নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ সমাচার!

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

সাত এক্কে সাত... সাত দ্বিগুণে চৌদ্দ... তিন সাতা একুশ...!



ব্যস! আর এগুতে হবে না। আমাদের দোরগোড়ায় নতুনত্ব নিয়ে হাজির হয়েছে পরম আকাঙ্ক্ষিত ও বহুল প্রতীক্ষিত ‘বাংলা নববর্ষ-১৪২১’! যার আগমনী বার্তায় কালবৈশাখীর অদম্য ঝড়ে দুলছে কোটি বাঙালীর প্রাণ। চারদিকে সাজ সাজ রব। ভাব বেড়েছে জাতীয় মাছ ইলিশের। মেঘনা নদী থেকে তরতর করে আকাশে উঠে জাতীয় মাছ অস্থির জাতীকে দেখাচ্ছে আকাশ-কুসুম স্বপ্ন। পিছিয়ে নেই জাতীয় পোষাক লুঙ্গীও! ক্রমবর্ধমান ‘ডিজিটাল অবলা সম্প্রদায়ের’ চাহিদাকে সামনে রেখে আবিষ্কৃত হয়েছে ‘লুঙ্গি-ফ্যাশন’ নামক সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এক ফ্যাশনের। বস্ত্র ব্যবসায়ীরা খোদ লুঙ্গী কেটে তৈরী করছেন জামা-পাজামা-ওড়না সহ চোখ ধাঁধানো সব পোষাক! ঐতিহ্য সচেতন বাঙালীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় রাস্তার মোড়ে মোড়ে ‘গরম পান্তা’ পাওয়া যাচ্ছে একেবারেই নামমাত্র মূল্যে। অন্যদিকে নিজেদের নিরাপত্তার দাবীতে প্রায় দশ মিনিট ধরে মেঘনা নদী অবরোধ করে রেখেছে ‘ডিম্ববতী ইলিশ ফোরামের’ সদস্যরা। আর একটি ডিম্ববতী ইলিশ ধরা হলে ডিম পারা বন্ধ করে দেওয়া হবে বলে আখেরী হুশিয়ারী উচ্চারণ করেছেন ডিম্ববতী ইলিশ ফোরামের মুখপাত্রী ‘ডিম্বার ইলিশা জং’! ইলিশ কিনতে অক্ষম ক্রেতাদের মুখে মুচকি হাসি ফোটাতে একটি বহুজাতিক প্রতিষ্ঠান প্রথমবারের মত বাজারে এনেছে ইলিশের ফ্লেভার সংবলিত ‘বিজলী ইলিশ মশলা’! এ মশলার তেলেসমাতি শক্তিতে বিজলীর বেগে সস্তা তেলাপিয়া-পাঙ্গাশ ইলিশের স্বাদে টইটম্বুর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এদিকে এ বিশেষ দিনটিকে সামনে রেখে নাম না জানা নানান প্রসাধনীতে গুদাম ভর্তি করেছে পারসোনার মত দেশের নামজাদা বিউটি পার্লারগুলো! পরপুরুষের চোখ ধাঁধিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না ‘বিশ্বকিপ্টুস’ পদবীধারী বাঙালী রমনীরা! বাংলা নববর্ষ নিয়ে এমন মাতামাতিতে মুগ্ধ হয়ে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর কয়েকবার কবর থেকে উঠে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন তার প্রথমা স্ত্রী রুকাইয়া সুলতান বেগম। আবেগে আপ্লুত বাঙ্গালী জাতীকে শুধু একদিনের জন্য বাঙালীয়ানা না দেখিয়ে জীবনের প্রতিটি কাজে বাংলা সংস্কৃতির প্রতিফলন ঘটানোর উদাত্ত আহবান জানিয়েছেন বাংলা সনের প্রবর্তক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.