নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ঘুমপুরীর বাসিন্দা

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

কাঁচা ঘুমটা হুট করে ভেঙে যায়। লাল চোখের বিরক্তিমাখা দৃষ্টিতে দেয়ালের আবোল-তাবোল লেখা গুলোকে অপরিচিত ঠেকে। ধবধবে সাদা সিলিংটাকে মহাজাগতিক কিছু ভেবে ভুল প্রায়ই করি! এ আমি কোথায়???

পরক্ষণেই স্মৃতিরা সজাগ হয়। ধিক্কার দিয়ে বলতে থাকে, - “আহাম্মক! নিজের ঘরখানাকেও চিনতে পারো না? মগজে কি আছে তোমার? ছাগলের লাদি?” চোখ কচলিয়ে আবার দেয়ালের দিকে চাই। অর্থহীন লেখাগুলো হাজার রকমের অর্থের পসরা সাজিয়ে বাঁকা চোখে টিপ্পনি কাটতে থাকে। আরে আমি তো ঘুমোচ্ছিলাম!

গতকালও ঠিক এভাবে ঘুমিয়েছি। এই বিছানাতে, এই দেয়ালের পাশেই।

মানুষ ঘুমায়। সাথে ঘুমিয়ে যায় অতীতের প্রতিনিধিরা। হুটহাট করে ভেঙে যাওয়া ঘুমের মতই তারা হুট করে হাই তুলতে তুলতে জেগে ওঠে।

কিছু স্মৃতি জাগে না। বাস্তবতার অন্ধকার গুহায় ঝিমুতে ঝিমুতে ঘুম-পাগল স্মৃতিগুলো একসময় চিরদিনের জন্য ঘুমপুরীর বাসিন্দা হয়ে যায়।

আমি হাসি না, স্মৃতিরা আমাকে হাসায়। আমি কাঁদিনা, আমার স্মৃতিরা আমাকে কাঁদায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা বেশ ভালো লেগেছে!!

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ সুপ্রীয় কাল্পনিক ভালোবাসা ভাই :-)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

ডি মুন বলেছেন:
ভালো লাগল।

++++

শুভকামনা সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ সুপ্রীয় ডি মুন ভাই :)

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

নুরএমডিচৌধূরী বলেছেন: মানুষ ঘুমায়। সাথে ঘুমিয়ে যায় অতীতের প্রতিনিধিরা। হুটহাট করে ভেঙে যাওয়া ঘুমের মতই তারা হুট করে হাই তুলতে তুলতে জেগে ওঠে।

কিছু স্মৃতি জাগে না। বাস্তবতার অন্ধকার গুহায় ঝিমুতে ঝিমুতে ঘুম-পাগল স্মৃতিগুলো একসময় চিরদিনের জন্য ঘুমপুরীর বাসিন্দা হয়ে যায়।

আমি হাসি না, স্মৃতিরা আমাকে হাসায়। আমি কাঁদিনা, আমার স্মৃতিরা আমাকে কাঁদায়

---------------------------

শেষটা আরেকটু দেরিতে করলে বেশী খুশি হতাম
++++++++++

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ সুপ্রীয় নুরএমডিচৌধূরী ভাই। পরবর্তীতে দেরী করার চেষ্টা থাকবে। দোয়া রাখবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.