নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে তুমি?! কে তুমি?!

জুনায়েদ বি রাহমান

বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

কথা দিলাম

১২ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৪১

প্রিয়...
কয়েকদিন পর কিংবা আরো অনেক অনেকদিন পর- যদি কোন অবেলায়
দেখা হয় তোমার সাথে-
তোমার কোমল হাত রেখে মোর হাতে ভরসা করে-মৃদু স্বরে যদি বলো, 'ভালোবাসি'
কথা দিলাম, 'ফিরিয়ে দেবো না তোমায়'

যদি কোন ক্লান্ত দুপুর কিংবা বর্ষণ মুখর সন্ধ্যায় হঠাৎ এসে বলো,
-'চলো দুজন হারিয়ে যাই দূরে-বহুদূরে... অচেনা কোনো অজানায়!'
কথা দিলেম ফিরিয়ে দেবো না তোমায়।

যদি কোন কালবৈশাখী রাতে কিংবা কুঁড়ে প্রভাতে আকস্মিক এসে প্রশ্ন করো-
-'এখনও কী ভালোবাস আমায়?'
নৈঃশব্দ্যে বুকে জড়িয়ে তৃপ্তসুরে বলবো-
'ভালবাসি, ভালবাসি, ভালোবাসি প্রিয়, অনেক ভালবাসি তোমায়'

কথা দিলাম।
কথা দিলাম।
__________________________
জুলাই, ২০১৫

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০১৫ সালে লেখা কবিতাটা ভালো লেগেছে জুনায়েদ ভাই। 'মোর' অপ্রচলিত হলেও দারুণ মানিয়ে গেছে কবিতায়, তেমনি 'আমায়' শব্দটাও।

শুদ্ধ বানান : নৈঃশব্দ্য < নৈঃশব্দ্যে

অনেকদিন পর আপনাকে এই নিকে দেখছি :) কিন্তু অন্য নিক কোনটা? প্রোফাইল ডেসক্রিপশন দেখে এই প্রশ্ন :)

শুভেচ্ছা নিন।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই, কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
বানান ঠিক করে নিয়েছি।


অনেকদিন পর আপনাকে এই নিকে দেখছি :) কিন্তু অন্য নিক কোনটা? প্রোফাইল ডেসক্রিপশন দেখে এই প্রশ্ন :)


আমার দুটো নিকেরই নিকনেম এবং প্রোফাইল সেইম; তাই বুঝতে পারছেন না। এই নিকের ব্লগ এক্টিভিটি দেখলে ব্যাপারটা হয়তো বুঝতে পারবেন।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৩:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার পূর্বের আইডির লিংক

২| ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: + ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.