নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প : চন্দ্রাহত

১৭ ই মে, ২০১৪ রাত ৮:৫৩

গত কয়েকদিন থেকে ইলেক্ট্রিসিটিটা খুব ডিস্টার্ব করছে। হঠাত হঠাত নিরুদ্দেশ হয়ে যায়। অনেকদিন পর একটা শিট হাতে নিয়ে পড়তে বসেছিল পিয়াস। পিয়াসের মনের সাথে ইলেক্ট্রিসিটির বুঝি একটা গোপন সম্পর্ক আছে। পড়া শুরু করা মাত্রই দুম চলে গেল! মেহেদি একটা মোমবাতি জ্বালিয়েছে। আলোর চেয়ে কালো লাফাঙ্গা পোকায় ঘরটা ভরে গেছে। এমন প্রতিকূল পরিবেশে ঘরে বসে থাকা যায় না। হেড ফোনটা কানে গুজে ছাঁদের দিকে চলে যায় পিয়াস। চাঁদের রূপালী আলোয় হলের শ্যাওলা পরা ছাঁদটাকে কোন এক ভীনগ্রহের অব্যবহৃত প্লে গ্রাউন্ডের মত লাগছে। যেখানে চাঁদের আলো ছাড়া অন্যকোন কৃত্রিম আলোর অনুপ্রবেশ নিষেধ। ছাঁদটা ফাঁকা। রেলিঙ ঘেষে দাঁড়িয়ে থাকা পাম গাছটার পাতা মৃদু দুলছে। শির শির করে একটা শীতল বাতাসের প্রবাহ পিয়াসের ঘামে লেপ্টে থাকা টি শার্টটাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। একটা পাখি দূর আকাশে বৃত্তাকারে উড়ছে আর মাঝে মাঝে পাখা ঝাপাটাচ্ছে। চাঁদের মায়াবী ফাঁদে বোধহয় আটকা পড়েছে বেচারা। ভালো লাগে পিয়াসের। চাঁদটার দিকে একদৃষ্টে চেয়ে থাকে সে। একপলক চাঁদ দেখা আর এক দৃষ্টে চাঁদ দেখার মাঝে অনেক পার্থক্য আছে। চাঁদকে একপলক দেখলে অকারণে ভালো লাগে কিন্তু এক দৃষ্টে দেখলে কারণসহ ভালো লাগে। আজকের চাঁদটা কেমন যেন ঘোলা ঘোলা, রঙটাও রূপালী নয়, লালচে। বেচারী চাঁদ লজ্জায় লাল হয়েছে নাকি কেউ রক্তাক্ত করেছে কে জানে!



ফোনটা হঠাত ভাইব্রেট করে ওঠে পিয়াসের। সাজিদ ফোন করেছে।



- দোস্ত! এখন কি অবস্থা?

- অবস্থা তো ভালই

- কোন হসপিটালে আছিস তুই?

- হসপিটালে মানে? আমি তো ছাঁদে!

- তুই নাকি এক্সিডেন্ট করছিস?

- কোথায়?

- রাখ ব্যাটা! ফোনের টাকাগুলা হুদাই নষ্ট করলাম!



আপন মনে হাসে পিয়াস। বন্ধুদের কেউ একজন গুজবটা ছড়িয়েছে। বন্ধুগুলোর উপর ভরসা নেই পিয়াসের। সিরিয়াস বিষয় নিয়ে ফান করতে ওরা অভ্যস্থ। হঠাত করেই হুলুস্থুল একটা কান্ড বাঁধিয়ে ফেলে।



ফোনটা আবার ভাইব্রেট করে।



- দোস্ত পা’টার কোথায় ভাঙছে? হাটুর উপরে না নিচে?

- কনুইয়ের উপর!

- তোর হাতও ভাঙছে!

- হ। সবি ভাঙছে। তোরা থাকলে আস্তে আস্তে আমার হাত-পা নাক-কান-গলা সবি ভাঙবে!

- মানে তুই এক্সিডেন্ট করিস নি?

- না, করব ভাবতেছি! জীম, ফোনটা রাখতো। কে যেন ফোন করছে।



জীম ফোন কেটে দেয়। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে।



- কেমন আছেন?

