![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
‘কিছু আজব প্রশ্ন যার কোন উত্তর নাই’ শিরোনামে বিভিন্ন ফেইসবুক পেইজে একটি পোস্ট বারবার শেয়ার করা হচ্ছে। অনেকেই উত্তর খোঁজার চেষ্টা না করেই লাইক, কমেন্ট, শেয়ার এর বন্যা বানিয়ে ফেলে! নিতান্ত কৌতূহল বশেই সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি। ভালো লাগলে ভালো, না লাগলে কিছু করার নাই!
প্রশ্ন ১: পানির নিচে আপনি কি কাঁদতে পারবেন?
উত্তরঃ কেন পারব না? আমার উপরে থাকে মেঘ, আর মেঘ থেকেই পানি পড়ে! এই পড়ন্ত পানি নিচে নামার আগেই আমি কাঁদতে পারব। আপনিও পারবেন!
প্রশ্ন ২: মাছের কি কখনো পিপাসা পায়?
উত্তরঃ না পাওয়ার কি আছে? মাছকে পানি থেকে ডাঙায় উঠিয়ে রাখুন। মাছের লাফালাফিই বলে দেবে ওর পিপাসা পেয়েছে কি না!
প্রশ্ন ৩: যদিও ইতোমধ্যে built হয়ে গেছে তবুও একটি সম্পূর্ণ অট্টালিকাকে কেন building বলা হয়?
উত্তরঃ বাড়ির বাইরের স্ট্রাকচার কমপ্লিট হলেও ভিতরের টা কখনই কমপ্লিট হয় না! সবসময়ই Build হতে থাকে।উদাহরণঃ জন্ম, মৃত্যু, বিয়ে...!তাই একে building বলে।
প্রশ্ন ৪: সুপার গ্লু কেন তার বোতলের ভেতর আটকে থাকে না?
উত্তরঃ সুপার গ্লু আটকানোর জন্য বাতাসের উপস্থিতি অপরিহার্য।যদি টিউবে সুপার গ্লু আটকানোর খুব ইচ্ছে করে তবে টিউবটি ফুটো করে রেখে দিন। আটকে যাবে!
প্রশ্ন ৫: টাকা গাছে ধরে না, কিন্তু ব্যাংক গুলোর কেন শাখা থাকে?
উত্তরঃ টাকা ধরার জন্য! আর গাছে শাখা থাকে পাতা ধরার জন্য!
প্রশ্ন ৬: ‘আমি তোমাকে ভালোবাসি’ এটা প্রশ্ন না কিন্তু আমরা কেন উত্তর আশা করি?
উত্তরঃ এটি প্রশ্ন না তবে একটি ক্রিয়া!তাই নিউটনের সূত্র মতে আমরা এর প্রতিক্রিয়া আশা করি।
প্রশ্ন ৭: রেস্টুরেন্টে আপনি যখন ওয়েটারের জন্য অপেক্ষা করেন তখন আসল ওয়েটার কে?
উত্তরঃ আসল ওয়েটার রেস্টুরেন্টের ওয়েটারই। উদাহরণঃ হিট দেয় যে - হিটার
অনুরূপ, ওয়েট করায় যে- ওয়েটার!
২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
জটিল ভাই বলেছেন: পুরাই অস্থির!!!!! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++......
৩| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন। ভালো তথ্য
৪| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
মিনহাজুল হক শাওন বলেছেন: +
৫| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ @অচেনা পথিক
১৮, জটিল ভাই, মাহতাব সমুদ্র
৬| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১
মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ @মিনহাজুল হক
শাওন
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
অচেনা পথিক ১৮ বলেছেন: ভাল বলেছেন। +++++