নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

“দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে!”

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

“দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে!” – কোয়ান্টাম মেথডের এ মোটো টা নিয়ে প্রায়ই হাসাহাসি করতাম! দৃষ্টিভঙ্গি বদলানোর মত কাজটা কি এতই সহজ কাজ? ভালো-খারাপ, উচিত-অনুচিত, সুখ-দুঃখ এগুলোর সংজ্ঞা চাইলেই কি পাল্টানো যাবে? দৃষ্টিভঙ্গি বদলান বললেই কি বাঙালি ভাতের বদলে আলু খাওয়া শুরু করবে??



এখন আর হাসাহাসি করি না! না, পুরো দৃষ্টিভঙ্গি বদলের পক্ষে আমি নই। মৌলিক বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলালে হিতে বিপরীত হতে পারে! তবে অনেক ছোট ছোট ব্যপার আছে যেগুলো একটু অন্যভাবে চিন্তা করলেই অনেক সহজ হয়ে যায়! হালকা জ্বর আসছে বলেই নিজেকে অসুস্থ ভেবে বিছানায় পরে থাকতে হবে কেন? একটা প্যারাসিটামল খেয়ে জ্বরের কথা ভুলে গেলেই হয়! প্রচন্ড শক পেয়েছেন? মন খারাপ? ভালো কথা! তাই বলে মন খারাপ মন খারাপ বলে জোর করে মন খারাপ করে থাকার তো কোন মানে নেই? না, আমি আপনাকে মন খারাপ করতে বারণ করছি না! অবশ্যই মন খারাপ করবেন! তবে নিজের সুবিধামত! এখানেই আপনার দৃষ্টিভঙ্গির কাজ! বদলে ফেলুন, বদলে যাবে! এক কথায় সুবিধাবাদী চিন্তা করুন... আশাকরা যায় সবকিছু সুবিধামতই হবে! :) :) :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

ভুমি_রাজস্ব্_কর বলেছেন: দৃষ্টিভঙ্গী বদলানোর জন্য গরুজীকে কত টাকা দিয়েছেন?

অষ্টধাতুর বালা কিনেছেন তো?

২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

মোঃ জুনায়েদ খান বলেছেন: Na vai.. Kisui korini.. @ভুমি_রাজস্ব্_কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.