- জ্বি, ভালো আছি।

- না, আপনি ভালো নেই। চলার সময় চোখ গুলো কি আপনি পকেটে ভরে রাখেন?

- কে বলছেন?

- আগে উত্তর দিন! দুই দুইটা জ্বলজ্যান্ত চোখ থাকতে আপনি মাইক্রোর নিচে পরেন কিভাবে? অ্যা?

- ও এই কথা! আমি তো রাস্তার সাইডেই ছিলাম। হঠাত কোত্থেকে একটা বাস এসে আমাকে ধাক্কা দিল!

- বাস?

- না মানে মাইক্রোবাস!

- তারপর?

- তারপর দেখি আমি হসপিটালে! উহ... প্রচন্ড মাথা ব্যথা করছে!

- মাথাতেও লেগেছে নাকি? আমি না শুনলাম পা...

- পাই তো! বা পা এর বুড়ো আঙুলের মাথাটা একদম থেথলে গেছে! উহ...

- কষ্ট হচ্ছে খুব না?

- আরে না! আমি ভালো আছি। ডাক্তার পা প্লাস্টার করে দিয়েছেন। সাতদিন পর অপারেশন!

- অপারেশন!

- হুম। পা’টা দু’জায়গায় ভেঙে গেছে। রড দিয়ে সাপোর্ট দিতে হবে!

- আহারে! এরপরও ভালো থাকেন কি করে? ব্যথা হচ্ছে না?

- না। কিছুক্ষণ আগেই টোরাক্স পুশ করেছে। ব্যথা একদম নেই।

- একদম টেনশন করবেন না। দেখবেন খুব তারাতারি সুস্থ্য হয়ে উঠবেন। আমি নামাজ পড়ে আপনার জন্য দুয়া করব।

- আপনার পরিচয়? হ্যালো...

- গোপন রাখলাম। অসুস্থ মানুষ এত কথা বলেন কেন? রেস্ট নিন। বাই



আনন্দে চিৎকার করে ওঠে পিয়াস। পিয়াসের এক্সিডেন্টের কথা শুনে বিচলিত হয়েছে মেয়েটা! ধরাধরা গলায় বলছে –‘একদম টেনশন করবেন না! দেখবেন খুব তারাতারি সুস্থ্য হয়ে উঠবেন!’ তারমানে সবুজ সংকেত দিয়ে দিয়েছে হৃদি! অথচ সেদিন কিভাবেই না বিপদ সংকেত দেখালো মেয়েটা।



- হৃদি

- জ্বি ভাইয়া, বলেন?

- ভাত খেয়েছো?

- হ্যা...

- ভাত খেয়ে পানি খেয়েছো?

- হ্যা...

- তাহলে ঠিক আছে।

- মানে কি? আপনি এসব বলার জন্য আমাকে থামতে বললেন?

- না তো!

- তো কি?

- ‘অনেস্টলি বলছি গত মাসে শুরুতেই তোমার উপর আমি ক্রাশ খেয়েছিলাম! এখন মনে হয় প্রেমে পড়েছি। দয়া করে এবার আমাকে উঠাও!’



কিন্তু হৃদি পিয়াসকে সেদিন উঠায় নি। সাদা মুখ কালো করে গটগট করে হেঁটে গেছে। কষ্টে বুকটা মমতাজের মতই ফেটে গিয়েছিল সেদিন। অথচ আজ কত উদ্বেগ নিয়েই না ফোন করল মেয়েটা। অসুখ-বিসুখ এমনই একটা জিনিস যেটার মাধ্যমে অতি সহজেই আসল নকলের পার্থক্য করা যায়।



চাঁদটার দিকে তাকায় পিয়াস। পাখিটা এখনও ঘুরছে। পিয়াসেরও পাখিটার মত ঘুরতে ইচ্ছে করছে। মুক্ত আকাশে বৃত্তাকারে ঘুরছে পিয়াস, বৃত্তের কেন্দ্রে বসে লজ্জ্বায় লাল হচ্ছে হৃদি। বন্ধুরা দূরে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে মিটিমিটি হাসছে - ‘মামা ক্যামনে? তোর না পা ভাঙা?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ১:২১

আপেক্ষিক বলেছেন: সুন্দর। :)

১৮ ই মে, ২০১৪ সকাল ৭:৫৬

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.