![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?
'ইতিউতি'
সন্ধ্যাতারা কলি মেলেছে মোহনকান্দার আকাশে
বাতাসে লকডাউনের ভাপসা গন্ধ আর নিশিতা বড়ুয়ার বিরহী সঙ্গীত-
'বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে....'
রুমমেট ডুবে আছে করুন রোমান্টিসিজমে।
আর, আমি পাঠ করছি অতন্দ্রিতার সংসারকাব্য- মেঘের স্মৃতিকথা...
করোনার ই ইউ, ইতিউতি-
ক্রমশঃ
পেরিয়ে যাচ্ছে 'প্যানডেমিক' রাত
____________________________
'সময়ের উচ্চারণ'
মৃত্যুভয় জয় করে এখনো টিকে আছি মহামারির উপত্যকায়
সময়ের ঊর্ধ্বে চড়ে স্বপ্নে আঁকছি নরম সকাল
এই মিছিল থেমে যাবে একদিন
ময়ূরপঙ্খী পেখম মেলবে তুমিও
ততদিন টেলিপ্যাথি হোক, স্বপ্নে সকাল দেখা হোক... কায়িক দূরত্বে
হে পৃথিবী
ছেড়ে যাওয়ার রেখা ধীরে ধীরে স্পষ্টতর হচ্ছে!
সময়ের অভিভাষণ গ্রহণ করো।
____________________________
'নিসর্গের কথা'
আটপ্রহরে নয়বার worldometers.info তে উকিজুকি মারি
প্যানডেমিক হিস্ট্রি দেখে আতকে উঠি
ইদানীং ভোরদুপুরে নিয়ম করে পাশঘরের চন্দনের কোয়ারেন্টিন, আর
ময়নার-মা'র ডালভাত নিশ্চিত করি।
তবুও, নৈশব্দভোজে কানেবাজে প্রকৃতির অপহাস!সন্তাপ-
তোমাকে আরো আরো সামাজিক হতে হবে, হে এপিকিউরিয়ান
তুমি আরো পরহিতব্রতা হও, সমুদ্র হও.... ক্যাজুয়াল হও-
খোলে এই ক্যাজুয়ালিজমের মেকি মুখোশ!
_____________________________
' মেঘের অক্ষর'
প্রতিনিয়ত
মৃত্যুস্তুপ, আঁকছে
চোরাএনিমি।
ক্রমে কান্নাকথারমেঘ জমে জমে ঝাপসা হচ্ছে আম্বরীর আঁচল
জলছলছল চোখে রোদ খোঁজে খোঁজে শ্রান্ত আমাদের আনন্দের মা।
ঘুমকাতুরে চোখে ঘুম নেই
অনাহারীমুখে বাসা বেধেছে চিন্তাপুরের ক্ষুধামন্দাপাখি!
পার করছি অস্থির এক প্যানডেমিক রাত-
২.
মধ্যরাতের স্তব্ধতা ভেঙ্গে একটু আগে
একটা এম্বুলেন্স এসে ঢুকেছে আমাদের এপার্টমেন্টে
শান্তির মা এখন লাইফসাপোর্টে!
মনপাখি আনমনে পাঠ করছে আতংকমন্ত্র
আমি আঁকছি মেঘের অক্ষর!
________________________
মার্চ / এপ্রিল ২০২০
১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় খায়রুল আহসান ভাই
২| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৪
রেজাউল৯০ বলেছেন: মন ভালো করা শব্দমালা।+
১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৩| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।
১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩২
আখেনাটেন বলেছেন: ঘুমকাতুরে চোখে ঘুম নেই
অনাহারীমুখে বাসা বেধেছে চিন্তাপুরের ক্ষুধামন্দাপাখি!
--- প্যানডেমিকের জ্বালা.....।
বহুদিন পর আপনাকে ব্লগে দেখলাম মনে হচ্ছে...।
১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী, অনেকদিন পর....
মন্তব্যে পেয়ে ভালো লাগছে আখেনাটেন ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৫| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাগুলো পড়ে আমি স্তম্ভিত হয়েছি। এত ভালো কবিতা ব্লগে আমি অনেকদিনই পড়ি নি। প্যানডেমিক শুরুর দিকে লিখেছেন, মার্চ/এপ্রিল ২০২০-এ। করোনার আগমন ও ভয়াবহতা করুণ বাস্তবভাবে চিত্রিত হয়েছে কবিতায়। আপনার শব্দসংযোজন শৈলীতে আমি আরো বেশি মুগ্ধ হয়েছি। অসাধারণ দক্ষতা।
প্রথম কবিতাটায় 'বিরহী' কথাটা দু'বার আসায় একটু কানে লেগেছে। পরের 'বিরহী'র জায়গায় 'করুণ রোমান্টিসিজম' লিখে দেখতে পারেন কেমন শোনায়।
অনেক অনেক শুভেচ্ছা রইল জুনায়েদ ভাই।
১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতাগুলো পড়ে আমি স্তম্ভিত হয়েছি। এত ভালো কবিতা ব্লগে আমি অনেকদিনই পড়ি নি। প্রিয় ধুলোবালি ভাই, আপনার মন্তব্য পড়ে আমিও মুগ্ধ হয়েছি। ভালো লাগছে খুব। করোনার সময় ফ্রি ছিলাম, আশেপাশের অবস্থা লিখে রাখার চেস্টা করেছি। লেখাগুলো পড়লে এইসময়টা মনে পড়বে।
প্রথম কবিতাটায় 'বিরহী' কথাটা দু'বার আসায় একটু কানে লেগেছে। পরের 'বিরহী'র জায়গায় 'করুণ রোমান্টিসিজম' লিখে দেখতে পারেন কেমন শোনায়। - ঠিক আছে। আমি ব্যাপারটা খেয়াল করিনি। আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে পরিবর্তন করা দরকার।
ধন্যবাদ জানবেন। ভালো থাকার শুভকামনা
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় সময়ের প্রতিবিম্ব! টুকরো টুকরো প্রতিবিম্বের কোলাজ!
খুব সুন্দর।