নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইনস মোবারাক ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

ঈদ মোবারক! :P



থুক্কু! ভ্যালেন্টাইনস মোবারাক! আসেন ভাই কোলাকুলি করি; পেট পুড়ে ফুচকা-চটপটি খাই! রঙ-বেরঙের জামা পড়ে ঈদগাহে যাই! থুক্কু থুক্কু! ভ্যালেন্টাইনস গাহে যাই!



ঈদ মানে খুশি! আর ভ্যালেন্টাইন্স ডে মানে জরিনা, সখিনা, মমেনা, হাসি, খুশি সবাই; শত শত সাদা সাদা আন্টি(শাড়ি ইফেক্ট+মেক-আপের তেলেসমাতি!) আর লাল-নীল-হলুদ-সবুজ কিছু পাঞ্জাবীওয়ালা! চারিদিকে শুধু ‘ওয়াও’ আর ‘ওয়াও’! অন্যদিকে ঘরের মধ্যে সখিনা বানুর ‘টোয়াও-টোয়াও’ (হবু বেটার ফাদার(BF) কথা রাখেনি বলে)! ৪০০ ভোল্টেজের ছ্যাকা খাওয়া আবুল মিয়াও আজ বসে নেই। আবুল মিয়া তার ঝলসানো মন নিয়ে জরিনা বিবির পুকুরে চিলিং ওয়াটারে সাঁতার কাটতেছে আর সখিনা বানুর ‘টোয়াও-টোয়াও’ উপভোগ করছে- ‘সখিনারে... আবুলও একদিন তোর লাইগ্যা এমন ‘টোয়াও-টোয়াও’ কইরা কান্দছে...’



আসেন ভাই আসেন! কোলাকুলি করি; পেট পুড়ে ফুচকা-চটপটি খাই! রঙ-বেরঙের জামা পড়ে ঈদগাহে যাই! থুক্কু থুক্কু! ভ্যালেন্টাইনস গাহে যাই! এটা যেনতেন ডে না ভাই!

এটা বিশ্ব ভালোবাসা ডে!

ভালোবাসা ডে!!

ভালোবাসা দে!!!



হে বিশ্ব, ভালোবাসা দে...!!!!! <3 <3 <3

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.