নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

পুরাই স্পিকার হয়ে গেলুম! :-*

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

“নেকাব পড়ার অপরাধে বিশ্ববিদ্যালয় ছাত্রী বহিষ্কার” (!)



না, এটা আমেরিকা বা ইউরোপের কোন ঘটনা নয়। এটা মুসলিম প্রধান দেশ ‘বাংলাদেশ’ এর ঘটনা। আর ঘটনাটি ঘটিয়েছে দেশের স্বনামধন্য, বিশ্বনন্দিত, ধনীর দুলাল-দুলালীদের উচ্চ শিক্ষার তীর্থস্থান - ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়’!



২২ জানুয়ারি, ২০১৩ ড্রেসকোড ও নিরাপত্তা ঝুকির অযুহাত দেখিয়ে ক্যাম্পাসে নেকাব পড়া নিষিদ্ধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। নেকাব নিষিদ্ধের পরও কিছু মেয়ে নেকাব পড়া অব্যাহত রাখলে ২৮ মে তাদের শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজের পরও নেকাব অব্যাহত রাখায় ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ‘হাফসা ইসলাম’ নামের এক ছাত্রীকে!



ইয়াবা সেবন আধুনিকতা, হাফপ্যান্ট-টিশার্ট পড়া্টা মর্ডানিজম, লেট নাইট পার্টিতে যাওয়াটাও নাকি আবার সিভিলাইজেশনের পর্যায়ে পড়ে! তবে? তবে কিছুই না। দেশ থেকে ‘অপরাধ’ উধাও হয়ে যায়নি!

এখন-

ফুল হাতা জামা পড়া অপরাধ! (উদাহরণঃ ২৩ মে ২০১৩, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যাক্ষ মাহবুবা খানম কল্পনা কতৃক অর্ধশত ছাত্রীর জামার হাতা কর্তন।)

বোরকা পড়া অপরাধ! (উদাহরণঃ ৩ এপ্রিল ২০১২, রাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ এ কে এম শফিউল ইসলাম কতৃক ছাত্রীদের মধ্যযুগীয় দৃষ্টিকটু পোষাক ‘বোরকা’ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি!)

হিজাব-নেকাব পড়া অপরাধ। (উদাহরণঃ ৩ জুলাই ২০১৩, চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ এবং নামাজ ঘরে তালা।)



ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম, ইসলাম মধ্যযুগীয় ধর্ম! পুরাই স্পিকার হয়ে গেলুম!

:-* :-* :-*

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

অশ্রুহীন মন বলেছেন: ভাই হেডলানই প্ররিবতন করুন................ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম, ইসলাম মধ্যযুগীয় ধর্ম

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ। @ অশ্রুহীন মন

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

দার্শনিক ফিনিক্স বলেছেন: ৯০% মুসলমানের দেশে এসব ঘটনা কখনোই মেনে নেয়া যায়না.ইয়

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

দোদূল্যমান বলেছেন: স্যেকুলারিস্ট আইকন এবং ইন্সটিটিঊশগুলো যতই ইসলাম বিরোধী কাজগুলো করছে ইসলামের আলো মানুষদের কাছে তত বেশী ছড়িয়ে যাচ্ছে। সেই সাথে পরিশীলিত কথামালার মারপ্যাচে আর মন-ভুলানো মানবতাবোধের মুখুশে লুকিয়ে থাকা ইসলামের শত্রুগুলোর (ব্যক্তি ও প্রতিষ্ঠান) পরিচয় প্রকাশিত হচ্ছে। আল’হামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওতা’য়ালা মন্দের ভেতরেও কিছু কল্যান রেখে দিয়েছেন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: সহমত জ্ঞাপন করছি @দার্শনিক ফিনিক্স

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

মোঃ জুনায়েদ খান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @দোদূল্যমান

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

মিনেসোটা বলেছেন:
আপনি ছবি কেন তুলেছেন? দেওবন্দী ফতোয়া অনুযায়ী ছবি তোলা গুনাহ

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মোঃ জুনায়েদ খান বলেছেন: গুনাহ করছি বলে গুনাহকে সাপোর্ট করতে হবে??? @মিনসেটা

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মিনেসোটা বলেছেন: আপনে নিজে প্যান্ট শার্ট পইড়া মাথায় ইংলিশ ক্যাপ দিয়া ছবি দিছেন, আপনে নিজে আগে সৌদি নেকাব লাগান, তারপর অন্যরে বলেন কিভাবে তাদের চড়কায় তেল দিতে হয়

"আপনি আচারি ধর্ম, পরেরে শিখাও" এর মানে বোঝেন?

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

মোঃ জুনায়েদ খান বলেছেন: নেকাব সৌদি সম্পত্তি না আর এটা ছেলেদের পোষাকও না যে পড়ে ছবি তুলব।না ভাই আমি এর মানে বুঝিনা।তবে যা ভালো মনে করি শেয়ার করি। ভালো না লাগলে 100 গজ দূরে থাকুন।বাড়তি জ্ঞান না দিলেই খুশি হব@মিনেসোটা

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মিনেসোটা বলেছেন: আপনে না বুইঝা সবকিছু করেন না কি?? ভাল ভাল

একদিন না বুইঝা ইন্দুরের বিষ খাইয়া দেখেন, ভাল লাগলে অভিজ্ঞতা শেয়ার করবেন, ফি আমানিল্লাহ

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মোঃ জুনায়েদ খান বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ @মিনেসোটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.