নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১



সময়টা খুব বেশী না। সাড়ে চার বছর কিংবা তার চেয়ে ক'টা দিন বেশীই হবে। এই স্বল্প সময়ে কতকিছুই না ঘটে গেলো।

হায়ার সেকেন্ডারির পরেও যে তোমাকে আমি চিনতাম না, কি অদ্ভুতভাবেই না আমি সেই তোমার প্রেমে পড়ে গেলাম!

জানি দেশের অধিকাংশ মানুষ তোমাকে চেনে না। চিনলেও ভুল নামে ডাকে। তোমার কথা শুনলে অনেকেই মুখ ভেঙচায়। চাষা ভুষা বলে গালমন্দ করে, টিপ্পনী কাটে। তাতে কী?

তুমি তো তোমাতেই অনন্য! লোক চক্ষুর অন্তরালে থেকে সেই ১৯৬১ সাল থেকে শুধু দিয়েই যাচ্ছো... দেশের প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় তুমি। দেশের উন্নতির জন্য সবচেয়ে বেশী গবেষণা তুমিই করো। অথচ বরাবরের মতই তুমি নিরহংকার, লাজুক আর নিভৃতচারী! এতটুকু গর্ববোধ নেই তোমার।

কি দাওনি দেশকে?

জালাল উদ্দিনের মুরগির ফার্মে যে মুরগি গুলো কক কক করে তাতে তোমার অবদান আছে...

ফারুক সাহেবের গরুর খামারে যে ক্রস গরুটা দৈনিক ৩০ লিটার দুধ দেয় তাতে তোমার অবদান আছে...

জমির মুন্সির পুকুরে যে পাঁচ কেজি রুইটা গভীর রাতে ঘাঁই দেয় তাতে তোমার অবদান আছে...

আবেদ আলীর পতিত জমিটায় যে এখন বছরে তিনবার ফসল হয় তাতে তোমার অবদান আছে...

শহুরে আনিস সাহেব যে প্রসেসড ফুড দিয়ে নাস্তা সেরে অফিসে যায় সেখানেও তোমার অবদান আছে।

ফরিদ শেখ যে হালের গরু বেচে দিয়ে এখন কলের লাঙল চালায় তাতে তোমার হাত আছে...

কৃষিকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছে সেখানে তোমার অবদান আছে...

তুমি আছো বলেই দেশ আজ মঙ্গার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি আছো বলেই ১৬ কোটির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ!

অথচ দেশের ক'জনাই বা সে খবর রাখে?

যদি রাখতো, আমি হলপ করে বলছি দেশের ১৬ কোটি মানুষই একযোগে তোমার প্রেমে পড়ে যেতো!

রূপ উপভোগ করার বিষয়, বর্ণনা করার নয়। শুধু এতটুকু বলবো তোমাতে আমি মুগ্ধ। তোমার নদীর পাড়, বোট্যানিকাল গার্ডেন, আমবাগান, জার্ম প্লাজম সেন্টার... আমাকে চুম্বকের মত আকর্ষণ করে। এসব জায়গায় একবার গেলে কেন যেন আর ফিরতে ইচ্ছে করেনা!

ওহ! সরি!
ভুলেই গেছিলাম। আজ তোমার জন্মদিন! জানি জন্মদিনে তোমার কোন আগ্রহ নেই। তবুও বলছি-

শুভ জন্মদিন হে প্রীয়তম বাকৃবি! যে মায়ার জাল তুমি এ সাড়ে চার বছরে আমার চারিপাশে বিছিয়েছো, সেই জালেই আমাকে শক্ত করে বেঁধে রেখো চিরকাল!

সময় ফুরিয়ে আসছে। ভয় হয়। খুব ভয়। তোমাকে হারানোর ভয় আমাকে ইদানিং খুব করে জাপ্টে ধরে।

তোমাকে ছেড়ে থাকতে পারবো তো??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২২

তেল মারা পাবলিক বলেছেন: বাকৃবি, প্রাণের ক্যাম্পাস

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

মোঃ জুনায়েদ খান বলেছেন: হুম। যথার্থই বলেছেন। :)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার বিদ্যাপীঠ, আমার তীর্থ। জীবনের মহামূল্যবান ৮ টি বছর কাটলো ব্রহ্মপুত্রপাড়ের কৃষি ক্যাম্পোসে। ২০০২ সালের পর আর যাওয়া হয়নি। খুব যেতে মন চায়। সাংবাদিক সমিতিকে খুব মিস করি। দীনু, রিয়াজ, পাশা ভাই, সুদীপ্ত দা’, নীলরতন দা, মোকোম্মেল ভাই, রনি রুবেল সবাইকে খুব মিস করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

মোঃ জুনায়েদ খান বলেছেন: একদিন সময় করে ক্যাম্পাসে চলে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.