নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

লিমিট

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

LIMIT... বাংলায় সীমা অথবা সীমানা।



এই ‘লিমিট’ নিয়ে প্রতিদিন আমাদের জীবনে কত ঘটনাই না ঘটে যাচ্ছে। কেউ লিমিট ক্রস করে রাতারাতি অপ্রিয় হয়ে যাচ্ছেন আবার কেউবা বিনা নোটিসে উম্মাদ বনে যাচ্ছেন। চুরি, ডাকাতী, মাস্তানী, ইভটিজিং, আদমটিজিং থেকে শুরু করে ঝগড়া-বিবাদ, বোমাবাজী, নকলবাজী, ধোকাবাজী... সবকিছুর মূলেই রয়েছে এই লিমিট ক্রসিং! আপনাকে একটা সীমা বেঁধে দেয়া হয়েছে এর বাইরে আপনি যেতে পারবেন না; কিছু করতে পারবেন না। লিমিট ক্রস করলেন তো হেরে গেলেন। হেরে যাওয়া মানুষ ও মরে যাওয়া মানুষের মাঝে তেমন কোন তফাৎ নেই। কেউ আপনাকে এক পয়সারও দাম দেবে না । ছোট হয়ে বড়দের বিষয়ে আপনি নাক গলাতে পারবেন না, খুব কাছের মানুষ হয়েও তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না, ইচ্ছে করলেই দেশের সীমানা প্রাচীর টপকে ভারত যেতে পারবেন না! ‘লিমিট’ নামক তিন অক্ষরের শব্দটি আপনাকে বাঁধা দেবে।



‘আবুল, তুমি তোমার লিমিট ক্রস করোনা’

‘সবকিছুর একটা লিমিট থাকে। তুমি সব লিমিট ক্রস করেছো কালুর বাপ...’

‘না!সহ্যের একটা সীমা থাকে। আর কতদিন?’


... ... ...



লিমিট জিরো টু ইনফিনিটি! এটা অঙ্কের লিমিট, জীবনের নয়। জীবনের লিমিট সীমাবদ্ধ, জিরো টু ইনফিনিটি নয়, টেন্ডস টু জিরো!



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.