![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?
বছর দু'এক আগের কথা। পৃথিবী তখন কোভিড-১৯'র প্রকোপে ভীতসন্ত্রস্ত। স্থবির। কাজকর্ম নেই! ঘরবন্দী জীবন। ব্লগ ফেইসবুক এবং কবিতার বিভিন্ন পোর্টালে অফুরন্ত অবসর পার করছিলাম। আকস্মিক এক সন্ধ্যায় গলাব্যথা অনুভূত হলো। রাতভোর হওয়ার পূর্বেই জ্বর, কাশি... ও তুমুল আতংক যেনো শরীর ও মনে ঝেঁকে বসলো...
দু'তিন সপ্তাহ পর সুস্থ হয়ে গেলেও পাসওয়ার্ড ভুলে যাওয়া সংক্রান্ত বিপত্তির কারণে আর সামুতে লগইন করতে পারিনি।পুর্বের নিকের ইমেইল নিয়ন্ত্রণে না-থাকায় হয়তো আর কখনো পূর্বের নিক থেকে পোস্ট বা মন্তব্য করা হবেনা
(ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখায় প্রায়ই আমি ব্লগ, ইমেইল ও ফেইসবুক পাসওয়ার্ড ভুলে লগইন বিড়ম্বনায় ভোগী..) যাইহোক, আশাকরি সবাই ভালো আছেন।
কোভিডকালীন সময়ে ব্লগে না-পেয়ে শ্রদ্ধেয় ব্লগার ঠাকুরমাহমুদ, খায়রুল আহসান ও ইসিয়াক' আমার সর্বশেষ পোস্টে কমেন্ট বক্সে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। প্রিয় ব্লগারদের এই ভালোবাসা আমাকে আপ্লূত করেছে...
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় তিন ব্লগারসহ সামুর সাথে জড়িত সবাইকে... ভালো থাকুন সতত।
নিচের সাম্প্রতিক সময়ে লেখা কয়েকটা কবিতা বা কাব্য ব্লগার ঠাকুরমাহমুদ, ইসিয়াক ও খায়রুল আহসান ভাইকে উৎসর্গ করছি-
দু'চারটে সংলাপ-১
দুপুররাতে শাশ্বত একটা দুঃখ আসন পেতে বসে থাকে চোখের করিডোরে
বহুমাত্রিক পঙক্তির বিহ্বল দু'চারটে সংলাপ নৈশব্দে সাঁতারকাটে অগাকান্ত মস্তকে-
বহুরাত বহুদিন আগে জলের সমুদ্র এঁকে
কে কারে রেখে গেছে মরু-উপত্যকায়?!
নক্ষত্রদের নিদ্রাকালে সংলগ্ন প্রান্তর থেকে দুঃখীসুরে ভেসে ভেসে আসে জলবিহগের গান
এতদিন এতরাত পর কার স্মরণে বিদুর নয়নে কে দেখে, কে দেখে
আঁধারের আলোকস্নান
____________
দু'চারটে সংলাপ- ২
নয়-আষাঢ় আগের ঘুম হারিয়ে যাওয়া এক কৈশোর রাতে
চোখে নোঙ্গর করে বসেছিলো প্রেমিকার একঝাঁক রঙিন হস্তাক্ষর-
'একখণ্ড জীবনানন্দ তোমাকে দিলাম, প্রিও
তুমি নিজস্ব কিছু স্বপ্ন দিও...'
সেই সুখ অথবা অসুখে অজস্র দিনরাত অনাগত সময়ের শরীর চষে চষে কেবল ধাতস্থ করেছি
'আষাঢ়ের গল্প বলার বিদ্যে'
ওদিকে পিতামহের পিদিমের ঘ্রাণ মুছতে মুছতে ক্রমশঃ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠেছে-
'ধূসর পান্ডুলিপির একপাল শকুন'
এবং রূপকথার অধ্যায় শেষ না-হতেই পৃথিবীতে জেঁকে বসেছে বিষাদের ছায়া
পিপাসার গান
____________
দু'চারটে সংলাপ ৩
পিতামহের কালে এইসব আষাঢ়ি সন্ধ্যে ঘনতর হলে প্রকোষ্ঠে জ্বলে উঠতো বন্ধ্য পিদিম
জোনাক জলসায় বিহ্বল সংলাপে মুখরিত হতো
বালিকাবিরাতের মর্তাঙ্গন
ইদানীং মনে হয়
তোমাতে ডুবেছি আমি পিতামহের কালেরও বহুকাল বহুকাল আগে-
আমাদের পূর্বজ প্রাণহীনেরা তখনো দেখেনি
প্যালিওলিথিক সময়,
অষ্টম অবতার....
