![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
Adaptation! বাংলায় অভিযোজন। আবিধানিক অর্থে বিশেষ পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়া!
মানুষ নামক প্রাণীর অভিযোজ্যতা অন্য সব প্রাণীর চেয়ে মনে হয় একটু বেশীই! জীবনে নতুন কিছু ঘটলে হয়তো একটু হকচকিয়ে যায়, কিন্তু পরক্ষণেই অভিযোজনের অপার ক্ষমতাবলে নিজেকে সামলে নেয়। চিরকালের অসম্ভব বিষয় অল্পকালেই সম্ভব হয়ে যায়... ইমালসিফিকেশন ছাড়াই তেল বাবাজীও সহজেই জলের সাথে মিশে যায়!
তবে...
‘অভিযোজন সবার জন্য প্রযোজ্য নহে!’
©somewhere in net ltd.