নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুনাইদ আলহাবিব

আমি নাই।

জুনাইদ আলহাবিব

আমি নাই

জুনাইদ আলহাবিব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা মানে কি?

০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

স্বাধীনতা?

স্বাধীনতা মানে কি?

এর মানে কিছুই বুঝি না।



এর মানে কি মুক্ত?

নাকি পরাধীনতা?

আমার মনে হয় পরাধীনতা।



স্বাধীনতার বড় হাতিয়ার,

এখন বাংলাদেশের দুর্নীতি।



এছাড়া স্বাধীনতা মানে?

সন্ত্রাসী, চাঁদাবাজি এবং লুটতরাজ,

অবৈধ দখলদারি এবং হত্যাযজ্ঞ।



সত্যের গলায় ছুরিকাঘাত করতঃ

মিথ্যের গলায় বিজয় মালা।



এটাই তো স্বাধীনতা?

নাকি এর আর কোন

সংজ্ঞা পাঠকদের কাছে রয়েছে?



বাংলাদেশের পরিস্থিতি কি বলে,

বলে আমি আজ স্বাধীনতার

নামে অসহ্য এক পরাধীন দেশ।



বাংলাদেশ মুক্ত পাখি হলেও সে আজ

সংকীর্ণ সঁরো একটি কুড়েঘরে যার বাস,



যার শ্বাস-নিঃশ্বাস প্রতি মুহুর্তে কণ্ঠরোধ,

কোন সময় জানি দম বন্ধ হয়ে যায়।



আমার উপর অধ্যুষিত সৈনিকেরা,

আমায় এক ঢুক পানি দে, আমায় বাঁচা।



বুকে বল, হাতে অস্ত্র নিয়ে আমার বুকে বসা

ঐ হায়েনাদের চিরতরে খতম করে দেয়।



আমায় শান্তি দে, শান্তি দে আমায়,

বলে পরাধীনতার শৃংখলে বাঁধা বাংলাদেশ

বাঁচার জন্যে আর্ত-চিৎকার করছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:

গর্জ উঠো বারবার
এইতো দাবী স্বাধীনতার
আদায়ে সব অধিকার
ভাগাতে সব স্বৈরাচার!!

স্বেচ্ছাচার আর স্বৈরাচার
এই মুহুর্তে ক্ষমতা ছাড়!!!!

২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

কবীর হুমায়ূন বলেছেন:

আশাহত মানুষ মৃতের সামিল,
স্বাধীনতা স্বপ্ন দেখায়
স্বাধীনতা স্বপ্নকে বাস্তবে নামায়;
স্বাধীনতা সুখ অনাবিল।


সুন্দর থাকুন। সুন্দর ভাবুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.