নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

গল্প : অপদার্থ

০৭ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

রাস্তাটা অচেনা মানুষে গিজ গিজ করছে। সবাই যে যার মত ব্যস্ত, কারো দিকে তাকানোর সময় নেই। কিন্তু রাশেদ অনেক সময় নিয়ে ব্যস্ত মানুষগুলোর দিকে তাকাচ্ছে। মানুষগুলোকে আজ খুব পরিচিত লাগছে ওর। যাকে দেখতে ইচ্ছে করছে আশে পাশে একটু চোখ বোলালেই তার মত কাউকে না কাউকে খুঁজে পাচ্ছে সে। খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক নীল রঙয়ের একটা বাইক নিয়ে সোঁ করে চলে গেল। লোকটার সাথে ছোট চাচার অনেক মিল আছে। ছোট চাচারও এমন একটা নীল বাইক আছে। নিজে কিনেননি, শ্বশুর দিয়েছেন। রাস্তার পাশে আট-দশ বছরের একটা মেয়ে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে। ওর ছোট বোনটাও এভাবে আইসক্রিম হাতে দাঁড়িয়ে থাকে। তবে এ মেয়েটার চেয়ে রিমিকে অনেক সুন্দর দেখায়। রিমি নিশ্চয় এতদিনে আরো সুন্দর হয়েছে, মেয়েটার মতই লম্বা লম্বা চুল রেখেছে। আজ অনেকদিন পর রিমির মুখে ‘ভাইয়া’ ডাক শুনতে ইচ্ছে করছে রাশেদের। ঔষুধের দোকেন সামনে সাদা পাঞ্জাবী পড়া ভুঁড়িওয়ালা লোকটাকে অবিকল ইয়াকুব মন্ডলের মত দেখাচ্ছে। ইয়াকুব মন্ডল রাশেদের বাবার বন্ধু!... বাবা! বাবা কোথায়? বাবাকে দেখতে ইচ্ছে করে রাশেদের। লোকটাকে অনেক কষ্ট দিয়েছে সে। খুব মনযোগ দিয়ে বাবার মত কাউকে খোঁজে রাশেদ। ফারুকের বাবার মত মানুষ আছে, নিওনের বাবার মত মানুষ আছে কিন্তু রাশেদের বাবার মত কেউ নেই কেন?



- লতিফ মিয়ার ছেলেটা প্রাইমারী স্কুলের টিচার হইছে। জানো?

- না।

- তা জানবা কেন? তোমার বাবার তো টাকার গাছ আছে। নাড়া দিলেই টাকা পরে

- ...

- চুপ করে আছ কেন? আমি আর একটা কানা কড়িও তোমাকে দিতে পারব না। আমার আরো ছেলে মেয়ে আছে।

- লেখা পড়া না শেখালেই পারতেন।

- মুখের উপর কথা বল? আমার দায়িত্ব ছিল তাই পড়িয়েছি। এখন চাকরী করবা না ভিক্ষা করবা সেটা তোমার ব্যাপার।

- ভিক্ষা করব

- তাহলে তাই কর। আমি আর তোমার মত অপদার্থের মুখ দেখতে চাই না




কথপোকথনটা চার বছর আগের। যেদিন রাশেদ বাড়ি থেকে চুপিচুপি বেড়িয়ে আসে সেদিনের। অনেক কষ্ট হয়েছিল রাশেদের। অপদার্থ থেকে পদার্থ হতে চাইলে কষ্টকে গুরুত্ব দিতে নেই। পদার্থ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবে না রাশেদ। বাবা অনেক কষ্ট করে পড়িয়েছে ওকে। রাশেদও কষ্ট কম করেনি। ভালো রেজাল্ট করেছিল সে। কিন্তু রাশেদের ভালো রেজাল্ট ওর জন্য ভালো কিছু বয়ে আনতে পারছে না। যাদের খালু-মামা নেই, যারা সাধারণ, যারা অনভিজ্ঞ ভালো রেজাল্ট তাদের জন্য সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই নয়। প্রতিমাসেই দাতা হাতেম তায়ীর মত শুধু ভাইভা দিয়েই যাচ্ছে রাশেদ। দান স্বত্ত ত্যাগ করে করতে হয়। রাশেদও প্রতিদানের আশা করে না। ভাইভা ভালো দিলেও না। রাস্তার এই অচেনা মানুষ গুলোর মত শুধু কিছু চিরচেনা ডায়ালগ রাশেদের মাথায় সারাদিন গিজগিজ করে-



‘আপনার তো রেজাল্ট ভালো। কিন্তু এতদিন ধরে বসে আছেন কেন?’



‘আপনি তো এখানে থাকবেন না’



‘সরি মিস্টার রাশেদ। আমরা অভিজ্ঞ কাউকে খুঁজছিলাম’



‘আপনার তো অভিজ্ঞতা নেই। মাসে ৬ হাজার দিলে চলবে?’



‘ফুড ইঞ্জিনিয়ারিং! ফুড ইঞ্জিনিয়ারিং বলে কিছু আছে নাকি?’



... ... ...



রাস্তাটা অচেনা মানুষে গিজ গিজ করছে। সবাই যে যার মত ব্যস্ত, কারো দিকে তাকানোর সময় নেই। কিন্তু রাশেদ অনেক সময় নিয়ে ব্যস্ত মানুষদের দিকে তাকাচ্ছে। মানুষ চলছে, গাড়ি চলছে, রিক্সা-ভ্যান সবি চলছে। শুধু রাশেদের জীবনটা আটকে আছে। আটকে থাকা মানুষদের কোন ইচ্ছা থাকতে নেই। কিন্তু রাশেদের আজ বাবাকে দেখতে ইচ্ছা করছে, ছোট বোনটাকে কানমলা দিতে ইচ্ছে করছে, মায়ের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে-



‘মা... ও মা... জীবনটা এত কঠিন কেন?’

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:১১

হাসান মাহবুব বলেছেন: কঠিন জীবনের আরেকটু বর্ণনা থাকলে ভালো হতো।

০৮ ই মে, ২০১৪ রাত ১২:২৫

মোঃ জুনায়েদ খান বলেছেন: লিখতে আলসেমী লাগছিল। :#) পরে কখনো সময় পেলে সম্প্রসারণ করব। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৮ ই মে, ২০১৪ সকাল ৮:০২

মোঃ সুমন রানা বলেছেন: ‘মা... ও মা... জীবনটা এত কঠিন কেন?’

৩| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: বাংলা সিনেমায় আগে এমন দৃশ্য প্রায়ই দেখাতো। সিনেমার কথা মনে পড়ল।

০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: বিষয়টা সিনেম্যাটিক হইলেও বাস্তব। মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.