নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

টাকা না থাকলে মানি ব্যাগেরও কদর নাই!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

কি অতি উত্তম ভাগ্য আমার! এমন একটি দিনে মানিব্যাগ হারালাম যেদিন মানিব্যাগে ছিল ১০ পয়সার একটি মাত্র কয়েন!



শানে নুযুলঃ

রুমে ফেরার আগে মানি ব্যাগ চেক করে দেখি মাত্র দুই টাকার একটি নোট অবশিষ্ট আছে! সেটিকেও কাজে লাগালাম। একটি সেন্ট্রার ফ্রেশ চিবুতে চিবুতে রুমে চলে এলাম। তারপর... মানি ব্যাগ রিচার্জ করতে গিয়ে দেখি যে মানিব্যাগ উধাও! মাথা খারাপ হবার উপক্রম। না, এম্পটি ব্যাগটির জন্য নয়, আইডি কার্ডটির জন্য। ওটাও ঐ মানি ব্যাগেই ছিল। যাহোক, অনেক খোঁজা-খুঁজি করলাম। পেলাম না। অবশেষে রুমমেট কে নিয়ে চললাম থানার উদ্দেশ্যে! জিডি করব।



জিডি আর করা হলোনা। চুইংগাম এর দোকানে খোঁজ নিয়ে দেখি মানি ব্যাগটি ওখানেই আছে! কাঁচুমাচু করে বললাম, -“ভাই আপনার এখানে কি আমি কোন মানি ব্যাগ রেখে গেছি?”



দেখি উনি মিটিমিটি হাসছেন। (মানিহীন মানি ব্যাগের জন্য কিনা কে জানে!)



বললাম – “ইয়ে... মানে মানি ব্যাগে কিন্তু কোন টাকা ছিল না। শুধু একটি আইডি কার্ড ছিল।”



দোকানী এক গাল হেসে বললেন, - “আপনি না আসলেও আমি পাঠিয়ে দিতাম। সোহরাওয়ার্দী হলে আমার পরিচিত একজন কাজ করে। ...”



মাথা থেকে দশ টন ভরের একটা বোঝা নেমে গেল। দোকানীকে অনেক গুলো থ্যাংকস দিয়ে চলে এলাম।



মোরালঃ টাকা না থাকলে মানি ব্যাগেরও কদর নাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.