নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর ফিরে এসেছে :D

১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

[Reference to my previous post…]



জিপি নাকি আবার ২০ টাকায় 1GB 3G ইন্টারনেট দিচ্ছে! বাক্যটি অত্যন্ত মধুর শোনালেও অফারটি নাকি সবার জন্য নয়। যাদেরকে SMS দিয়ে নোটিফাই করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য! যদিও সম্ভাবনা খুবই কম তবুও নতুন ইন্টারনেট প্যাকেজ না নিয়ে জিপির SMS এর অপেক্ষায় থাকলাম। এর ফোনে এল ওর ফোনে এল মাগার আমার ফোনে এল না! :((



একবুক হতাশা নিয়ে একটা পুরনো সিম ওপেন করলাম। 1GB লিখে 9999 এ SMS করলাম। “We are sorry to inform you that your current balance is not sufficient to take this offer!” চমকে উঠলাম! তারমানে কিছু একটা ঘটতে যাচ্ছে! মধ্যরাতেই জিপি কার্ড খোঁজা শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পরও কার্ড মিলল না। সকালে উঠেই নাস্তা সেরে গেলাম সোজা ফ্লেক্সির দোকানে। ২৫ টাকা লোড দিয়েই এসএমএস পাঠিয়ে দিলাম। দ্বিতীয়বারের মত চমকে গেলাম। ৯টাকা কেটে নিয়ে জিপি আমাকে পুরো 1GB দিয়ে দিল!



বিশ্বাস করতে কষ্ট হল। হেল্প লাইনে ফোন দিলাম-



- ‘৯ টাকায় 1GB অফার তো শেষ। তবে আমি পেলাম কেন?’

: ‘আপনি কি কোন SMS পেয়েছেন? আমাদের ২০ টাকায়... ...’

- ‘জানি। আমি কোন SMS পাইনি আর ২০ টাকা না, আমার ৯ টাকা কেটেছে!’

: ‘৯ টাকায় পাবার তো কথা না। একটু দাঁড়ান, চেক করে দেখি...’



১ মিনিট পর...



: ‘স্যার আসলে আপনার ৯ টাকায় পাবার কথা না। কেন পেলেন সেটাও বলতে পাচ্ছি না। তবে যখন পেয়েই গেছেন ইউজ করতে থাকেন। সমস্যা নেই!’



আহ! কি শান্তি!!

৯ টাকায় আবার 1GB! স্বার্থপর ফিরে এসেছে!!




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আদম_ বলেছেন: মে জিপি গো টু হেল উইথ দেয়ার স্টুপিড অফার।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: অফার স্টুপিড হইলেও কাজে দিচ্ছে! :D

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

কস্কি বলেছেন: ভালো কইরাই বুঝলাম কি হইছে!!

যেহেতু “ভালো" কইরাই বুচ্ছি!! B-)) তাই লাফানোর মতো কিছু দেখলাম না!!! :|

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

মোঃ জুনায়েদ খান বলেছেন: কি বুঝলেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.