![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..
- ভাই ভালো আছেন?
: জ্বি ভাই।
- ভাই কি সত্যিই ভালো আছেন???
ভাই এবার অপ্রস্তুত। ভাই তার পাঁচ আঙুল দিয়ে মাথা চুলকায়, ভ্রু কুঁচকে নিচের দিকে তাকায়! আসলেই কি সে ভালো আছে?
না, ভাই ভালো নেই। পাশের বাসার আবুল ভাই বার্ন ইউনিটে কাতরাচ্ছে, বাবুল ভাইয়ের ছোট ছেলেটা জানাজায়, কাবুল ভাই অভুক্ত, তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিক্সাটিও কে বা কারা গতরাতে জ্বালিয়ে দিয়েছে! ভাই নিজেও ঘরের চারদেয়ালের মাঝে রুদ্ধ। বাইরে বের হবার হালকা যে সাহসটুকু ছিল, সেটিও আজ সকালে হারিয়ে ফেলেছেন!
এ অবস্থায় ভালো থাকা যায় না। কেউ ভালো থাকতে পারে না।
অদ্ভুত! তারপরও ভাই বলছেন তিনি ভালো আছেন! মুখ ফসকে বেরিয়ে গেছে নাকি দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছেন!
ভাই জানেন। আমি জানিনা...
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
মোঃ জুনায়েদ খান বলেছেন: হু্ম। কেউ ভালো নেই! @বোধহীন স্বপ্ন
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
রক্ত পলাশী বলেছেন: কেউ ভাল নেই, শুধুমাত্র দুজন ছাড়া...।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
মোঃ জুনায়েদ খান বলেছেন: কোন দুজন ভাই? হাসিনা দাদী আর খালেদা নানী? @রক্ত পলাশী
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো নেই, কেউ ভালো নেই...