|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ জুনায়েদ খান
মোঃ জুনায়েদ খান
	ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
 
 [১]
- মামা, ডিম তো ২৪ টাকা হালি! ডিম পোস এখনো ১৩ টাকা রাখেন ক্যান?
: মামা, পেঁয়াজের কেজি তো ১০০ টাকা! (অকাট্য যুক্তি)
[২]
- মামা, ডিমের দাম তো কমেছে। আপনারা কমান না ক্যান?
: ডিমের দাম কমেছে কিন্তু ছেলের প্রাইভেট এর দাম তো কমে নাই! আগে ৩০০ টাকা ছিল, এখন ৫০০! (অতিকাট্য যুক্তি)
উপরের কথোপকথন দুটি হয়েছিল আমি এবং জব্বার মোড়ের(বাকৃবি) দুই স্বনামধন্য হোটেল মালিকের সাথে। একজন পেঁয়াজ দিয়ে ডিম পোস করেন, অন্যজন ডিম বেঁচে ছেলের প্রাইভেট কেনেন!
আর আমি ডিমজনতা, পেঁয়াজ দিয়ে ডিম পোস খাই!
 ০ টি
    	০ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.