মনে হয় তোমারে দেখেছি আমি তারও শত সহস্র আলোকবর্ষ আগে
পবিত্রপ্রিজমে - দৈবদর্শনে...
_________________
দু'চারটে সংলাপ ৪
তোমার অজস্র অনুযোগ কাধে নিয়ে নৈশব্দে অতিক্রম করছি সূর্যাস্তের পথ
পরাকরণের আগুনে নিয়ম করে ঢালছি অবজ্ঞার পারদ
অথচ 'আমিময় শতাব্দীর শূন্যের দশককে' তুমি তুলে রাখছো তোমার স্বর্গযুগের উপসর্গে''
'জলজলসায় আবৃত্তি করছো কালের-গলদ!'
এইসব গল্পাবলী কানে এলে তোমারামার শূন্যের দশকের কছম কেটে বলতে ইচ্ছে করে-
'এমন বিদঘুটে সমাপ্তি আমি চাইনি, অতন্দ্রিতা!
বিশ্বাস করো
বিশ্বাস করো
___________________
জুলাই, ২০২২
০৮ ই আগস্ট, ২০২২ রাত ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা
২| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৪১
ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো প্রিয় ব্লগার।
সময় নিয়ে আমি আবার আসবো।
শুভকামনা রইলো ।
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কেমন আছেন?
ওকে। আইসেন
৩| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার আগের লেখা গুলো কোই ? অনেকদিন পর আপনাকে পেলাম।
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আগের লেখাগুলো এই নিকে আছে। লিংক
পাসওয়ার্ড ভুলে যাওয়ায় ও ইমেইল আইডি নিয়ন্ত্রণে না থাকায় পুরাতন নিকে লগইন করতে পারছি না।
০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগছে।
৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২
মনিরা সুলতানা বলেছেন: ফিরে আসায় শুভেচ্ছা !
লিখুন আগের মত, আশা করছি ভালো লাগবে।
১১ ই আগস্ট, ২০২২ ভোর ৪:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ আপু
৫| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: দু'চারটে সংলাপ সিরিজের ১-৪ পর্ব অন্য দু'জন ব্লগারের সাথে আমাকেও উৎসর্গ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ব্লগবাড়ি'র ঠিকানা খুঁজে পেয়ে পুনরায় ফিরে এসেছেন, এটাই বড় স্বস্তির কথা। এখন লিখতে থাকুন, অবিরাম!
১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান ভাই,
চেষ্টা থাকবে, লেখবার।
দুইটা আইডির নিক সেম থাকায়, এই নিক থেকে ব্লগিং করতে সমস্যা হচ্ছে না।
৬| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
যাদের সাথে লেখালেখি করি তাদের খোঁজ করার চেষ্টা করি নিয়মিত - অনিয়মিত। আপনি ভাই কেমন আছেন? যাক চিন্তামুক্ত হয়েছি, সময় সঙ্কুলান না হলে অন্তত মাঝে মাঝে লগইন হলেও জানা যায় মানুষটি আছে, হয়তো কাজে ব্যস্ত আছে তাই লেখালেখি সম্ভব হচ্ছে না।
আপনাকে পেয়ে কুব ভালো লেগেছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। +++ পোস্টটি প্রিয়তে রাখছি।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ৩:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো আছি।
আমি অবসর ব্লগ ও কবিতার সাইটগুলোতে কাটানোর চেষ্টা করি। মাঝেমধ্যে ইউটিউবেও সময় কাটে।
নিয়মিত বা অনিয়মিত লগইন করার চেষ্টা থাকবে। পোস্ট প্রিয়তে রেখেছেন জেনে ভালো লাগছে। ধন্যবাদ ও ভালো থাকার শুভকামনা সতত
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৫
রেজাউল৯০ বলেছেন: আপনি সুস্থ আছেন জেনে ভাল লাগল।
লেখা সুন্দর হয়েছে।