![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
অপরাধীর জন্য তো মায়া কান্না কেঁদে লাভ নেই। “ব্লগার” নামক স্বজাতির জন্য নৈতিকতা বিসর্জন দেয়া ব্লগারদের মানায় না। আস্তিকতা-নাস্তিকতা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্মকে আক্রমণ করাটা ব্যক্তিগত ব্যাপার নয়। আমি এই অপরাধী ব্লগারদের জন্য মায়া কান্না কাঁদতে পারব না। তাহলে সকল চোর-ডাকাত, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী... ... সবার জন্য কাঁদতে হবে! কারণ ওরাও যে মানুষ; আমার স্বজাতি! মত প্রকাশের স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয়। স্বাধীনতার সংজ্ঞাটা আমাদের ভালোভাবে বুঝা উচিৎ। এসব কলঙ্কিত ব্লগাররাই ব্লগের রেপুটেশন নষ্ট করছে। স্বজন-প্রীতি না করে এসব ক্ষেত্রে একটু কঠর হওয়া ভালো। মডারেশন বোর্ড শক্তিশালী হলেই এসব গ্রেফতার এড়ানো সম্ভব। কথিত বাক স্বাধীনতার নামে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট প্রকাশ করে ব্লগ কতৃপক্ষই কি বহিস্থ হস্তক্ষেপের দ্বার উন্মোচন করছে না? আমার তো তাই মনে হয়। বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো দিয়ে ব্লগারদের রক্ষা করা যাবে না।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
ইলুসন বলেছেন: ভাই আপনি কয়দিন ধরে ব্লগিং করেন জানি না, কিন্তু এটা তো স্বীকার করবেন আসিফ মহিউদ্দিন ধর্মকে সব চেয়ে বেশি গালিগালাজ করেছে। তার ব্লগ মুছে দেয়া হল, তাকে গ্রেফতার না করে এই তিনজনকে গ্রেফতার করার উদ্দেশ্য কি? আপনি একটু ভাল করে খেয়াল করলে দেখবেন এরা সাম্প্রতিক কালে সরকারের বিরুদ্ধে কিছু লেখা লিখেছে। এখন সরকার এদের গ্রেফতার করে সবাইকে দেখাবে আমরা নাস্তিকদের গ্রেফতার করছি, কিন্তু ভেতরের খবর কেউ জানবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
মোঃ জুনায়েদ খান বলেছেন: কে বেশী অপরাধী সেটা বিবেচ্য নয়। যারা গ্রেফতার হইছে তারা তো অপরাধী নাকি @ ইলুশন
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
তথই বলেছেন: বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো দিয়ে ব্লগারদের রক্ষা করা যাবে না।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
আমার স্বপ্নগুলি বলেছেন: ফারাবীও ব্লগার ছিল। কৈ, তখনতো সামু তার ব্লগার পরিচয়ের জন্য কোন কথা বলে নাই! এখন কি নিজের দলের লোক ধরা খাইছে জন্য কান্নাকাটি নাকি?