|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ জুনায়েদ খান
মোঃ জুনায়েদ খান
	ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
টেলিটক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের একমাত্র দেশীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। সম্প্রতি তারা শুরু করেছে ৩জি ব্যাবসাও। সরকারী এ ফোনের সরকারী সেবার নমুনা দেখুনঃ
- স্লামুলাইকুম। কিভাবে সাহায্য করতে পারি।
: ওয়ালাইকুম _আস_সালাম। আমি রংপুরের পীরগঞ্জ থেকে বলছি। আমি টেলিটক নেট কানেক্ট করতে পারছি না।
- পীরগঞ্জ কি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে?
: না।
- তাহলে তো আপনি 3G ইউজ করতে পারবেন না।
: আরে ভাই আমি 2G -র কথাই বলছি।
- আপনার মোবাইলের কনফিগারেশন ঠিক আছে তো? মোবাইল টা আগে কনফিগার করে নিন। Apn: wap … … 
: জ্বি। সব ঠিক আছে। মোডেমেও কানেক্ট হচ্ছে না!
- আপনি মোডেমে ইউজ করেন!(ভদ্র মহিলা যেন আকাশ থেকে পড়লেন!)?মোডেমে তো পেইজ ই ওপেন হবার কথা না।আপনি কি মোডেম ইউজ করেন?
 
: জিপি। ময়মনসিংহ এ আমি ভালো স্পিড পেতাম।
- জিপিতে তো কানেক্ট হবার কথা নয়। আপনি টেলিটকের ফ্ল্যাশ মোডেম ইউজ করে দেখতে পারেন। ময়মনসিংহ এ ৩জি আছে এ জন্য হয়তোবা স্পিড পেতেন।
: ময়মনসিংহ এ ৩জি আসার আগে থেকে আমি নেট ইউজ করি। আপনি সত্যি করে বলুন তো এখানে আপনাদের 2G নেট কাভারেজ আছে কি না?
- স্যার, আমরা এখন 2G নিয়ে কাজ করিনা।
: :O সারাদেশে ২জিই ঠিক নাই, আপনারা ৩জি দেবেন কি করে? আর সবাই তো আপনার ৩জি ইউজ করবে না।
- স্যার, আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না। আপনার প্রব্লেমটা আমি লিখে রাখছি।
বিশাল একটা ভাব নিয়ে ভদ্রমহিলা ফোনটা রেখে দিলেন। আর আমি?
রাগে দুঃখে ক্ষোভে এবং অপমানে আপনমনে কিছুক্ষণ “বিপ-বিপ... বিপ-বিপ...” করে গেলাম! শালার সরকারী টিটি! 
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৩ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:৫৭
১৩ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:৫৭
মোঃ জুনায়েদ খান বলেছেন: রবি কি আমাকে ১০০টাকায় ১জিবি দেবে? @রাহুল
৩|  ১৩ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩২
১৩ ই অক্টোবর, ২০১৩  বিকাল ৪:৩২
রাজীব দে সরকার বলেছেন: ভাই টেলিটকের কাস্টমার কেয়ার ভালো না
তবে থ্রি-জি স্পীড সেইরকম
টেলিটক আসলেই দারুন একটা কাজ করছে, থ্রি-জি লঞ্চ করে
যারা ইন্টারনেটের পোকা টেলিটক ছাড়া তারা নেটের কোন মজাই পাবেনা
৪|  ১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০২
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০২
নাজমুল আনোয়ার বলেছেন: Tools > Options > Network Settings > 2G only > ok এটা করে দেখতে পারেন ।
৫|  ১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০৩
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:০৩
মোঃ জুনায়েদ খান বলেছেন: হতে পারে। তবে আমার যে ১জিবি নষ্ট হচ্ছে তার কি হবে? @রাজীব দে সরকার
৬|  ১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:২৪
১৩ ই অক্টোবর, ২০১৩  রাত ৯:২৪
মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ! কিন্তু কাজ হচ্ছে না! আসলে এখানে টেলিটকের নেট কাভারেজ মনে হয় নেই @নাজমুল আনোয়ার
৭|  ১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৬
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:১৬
রাজীব দে সরকার বলেছেন: আমাকে দিয়ে দিতে পারেন, আর কি বলবো   
 
৮|  ১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৪
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৩৪
মোমের মানুষ বলেছেন: জয় ভাইয়ার ফেসবুকে গিয়ে কমপ্লীন করেন......।
৯|  ১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৪
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৪
মোঃ জুনায়েদ খান বলেছেন: নিয়ে যান  @রাজীব দে সরকার
 @রাজীব দে সরকার
১০|  ১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৭
১৪ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:৫৭
মোঃ জুনায়েদ খান বলেছেন: উত্তম প্রস্তাব। @মোমের মানুষ
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:১০
১৩ ই অক্টোবর, ২০১৩  দুপুর ২:১০
রাহুল বলেছেন: বাদ দেন, রবি নেন.সিরাম স্পিড............। 
   
   
  