নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

‘আবুল তোর ভাই টা মরল কেন রে??’ (সাদ হত্যাকান্ড)

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

‘আবুল তোর ভাই টা মরল কেন রে??’



আবুল কথা বলে না। খটমট করে ভাইয়ের নিথর দেহটার দিকে তাকায়। সামান্য একটা লুঙ্গি পরে পাবলিক প্লেসে হাত পা ছাড়িয়ে উদাম গায়ে শুয়ে আছে আবুলের ভাই। গা ভর্তি কালো কালো দাগ, রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে আছে। আবুলের মোটা ভাইটাকে আরো অনেক মোটা দেখাচ্ছে। মোটা দেখাবেই না কেন? খাওয়াদাওয়াটা তো আর কম হয়নি! চড়-থাপ্পর, কিল-ঘুষি-লাত্থি, হক স্টিক, রড, চাপাতি বাদ যায়নি কিছুই। ওর বন্ধুরা সারারাত ধরে আদর করে খাইয়ে দিয়েছে। ভাইয়ের আদর মাখা মুখটার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে আবুল।



আবুলের এ দুর্ভাগা ভাইটির নাম সাদ। সাদ ইবনে মমতাজ। একাএকা মরে গেছে। একটা আদুরে স্পর্শ কিংবা এক ফোটা জল। অভাগার কপালে কিছুই জোটেনি। কখন মরে গেছে সেটাও কেউ জানেনা। ‘কি এমন পাপ করেছিল রে তোর ভাই?’ পাপ! পাপই বটে। দেশের একটা খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সবচেয়ে বড় পাপটা করেছিল সে। যে বিশ্ববিদ্যালয় জীবিত মানুষেরও নিরাপত্তা দিতে পারেনা মৃত লাশেরও না। নিরাপত্তাহীন সেই বিশ্ববিদ্যালয়ের কিছু হায়েনাকেও সরলমনে বিশ্বাস করেছিল সে। হায়েনারা তার বিশ্বাসের উপযুক্ত প্রতিদান দিয়েছে। পঁচে যাওয়া পৃথিবীর তীব্র পঁচা গন্ধে হয়ত ঘুমাতে অনেক কষ্ট হত সাদের। সাদের সেই বিশ্বস্থ হায়েনারা তাকে সে কষ্ট থেকে চিরতরে মুক্তি দিয়েছে। ‘আবুল, তোর ভাইটা তাহলে মরেই বেঁচে গেল নাকি রে?’



ঐ যে... ওরা কারা আসে? ঝাপসা চোখ মুছে তাকায় আবুল। সাদের মত এক জোড়া নিরীহ চোখ, সাদের মতই নিষ্পাপ চাহনি, এমনকি দুই চোখের মাঝের নাকটা দেখতেও অবিকল সাদের মত! সাদ... সাদ... সাদ...! হাজার হাজার সাদ রাজপথে নেমে এসেছে। আরে মেয়েটা কাঁদছে কেন? অবাক কান্ড! কে? কে স্লোগান দেয়??



‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই...

সাদের খুনিদের... ফাঁসি চাই... ফাঁসি চাই...’




আবুল নিজেকে সামলে রাখতে পারেনা। মিছিলের মাঝে মিশে যায়। দাঁতে দাঁত চেপে বজ্রকন্ঠে চিৎকার করে ওঠে-

‘আমার ভাই মরল কেন? জবাব চাই... জবাব চাই...’



জবাবটা জানা যে আবুলের খুব দরকার।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

উড়োজাহাজ বলেছেন: এই জবাব বর্তমান যামানায় পাওয়া যাবে না।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: তবুও উত্তর খুঁজতে হবে

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বিষন্ন সময় আমজনতার!

অনিরাপদ যাপিত জীবন!

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই।

কি বিপন্ন এই দেশের ইতিহাস!!!!!!

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: ইতিহাসের সাথে ভবিষ্যৎও বিপন্ন

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

কৃষিবিদ মোঃ শহীদুল আলম বলেছেন: সাদের খুনিদের... ফাঁসি চাই... ফাঁসি চাই...

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

মোঃ জুনায়েদ খান বলেছেন: দ্রুত

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

নীল ভোমরা বলেছেন: হুমম...... এমন অন্ধকার যুগ দূর হোক!..... বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.