নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

জয়তু তেল. . .

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৪



টেবিল ফ্যানটা অনেকদিন থেকে জ্বালাচ্ছে। সুইচ অন করার অনেকক্ষণ পর আস্তে আস্তে ঘোরা শুরু করে। তাও আবার ম্যানুয়ালি স্টার্ট দিতে হয়। এজন্য খাঁচাটাও খুলে ফেলে দিয়েছি। ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে ঠিকি কিন্তু কয়েকদিন পর যে আর সেই! ঘুরে দিলেও ঘোরে না!



কিছুদিন আগে আবার ডাক্তার দেখালাম। ডাক্তার যথারীতি দু’মিনিটেই ঠিক করে দিল! এবার বিষয়টা ধরে ফেললাম! আমার ফ্যানটা বস প্রকৃতির ফ্যান! তেল না দিলে ঘুরতে চায় না! তার ঘুর্ননইচ্ছা পুরোপুরিই তেলের উপর নির্ভরশীল!



এখন আর ডাক্তার দেখাই না! তেল এনে রেখেছি! বস রাগ করলেই তেল ঢালি! কিছুক্ষণ আগেও বস রাগ করেছিলেন! একটু তেল দিতেই সেই স্পিডে ঘোরা শুরু করে দিয়েছে!



জয়তু তেল...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১১

স্বপ্ন পথ বলেছেন: জয়তু তেল... :)

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২২

কালোপরী বলেছেন: lolz

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৫

সানফ্লাওয়ার বলেছেন: ভালো তো । এখন আপনি নিজেই ডাক্তার হয়ে গেলেন :)

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: তেল মহৎ এক বস্তু। সবাইকে তেল দিন।

৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: তেল নিয়েই দুনিয়ার সব তেলেসমাতি। তেল ছাড়া কিছুই হয়না।
চমৎকার উপস্থাপন।

৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩০

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ @ খেয়াঘাট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.