নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

আমরা আর কত ঝালমুড়ি চিবাবো? আর কত চড়কিতে ঘুরবো??

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

“দেশটা যেন এক শিশু পার্ক

নিজের ইচ্ছের দোলনায় দুলি সবাই

জীবনের ঘরে এত অনাচার

তবু শিশুদের মত বলি যেমন আছে থাক!”




মাহমুদুজ্জামান বাবুর সাথে কণ্ঠ মেলানো ছাড়া আমাদের আর কোন উপায় নেই। রাজা যাবে, রাজা আসবে রাণীরাও আসবে যাবে কিন্তু তাদের ইচ্ছের দোলনায় দোলাদুলি কোনদিন বন্ধ হবে না। তারা ইচ্ছেমত চড়কি বানাবেন, সে চড়কিতে আমাদের উঠাবেন এবং নিজের ইচ্ছেমতই আবার সে চড়কি ঘুরাবেন! চড়কিতে উঠে কে বমি করল আর কে ইউরিনেট করল সেটা দেখার বিষয় তাদের নয়। চড়কি ঘুরলেই হল!



“আশরাফ-ফখরুল বৈঠক হয়েছে, আরও হবে” : ইনু (প্রথম আলো)

“আশরাফ-ফখরুল বৈঠকের খবর গুজব” : হান্নান শাহ (মানবজমিন)



কি বুঝলেন? আপনার-আমার বোঝার জিনিস এটা নয়। এটা রাজনীতি; রাজাদের বিষয়!

- ‘রাজাদের মাঝে বিন্দুমাত্র দেশপ্রেম নেই! ওরা দেশকে ভালোবাসে না।’

: ‘আরে রাখেন মিয়া! আদার ব্যাপারী হয়ে জাহাজের দিকে নজর দেন কিল্লাই? আপনি মুরুক্ষ মানুষ ফ্রেম-ফ্রিতির কি বুঝেন? দেশটা আপনার নি? হেতাগো দেশ, হেতারা দেশের লগে ফ্রিত করুক আর দেশরে বানের জলে ভাসায়া দিক তাতে আপনার কি? আপনি দূরে গিয়া ঝালমুড়ি চাবান।’



আমরা আর কত ঝালমুড়ি চিবাবো? আর কত চড়কিতে ঘুরবো??







মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.