![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
বাকৃবিতে আছেন অথচ লাল মিয়াকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়াটা দুষ্কর। লাল মিয়া... মানে পাগল লাল মিয়া; ‘Hi baby, How are you?’ বলে যে লাল মিয়া আপনার দিকে হাত বাড়িয়ে দেয় সেই লাল মিয়া; ইংলিশম্যান লাল মিয়া।
লাল মিয়া মানে কয়েকটি ইংলিশ শব্দ, কিছু নির্মল বিনোদন আর পাঁচটি টাকার আবদার। লাল মিয়া সম্পর্কে আমার ধারণা এতটুকুই। টাকা চাওয়াটা লাল মিয়ার কাছে নতুন কিছু নয়। কিন্তু টাকা পাওয়াটাকে নতুন কিছুই বলা চলে বটে। যাহোক, আজ অনেকদিন পর লাল মিয়াকে দেখে অনেকটা চমকে উঠলাম। লাল মিয়া যে কঙ্কাল মিয়া হয়ে গেছে! মুখের সেই ইংরেজি বুলি কই? একি! লাল মিয়া যে খাবারের জন্য কাঁদছে!
‘মামুন, দশটা টাকা দে... খিদা লাগছে...’
‘দূর হ _____(বিপ বিপ)!’ অশ্রাব্য ভাষায় গালি দিয়ে লাল কে তাড়িয়ে দেয় মামুন। লালের কান্নার গতি বেড়ে যায়...
‘হায়রে... পাগল কে সবাই গালি দেয়। বউ মরে পাগল হইছি। পেটে খাওন নাই রে...’
এক ভদ্রলোক আসে মামুনের দোকানে। লাল এবার সেই ভদ্রলোককে টার্গেট করে। ভদ্রলোক ফ্লেক্সি করবেন। লাল ভদ্রলোকের মুখ থেকে ফোন নম্বর কেড়ে নিয়ে মামুনকে বলতে থাকে। উদ্দেশ্য সেই দশটি টাকা। ‘স্যার খুব ভালো মানুষ! স্যারকে তো আমি চিনি’ লালের বাতাসে স্যারের মুখে মুচকি হাসি উঁকি দেয়। তারপর-
‘স্যার দশটা টাকা দেন স্যার। পেটে খাওন নাই স্যার। বউ মরে পাগল হইছি স্যার’
লালের স্যার লালকে খাবারের দোকান দেখিয়ে দেয়। আর পকেটে টাকা ঢুকাতে ঢুকাতে বলে-‘সর... টাকা নাই...’
‘স্যার ঐ তো অনেকগুলা টাকা স্যার। স্যার পেটে খাওন নাই স্যার। আপনার পায়ে ধরছি স্যার’
লাল এবার ভদ্রলোকের পা জড়িয়ে ধরে। ভদ্রলোক দোটানায়। চোখ একবার টাকার দিকে দেখে আর একবার লালের দিকে! না, লাল এবারো ব্যর্থ! ভদ্রলোক চলে যায়।
লাল কাঁদছে। আগের চেয়ে একটু জোড়েই...
‘হায়রে... পাগলের কথা কেউ শোনে না রে... বউ মরে পাগল হইছি। পেটে খাওন নাই রে...’
আসলেই তাই। পাগলের কথা কেউ শোনে না।
©somewhere in net ltd.