নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া দ্বীপ : দূষিত পৃথিবী থেকে ছিঁড়ে যাওয়া একটি অংশ (ছবি ব্লগ)

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

সেইন্ট মার্টিন গিয়েছেন, থেকেছেন এবং ঘুরে ফিরে ঘুরে ঘুরে দেখেছেন অথচ ছেঁড়া দ্বীপ যাননি তাদের জন্য বঙ্গোপসাগর পরিমাণ সমবেদনা।

যদি আপনি সাগরের নীলে অবগাহন করতে চান, যদি আপনি নির্ভেজাল সবুজে চোখ জুড়াতে চান, যদি আপনি বিষাক্ত পৃথিবী থেকে একটুখানি ছিন্ন হতে চান তবে বলবো ছেঁড়া দ্বীপ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে!

আকাশে সাগরে গভীর মিতালী এখানে। ধারালো প্রবাল আর ঝিনুকের একচ্ছত্র আধিপত্য এখানে। শুধু সবুজ কেয়াবনটাই খুব একা! সাগরের অন্তহীন ধমক শুনে শুনেই তার দিন কাটে। তবুও দিব্যি আছে কেয়াবন।

ছবি গুলো একটু পুরনো। ২০১৪ সালের নভেম্বরে উঠানো। আমি এবং আমার বন্ধু আকিব আবরারের উঠানো কিছু ছবি নিয়ে আজকের পোস্ট।

ছেঁড়া দ্বীপের ছাড়া ছাড়া কিছু ছেঁড়া ছবি!



একাকীত্ব


ঐ দেখা যায় কেয়াবন


ছেঁড়া দ্বীপে কিন্তু কোন ঘাট নেই!



জীবন ও জীবিকা


জ্বলন্ত কেয়াবন


ঝিনুকের দেশ


ডাব খাবেন?


নামাযের স্থান


নির্জন কেয়া বন


পাথর পানিতে যুদ্ধ


নীলাধার


সাম্পান


নীল-সোনালী-সবুজ


মৃত নাকি জীবিত?


যদি সাগরের পানি থেকে নীল বানানো যেতো!


লম্বা গাছটিকে দূর থেকে দেখা যায়



সুন্দর ও সৌন্দর্য


আলোকিত জল!

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

সুমন কর বলেছেন: প্রকৃতি যেন কথা বলছে.....সুন্দর। +।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

জুন বলেছেন: ঠিক ঠিক এখানেই আমরা ঘুরে এসেছি এই অপুর্ব প্রকৃতির মাঝে ।
খুব সুন্দর ছবি ।
+

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ আপু। বার বার যেতে ইচ্ছে করে...

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ জুনায়েদ খান ,




ছেঁড়া দ্বীপের মনকাড়া সব ছবি মনটাকেই ছিঁড়ে নিয়ে গেলো নীল সমুদ্রের কাছে .......................

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

পুলহ বলেছেন: "সেইন্ট মার্টিন গিয়েছেন, থেকেছেন এবং ঘুরে ফিরে ঘুরে ঘুরে দেখেছেন অথচ ছেঁড়া দ্বীপ যাননি তাদের জন্য বঙ্গোপসাগর পরিমাণ সমবেদনা। " হা হা হা, ভালো বলেছেন।

অনেক স্মৃতি আছে আমার এখানে- বন্ধুদের সাথে, পরিবারের সাথে.. আপনার পোস্টের প্রায় প্রতিটি ছবিই সে স্মৃতির বিশাল দীঘিতে একটা আলোড়ন তুলে গেলো!

অনেক ভালো থাকবেন। ছবিগুলোতে সাগর সমান মুগ্ধতা :)

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার সব ছবি, সেই সাথে মানান সই ক্যাপশন-অসাধারণ ছবি ব্লগ।

//যদি সাগরের পানি থেকে নীল বানানো যেতো!// - তবে নীল কোম্পানির ব্যবসা লাটে উঠত।

অনাদরে পড়ে থাকা মসজিদের ছবিটা দেখে খারাপ লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন :)

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

তার আর পর নেই… বলেছেন: এইখানে প্রত্যেকটা ছবি কথা বলছে …,ছবিগুলো পেলে এদেরকে দিয়ে কথা বলাতাম …
গত বছর গিয়েছিলাম। এখনো ভাবলে মনে হয় হারিয়ে যাই।
এই নাগরিক জীবন ছেড়ে দিয়ে চলে যাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.