলোকিত করে আসা তোমার এসএমএস। কথা যেন ফুরুতেই চায় না! এভাবে কতদিন যে না ঘুমিয়ে সাহরি করেছি তার ইয়ত্তা নেই! তোমারো নিশ্চয় এসব মনে আছে। এ জন্যই হয়তো সেদিন চুকচুক করে ক্ষমা চেয়েছিলে!
ক্ষমা! সত্যিই সেদিন তোমাকে ক্ষমা করতে পারিনি। অনেক খুঁজেও যখন তোমার কোন দোষ খুঁজে পেলাম না তখন তোমার ঐ ক্ষমার যুক্তিটা যুক্তিহীন মনে হল। যে তুমি একটি বারের জন্যও আমাকে অবজ্ঞা করনি, যে তুমি এ অপদার্থটাকে মাথায় তুলে রাখতে, যে তুমি অন্ধের মত আমার কথাগুলোকে অনুসরন করতে সেই তোমাকে ক্ষমা করতে হবে! সত্যিই হাস্যকর!
পরের ঘটনাগুলো স্কিপ করে গেলাম। না, আমি অতীত দিয়ে বর্তমান মেলাতে চাচ্ছি না! তোমার বর্তমান তোমার অতীত আলাদা, আমার বর্তমান আমার অতীতও আলাদা। তোমার বর্তমান নিয়ে তোমাকে ভালো থাকতে দেখে আমার বর্তমানটাও ভালো থাকার স্বপ্ন দেখছে! কোন অভিযোগ নেই, কোন আক্ষেপ নেই কিংবা তোমার জন্য স্পেশাল কোন অভিশাপও নেই! শুধু একটিই চাওয়া... ভালো থেক সবসময়। আমার জন্য চিন্তা করোনা। আমি ভালো আছি!
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
মোঃ জুনায়েদ খান বলেছেন: :p
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
মাক্স বলেছেন: ভালো থেকো সুখে থেকো ডুবে থেকো