নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে তুমি?! কে তুমি?!

জুনায়েদ বি রাহমান

বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে।৷ প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই সমাঙ্গ মেঘেরমঙ্গলে। কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী! ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে- কে তুমি? কে তুমি?

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সহব্লগারদের স্মরণে ১

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২৯




সামুতে (নিয়মিত ও অনিয়মিত) আসা-যাওয়ার মধ্যে ৭ বছর কেটে গেছে। এই আসা যাওয়ার সাথে সাথে নিজের অজান্তে অনেকগুলা ব্লগ নিক মনের মধ্যে গেঁথে গেছে। যেমনঃ
'ধুলোবালিছাই, ইফতেখার ভূইয়া, খায়রুল আহসান, ঠাকুর মাহমুদ, বিদ্রোহী ভৃগু, শায়মা, সোহানী, জুন, চাঁদগাজী, স্বপ্নের শঙ্খচিল, স্বপ্নবাজ সৌরভ, মেঘনা পাড়ের ছেলে, সোনালী ডানার চিল, শিখা রহমান, রাজীব নুর, জুল ভার্ন, টাবিয়ান, মরুভূমির জলদস্যু, ভুয়া মফিজ, ওমেরা, আরোগ্য, চাঙ্কু, উদাসী স্বপ্ন, হাসান কালবৈশাখী, এম আলী, মুক্তা নীল, সেলিম আনোয়ার, মনিরা সুলতানা, স্রাঞ্জি সে, মশিউর রহমান, পাঠকের প্রতিক্রিয়া বা নিজাম গাজী মন্ডল, কথার ফুলঝুরি, নীল আকাশ, নক্সেস, তানভীর অপু, তারেক ফাহিম, বিজন রয়, ভ্রমরের ডানা, জাহিদ অনিক, নয়ন, ইসিহাক, ঋতো আহমেদ, কিরমানী লিটন, আহমেদ জী এস, মোঃ ফখরুল ইসলাম ফখরুল, জটিল ভাই, টারজান, কা_ভা, লায়নহার্ট, নতুন, নতুন নাকিব, রহমান লতিফ ( ল) পাঠক০০৭, নূর মোহাম্মদ নূরু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অর্ক, পুলক ঢালী, কলাবাগান, প্রামানিক, মোঃ মাইদুল সরকার, সাদা মনের মানুষ, গিয়াস উদ্দিন লিটন, কিশোর মইনু, আখেনাটেন, হাবিব স্যার, নুরুন নাহার লিলিয়ান, সুলতানা সিজি, কথার ফুলঝুরি, হৃদি, পদাতিক চৌঃ, কাওছার চৌ, বাকপ্রবাস, সাইনবোর্ড, ফাহমিদা বারী, রাবেয়া, ফাতেমা ছবি, নুরহোসেন, নেওয়াজ আলী, সনেট কবি, আবু হেনা..., ফেনা, বিল্পব০০৭, শ্রাবণ আহমদ, বিচার মানি তালগাছ আমার, কি করি আজ ভেবে না পাই.... সহ আরো অনেক নিক... (এই মুহুর্তে মনে পড়ছেনা।)
উপরে ম্যানশন করা অনেক ব্লগ নিক ইদানীং চোখে পড়ছে না। আশাকরি অনুপস্থিত সব ব্লগ নিকের পেছনের মানুষগুলো ভালো আছে। এবং পুনরায় তাদের নাম সামুর বামপাশে দেখা যাবে। এনিওয়ে, নিচে অনুপস্থিত সেইসব ব্লগারদের কয়েকজনক সম্পর্কে কিছু কথা....

