নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা কানা :-B

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

পরীক্ষা খারাপ দিয়ে মন খারাপ করার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সহজ সহজ ভুল গুলো যে আফসোস নামক অনুভূতিটার জন্ম দেয় তা এখনো শেষ হয়ে যায়নি! প্রশ্নে দেয়া আছে এক জিনিস আর আপনি দেখলেন অন্যজিনিস। মনের আনন্দে সেই অন্যজিনিসটাই পরম যত্নে খাতায় লিখে একটা ফুরফুরে মন নিয়ে যখন পরীক্ষা শেষ করলেন, তখন আবিষ্কার করলেন যে আপনার চোখ ভুল দেখেছে! আপনি ভুল লিখেছেন! ‘মানুষ মাত্রই ভুল’ এই সান্ত্বনাবাণীর মাঝে যখন আপনি সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন ঠিক তখনি আবার আবিষ্কার করলেন যে আপনি একমাত্র অঙ্কটিও ভুল মান ব্যবহার করে করেছেন! প্রশ্নপত্রে মান ঠিকই দেয়া আছে কিন্তু আপনি ভুল তুলেছেন! ফুরফুরে মনটা আর অপেক্ষা না করেই ফুড়ুৎ করে উড়ে যাবে। শেষ এখানেই নয়। বাস্তবতা মেনে নিয়ে যখন ০.২৫ মার্ক্সের শূন্যস্থান গুলোর দিকে দৃষ্টি দিলেন, তখন দেখলেন যে সেখানেও আপনার চক্ষু আপনার সাথে প্রতারণা করেছে!



কেমনটা লাগে বলেন???



প্রশ্নে যা ছিলঃ

1. Prove that, Nu = C(Pr)^n(Gr)^m

2. K of rock wool = 0.045 Kcal/hr-m-°C



আমার চোখ যা দেখেছেঃ

1. Prove that Nu = C(Pr)^n(Re)^m

2. K of rock wool = 0.45 Kcal/hr-m-°C



চশমা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তো? কিন্তু আমি ডাক্তার কে গিয়ে কি বলব?

“ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি না পরীক্ষার হলে চোখে দেখিনা! আমাকে পরীক্ষার হলে দেখার জন্য একটা চশমা দিন!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

আদম_ বলেছেন: ব্যাপার বস্। মেন ইস মরটাল।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: জি ভাই ম্যান ইজ মর্টাল - মানুষ মাত্রই ভুল করে! :P @আদম_

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.