নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

আজ এ কোন বিজয় দেখি? :((

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বোমা-গুলির শব্দ তো থামেনি, অসহায় মানুষের আর্তনাদ তো থামেনি, শিশুর মাথায় রাবার বুলেটের ক্ষতটাও যে এখনো শুকায় নি!



৭১,১৩! সংখ্যা দুটির মধ্যে এত পার্থক্য কেন?



১৬ ডিসেম্বর,১৯৭১। সব হারিয়েও আমরা হেসেছিলাম। কাঁধে কাঁধ মিলিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিয়েছিলাম। সদ্য এতিম হওয়া শিশুটিও সব ভুলে লাল-সবুজের পতাকা হাতে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে চিৎকার করতে করতে দৌড়ে রাজপথে নেমে এসেছিল।মুক্ত মাটি... মুক্ত বাতাস... মুক্ত আকাশ...! আহা...



কিন্তু আজ? আজও তো ১৬ ডিসেম্বর! সব পেয়েও আমরা কাঁদছি কেন? আমাদের কাঁধে আর কাঁধ মেলেনা। মুক্ত বাতাসে শ্বাস নেয়া হয়না। বাতাসটা হঠাৎ করেই যেন অনেক ভারী হয়ে গেছে। এতিম শিশুটি আজ রাস্তায় নামতে ভয় পায়। ভেবে পায়না সে আজ কোন ‘বাংলাদেশ’ নিয়ে চিৎকার করবে?



আকাশ, মাটি, বাতাস...। সবতো ঠিক আগের মতই আছে। শুধু ‘মুক্ত’ শব্দটি হারিয়ে গেল কেন বলতে পারেন?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

জাহাঙ্গীর জান বলেছেন: দুইটা রাক্ষসী সেই বিজয়কে গ্রাস করেছে ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

মোঃ জুনায়েদ খান বলেছেন: সহমত @জাহাঙ্গীর জান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.