নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ববিদ্যালয় শিক্ষক। কালেভদ্রে লিখি :)

মোঃ জুনায়েদ খান

ভোর হয়, সূর্য ওঠে... সেই সূর্যও একসময় রাতের কোলে ঘুমিয়ে যায়। আমিও সূর্যের সাথে উঠি, রাতের কোলে ঘুমিয়ে যাই, মাঝিবিহীন নৌকায় বসে উত্তাল সমুদ্রে নিয়মিত ঘুরপাক খাই, উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ বেগে দৌড়াই আবার দক্ষিণ থেকে উত্তরে কচ্ছপ বেগে হেঁটে হেঁটে আসি, তারপর চৈত্রের কড়া দুপুরে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকি অনেকক্ষণ! কারণ আমার জীবনের কোন লক্ষ্য নেই!\n\n\nপেশায় ছাত্র। পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইতো..

মোঃ জুনায়েদ খান › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯ এ আসছে আমার দ্বিতীয় গল্পগ্রন্থ - মিথ্যে পাখি

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩



বইয়ের নাম : মিথ্যে পাখি
বইয়ের ধরন : গল্পগ্রন্থ
প্রকাশক: পরিবার পাবলিকেশন্স

বইয়ের ফ্ল্যাপ থেকে... লিখেছেন গল্পকার সোহেল নওরোজ

প্রত্যেক মানুষের ভেতরেই গল্প থাকে। সবাই তা দেখতে পায় না। পারিপার্শ্বিকেও থাকে গল্পের নানান উপাদান। সবাই তা ধরতে পারে না। যারা দেখতে পারে, ধরতে পারে এবং তা দিয়ে কাহিনী সাজাতে পারে তারাই কেবল গল্প লেখার দুঃসাহস করতে পারে। আমার কাছে ব্যাপারটাকে এমন মনে হয়, প্রত্যেক গল্পকারের ভেতরেই বোধহয় একটা করে গল্পের গাছ থাকে! ঝাকি দিলেই টপাটপ গল্প পড়তে থাকে। পাঠক কেবল তা কুঁড়িয়ে নেয়। তবে সব ফলের স্বাদ একরকম হয় না। মিষ্টি-তেঁতো নির্ভর করে গল্পকারের দক্ষতা ও পরিপক্কতার ওপর। সব পাঠক চায় মিষ্টি ফল। যার স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকে। তেমন একজন সুস্বাদু গল্পওয়ালার সঙ্গে আমার পরিচয় আছে। তিনিই এই বইয়ের লেখক- মো. জুনায়েদ খান। জুনায়েদের দেখার ভঙ্গি আমাকে মুগ্ধ করে, বলার ধরন তৃপ্ত করে, কাহিনীর নির্মাণশৈলী গল্পের শেকলে বেঁধে রাখে। গল্পগুলো রুচি বাড়ায়। একটা পড়ার পর আরও পড়তে মন চায়। খুব কম লেখকই পাঠককে এভাবে মুগ্ধতার বলয়ে ধরে রাখতে পারে। তার পর্যবেক্ষণ গতানুগতিক নয়। এ ক্ষমতার প্রয়োগে সাধারণ গল্পগুলোও মুহূর্তে রং পাল্টে অনন্য-অভাবনীয় হয়ে ওঠে। পাঠককে কাঁদায়, ভাসায়, ভাবায়... যারা প্রেম চায়, বিরহ চায়, আবেগে ভাসতে চায় কিংবা বাস্তবতার আগুন ছুঁতে চায়- তাদের জন্য জুনায়েদের গল্পগুলো টনিকের মতো কাজ করবে। সময়কে ধরতে চাওয়া গল্পে নিজকে খুঁজে পেতেও কষ্ট হবে না। এ এক আজব খেলা! গল্পকার তার পাঠকের সঙ্গে সে খেলায় মেতেছেন শব্দযোগে, প্রবলবেগে, মায়া মেখে। পুরো বই শেষ করার আগ পর্যন্ত তাই স্বস্তি মেলেনি। একেকটা গল্প একেকভাবে ছুঁয়েছে, ভাবিয়েছে। ‘মিথ্যে পাখি’ পড়ার পর কেবলই মনে হচ্ছে, গল্পগুলো পড়া না হলে সত্যি সত্যিই অনেককিছু মিস হয়ে যেতো!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন: মানুষের মাঝে গল্প থাকে, চারিপাশে গল্পের উপাদান থাকে, সবাই তা ধরতে পারে না; আপনি ধরতে পেরেছেন! অভিনন্দন

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

মোঃ জুনায়েদ খান বলেছেন: অনেক ধন্যবাদ। কথাটা কিন্তু আমি বলিনি। ফ্ল্যাপ যিনি লিখেছেন এটা তার কথা। ❤

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনার বই'এর ফ্ল্যাপ লেখার জন্যও লেখক ভাড়া করতে হয়েছে?

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: না ভাই। লেখকরা ভাড়া খাটেন বলে আমার জানা নেই। লেখক ভালবেসে লিখেছেন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: লিস্টে নাম টুকে রাখলাম। সংগ্রহ করবো।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: ভালবাসা ❤

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

মোঃ জুনায়েদ খান বলেছেন: অনেক ধন্যবাদ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.