![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
একটা ভূতুরে বাড়ি। আমি একা না, আমরা কয়েকজন। কে কে ঠিক মনে পড়ছে না।
জ্বিন যে মানুষকে ধরে এ বিষয়টা আমার বিশ্বাসের অতীত। জ্বিন খামোখা মানুষকে ধরবে কেন? যত্তসব গাঁজাখুরি গল্প! এবার সেই জ্বিনই নাকি আমার সামনে হাজির হবে।
যথাসময়ে জ্বিন উপস্থিত! হরর ফিল্মের জ্বিন আর এ জ্বিনের মধ্যে তেমন কোন পার্থক্য নেই! জ্বিন আমাকেই সিলেক্ট করেছে। সে আমার দেহে ইন্সটল নেবে!
ইন্সটলেশন কমপ্লিটেড। অনুভূতিটা সুখকর নয়। উঁচু মাত্রার একটা ভাইব্রেশন হল। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। চুক্তি বিশ ঘন্টার। বিশ ঘন্টা পরে জ্বিন চলে যাবে!
আমাকে কিছু কাজ দেয়া হল। কি কাজ সঠিক মনে নেই। তবে কাজটা যে মাঠ পর্যায়ের তাতে কোন সন্দেহ নেই। কাজের প্রয়োজনেই গভীর রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু যায়গায় যেতে হবে।
একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। কয়েকটা কালো কুকুর আমার পিছু নিয়েছে। ভয় পাবার যথেষ্ট কারণ থাকলেও ভয় পাচ্ছি না। জ্বিন সাথে থাকায় ভয়টা চলে গেছে। মরা মানুষের মরার ভয় থাকে না!
নিজেকে অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। পরের ধনে বেশ ভালোভাবেই বাহাদুরি করছি। দীর্ঘকালের লালিত অবিশ্বাসটা আর নেই!
এতটুকুই... আর মনে করতে পারছি না। সকাল থেকে অনেক চেষ্টা করলাম। স্বপ্ন মনে রাখার কাজটা অনেক কঠিন! সব স্বপ্ন মনে থাকতে চায় না! হয়তো স্বপ্ন বলেই...
২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১
রাখালছেলে বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: