নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে তুমি?! কে তুমি?!

জুনায়েদ বি রাহমান

বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

অযাচিত দৃশ্যপট

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৮

কবিশ্বরের কল্পনায় একটা মেয়ে একটা ছেলেকে ভাবতে ভাবতে
নির্ঘুম কাটিয়ে দিচ্ছে আস্ত একটা রাত।

ভোরে মেয়েটা নীলখামে অক্ষর পাঠালে, ছেলেটা পাঠাচ্ছে শব্দ

দুপুরে মেয়েটা শব্দ পাঠালে, ছেলেটা পাঠাচ্ছে বাক্য

বিকেলে মেয়েটা বাক্য পাঠালে, ছেলেটা পাঠাচ্ছে পঙক্তি-

এভাবেই অগণিত নিঝুমরাত আর শুক্লপ্রপাত কৃচ্ছ্রব্রতের বিনিময়ে মেয়েটা আপন করে নিচ্ছে
ছেলেটার কবিতা
কবিতার পাণ্ডুলিপি
এবং পান্ডুলিপি লেখার হাত

তারপর অকস্মাৎ এক সন্ধ্যায়
মেয়েটা ভুলবশত ঝলসানো হৃদপিণ্ড পাঠালে, ছেলেটা পাঠাচ্ছে আস্ত একটা মৃতহৃদয়ের এপিক।

কবিশ্বর কল্পনা করছেন-
কবিশ্বর কাঁদছেন-


২.
'মধ্যরাতে কবিতার পান্ডুলিপি নিয়ে সমুদ্রেতটে দাঁড়িয়ে আছেন এক অখ্যাত কবি।
তার হৃদপিণ্ডটা ঝলসানো, চোখে আগুন...
অথচ মুখে-ঠোঁটে লেগে আছে একটুকরো অদ্ভুত বিস্বাদী হাসি-
ক্রমশ সেই হাসি ঝংকার তুলতে তুলতে মিলিয়ে যাচ্ছে শূন্যে
ক্রমশ সেই হাসি ঝংকার তুলতে তুলতে মিলিয়ে যাচ্ছে সমুদ্রে-

কবিশ্বর কল্পনা করছেন-
কবিশ্বর কাঁদছেন-
________________________________________


২৯ মে ২০২১, দ্বিপ্রহর

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২২

ইমরোজ৭৫ বলেছেন: ছেলেরা মেয়েদের অহেতুক ভালোবাসে।

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ইমরোজ ভাই,

আসলে আমরা নিজের জন্যই অন্যকে ভালোবাসি। ভালোবাসাটা হয়ে যায়। হিসেব না মিললে, অহেতুক মনে হয়; দুনিয়াটা অসুন্দর মনে হয়। মিলে গেলে....

২| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২

কিশোর মাইনু বলেছেন: ভালবাসা, জিনিসটা আসলে কি?
ভালো লাগা নিচ্ছয় ভালবাসা নয়। ভালবাসা কারে বলে?
আর ভালো লাগা কখন ভালবাসায় রূপান্তরিত হয়?

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসা আসলে চমৎকার একটা অনুভূতি। ভালোলাগা মানেই ভালোবাসা নয়। তবে ভালোলাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা হয়। বলতে যায়, ভালোলাগা ভালোবাসা প্রথম ধাপ।

' কাউকে মিস করা, কাউকে ভালো রাখতে বা পাশে চাওয়া, কাউকে মনে পড়লে, কাউকে দেখলে বা কারো কথা মনে পড়লে অদৃশ্য ডানায় আকাশে উড়া... বা কারো বিরহে জ্বলে পুড়ে আঙ্গার হওয়ার অনুভূতি নিয়ে দিনযাপন করারেই ভালোবাসা বলে।

ভালো লাগা ধীরেধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। এটার নির্দিষ্ট কোনো জবাব নাই। অর্থাৎ যে ভালোবাসে বা প্রেমে পড়ে একমাত্র সেই এটা বলতে পারবে। যাইহোক, আপনি কারো প্রেমে ট্রেমে পড়েছেন নাকি?

৩| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতায় আলাদা একটা ভাব আছে।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় মরুভূমির জলদস্যু

৪| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার দৃশ্যকল্প !

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ আপু। আপনার নতুন লেখা চোখে পড়েছে না!

৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৩

অর্ক বলেছেন: গভীর, দারুণ! শুভেচ্ছা থাকলো।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি

৬| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চমৎকার উপলব্দি।+++

৭| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

কিশোর মাইনু বলেছেন: :D :D :D
ইদানীং এই প্রশ্নটা খুব বেশী ই শুনতে হচ্ছে। হয়তো প্রেমেই পড়েছি, হয়তো এটা শুধুই ভাল লাগা। কিন্তু এতটুকু নিচ্ছিত, যাই হোক এটা, ফিলিংস্টা সেই। সবকিছু থেকে আলাদা একটা ফিলিংস।
ভাল থাকবেন। আর একটু দোয়া কইরেন ভাই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.