নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

‘চলে যদি যাবি দূরে স্বার্থপর... তবে কেন জোছনা দেখালি?’

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আমাকেও ছ্যাকা দিয়ে দিল!



এমন কিছু একটা যে ঘটতে যাচ্ছে তা আগেই আন্দাজ করেছিলাম। না চাহিতে যারে পাওয়া যায়, না চাহিতে তারে হারানোও যায়।



‘চলে যদি যাবি দূরে স্বার্থপর...

তবে কেন জোছনা দেখালি?’



মুই অরে ছাড়া থাহুম ক্যামনে???



৯ টাকায় 1GB 3G ডাটা! মেয়াদ ২০ দিন। শুনলেই কেমন যেন একটা ভালোলাগার অনুভূতি তৈরী হয়। সেই অনুভূতি চাপে মাঝে মাঝে খুশিতে নৃত্য করতেও ইচ্ছা করে! ইকুয়েশনটা এমন ছিল-



বন্ধ সিম সংখ্যাঃ ৩

3G ডাটার পরিমাণঃ 3GB

মেয়াদঃ ২০+২০+২০= ৬০ দিন!




মুই কি হনু রে???



২৯ ডিসেম্বর ১০.৩৫ টাকায় 1GB ডাটা নিয়ে আমার 3G মিশন শুরু করলাম। ক্ষুধার্ত বাঘের সামনে হরিণ শাবক থাকলে বাঘের যে অবস্থা হয়, 3G কে পেয়ে আমারো ঠিক সেই অবস্থা হয়েছিল! স্পিড রে স্পিড...! 3G এর ছোঁয়ায় নিমিষেই মিনিট গুলো সেকন্ড হয়ে যাচ্ছিল আর ঘন্টা গুলো মিনিট! ৬ দিনেই 1GB শেষ! হাফ জিবি শেষ করার পর যখন ওয়ার্নিংটা এল ভাবলাম বাকী হাফ জিবি তারাতারি শেষ করে নতুন 1GB নিয়ে নিই! হাবিজাবি ডাউনলোড দিয়ে তারাতারি শেষও করে ফেললাম! তারপর...



ফোনে সেকেন্ড সিম টা ইনসার্ট করলাম। মেসেজ অপশনে গিয়ে <1GB> টাইপ করে 9999 এ সেন্ড করলাম। রিপ্লে এল- Wrong keyword! আবার সেন্ড করলাম। সেম রিপ্লে- Wrong keyword!



বুকের ভিতরে ছোট খাট একটা ককটেল বার্স্ট হল। হেল্পলাইনে ফোন দিলাম-

-‘ভাই আপনাদের এই ৯টাকায় 1GB এর অফারটা কবে শেষ হয়েছে?’

: ‘৩১ ডিসেম্বর!’



ঠাস করে ফোনটা কেটে দিলাম। অসহায় মোডেমটার দিকে তাকালাম। ইচ্ছে থাকলেও এখন আর সে 3G স্পিড দিতে পারবে না! ক্ষমতা হারালে জড় মোডেমও অসহায় হয়ে পড়ে! হায়রে ক্ষমতা!



মোবাইলে অপেরা মিনি ওপেন করলাম। Connecting... যেন আর শেষ হয় না! অনেক অপেক্ষার পর ফেইসবুকের হোম পেজ এল, কিন্তু শত অপেক্ষাতেও আর নেক্সট পেজ এল না! অপেরা মিনির ক্লান্ত নীল দাগ বারবার মাঝপথে গিয়ে ঝিমুতে থাকে আর মাঝে মাঝে বার্তা পাঠায়ঃ Connection failed! Please try again!!



অবশেষে নিরুপায় হয়েঃ 0.facebook.com!



স্পিড একেবারে খারাপ না! ;-)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল উদ্দুগ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: অসহায়ের শেষ সম্বল 0.facebook.com
এভাবে 2G স্পিড কমিয়ে দেয়ার কোন মানে হয়না @পরিবেশ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.