নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

“ছারপোকা তুই গদি ছাড়... গদি কি তোর বাপ দাদার?”

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

তোকে বড় বিশ্বাস করে আমার বিছানায় থাকতে দিয়েছিলাম! কিন্তু তুই সে বিশ্বাসকে নিঃশ্বাসে উড়িয়ে দিয়েছিস। রাতের অন্ধকারে চুপিচুপি আমার রক্ত খেয়েছিস। আমার ঘুম হারাম করেছিস! কুট্টুস করে আমার গায়ে কামর দিয়েছিস! আমার রক্তে তোর পেট ফুলে কলাগাছ হয়েছে!



আর আমি? না জেনে তোর ডিমে দিনের পর দিন তা দিয়েছি! আমার নিরাপরাধ মশারী এবং বালিশকে দোতলা থেকে ফেলে দিয়েছি। ভেবেছিলাম ন্যুনতম সম্মানবোধ থাকলে তুই আর ফিরে আসবি না!



ছারপোকা, তুই এত ছ্যাঁচড়া ক্যারে? আমার গদির উপর তোর এত লুভ ক্যারে??



আমি অহন কি করাম? কিতা করবাম আমি???

:((

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

হাসিব০৭ বলেছেন: বেশি না ল্যাপ তোশক ছাড়া সবকিছু ফটন্ত গরম পানি দিয়ে ২০ বিশ মিনিট ভিজিয়ে রাখুন। ল্যাপ তোশক কড়া রোদে ৩-৪ ঘন্টা গরম করুন তাতে ছাড়পোকা মরে যাবে আর তা না পারলে ইদুর চিকার ওষুধ যারা বিক্রি করে তাদের কাছে ছাড়পোকা মারার ওষুধ পাবেন কিনে ব্যবহার করুন

B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

মোঃ জুনায়েদ খান বলেছেন: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ! @ হাসিব০৭

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সাধারণ মুসলমান বলেছেন: ছাড়বে ৷ মন চায় না তাই ইট্টু লেট হচ্ছে ৷

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

বিষন্ন একা বলেছেন: ছাড়পোকা একটা অভিশাপ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.