বিজন রয়ঃ

বিজন রয় প্রায় ৭ বছর ৯ মাস পূর্বে সামুতে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত তিনি ৮৬ টি পোস্ট ও ২২৭১১টি মন্তব্য করেছেন। এবং মন্তব্য পেয়েছেন ৬৬৫৮টি। পরিসংখ্যান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কতটা ডেডিকেটেড ব্লগার।
গুনী এই ব্লগার তার ব্লগবাড়িতে মূলত কবিতা লিখতেন। পাশাপাশি সামুতে প্রকাশিত হওয়া অসংখ্য পোস্টের মধ্য থেকে ভালো ভালো পোস্ট বাছাই করে সংকলন আকারে পোস্ট করতেন। ব্লগার বিজন রয়ের বাছাই করা লেখার সংকলন ব্লগারদের ভালো ভালো লেখা লেখবার প্রেরণা যোগাতে এবং ব্লগের লেখক ও পাঠকগণ সহজে ভালো ভালো লেখা পড়বার সুযোগ পেতেন।

ব্লগার 'বিজন রয় ২ মাস পূর্বে শেষবার সামুতে পোস্ট করেছেন... বেশ কিছুদিন যাবৎ তিনি অনিয়মিত। মাঝেমধ্যে ব্লগে আসলেও বেশিসময় থাকতে পারছেন না। ফলে ব্লগারদের পোস্ট সিলেক্ট করে সংকলন আকারে প্রকাশ করতে পারছেন না। ব্লগে এসে বিজন রয় ও বিজন রয়ের কবিতা, ব্লগ সংকলন খুব মিস করছি। সম্ভবত বিজন'দা ব্যস্ত আছেন। এবং ভালো আছেন। আশাকরি আবারো নিয়মিত লিংখবেন; সেরা সেরা লেখা বাছাই করে ব্লগ সংকলন প্রকাশ করবেন। শুভকামনা রইলো ব্লগার বিজন রয়ের জন্য।
প্রিয় ব্লগার, কবি বিজন রয়ের লেখা ' মৃতদের স্মরণ সভায় জয়দৃশ্যের পান্ডুলিপি' কবিতার অংশবিশেষ নিচে ক্যোট করলাম-


শুধু শর্তহীন জিতে যাওয়ায় কোন মাধূর্য নেই
মৃতদের নোটবুকে চোখ মেলে দেখ
ভালবাসায় কষ্টের শর্ত ছাড়া কেহই পরিত্রাণ পায়নি…… কেহই জেতেনি কখনো….
প্রতিটি জয়দৃশ্যের অন্তরালে লেখা আছে সহস্র কষ্টের অশ্রুলিপি।




শিখা রহমানঃ

শিখা রহমান ৬ বছর ৭ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি ৯৬ টি পোস্ট করেছেন। এবং ৩৪৮৪ টি মন্তব্য করেছেন।
শিখা রহমান নিজের পরিচয় দিতে গিয়ে লিখেছেনঃ
"কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"
হ্যাঁ, তিনি কবি। ব্লগে কবিতা লিখতেন। পাশাপাশি গল্পও লিখতেন। সহব্লগারদের লেখা পড়তেন। গুনী এই সাহিত্যমনা ব্লগার মাঝেমধ্যে আমার ব্লগবাড়িতেও উঁকি দিতেন। লেখা পড়ে নিজের মতামত জানাতেন।

শিখা রহমান শেষ পোস্ট করেছেন গতবছরের অক্টোবরে। অর্থাৎ ১ বছরের বেশি সময় ধরে তিনি ব্লগে অনুপস্থিত। আশাকরি তিনি ভালো আছেন। এবং আবারো ব্লগে ফিরে আসবেন। তার 'ততোখানি ভালোবাসি' কবিতা থেকে কয়েকলাইন নিচে ক্যোট করলাম -

"তোমাকে ভালোবাসি সামান্যই,
খুব বেশি না!!এই ধরো...
যতোখানি ভালোবাসলে
রাত্রি হেঁটে চলে ভোরের দিকে,
সমুদ্র শিখে নেয় জোয়ার ভাটার ব্যাকরণ,
নদী জেনে যায় তার গন্তব্য,
বসন্ত খুঁজে নেয় তার বুকে লুকিয়ে থাকা বর্ষা...
ঠিক ততোখানিই ভালোবাসি তোমাকে।"


বাকপ্রবাসঃ

বাকপ্রবাস ৯ বছর ১০ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি তার ব্লগবাড়িতে ১০৩৭টি পোস্ট প্রকাশ করেছেন এবং ৫৮৪৪টি মন্তব্য করেছেন। তিনি নিজের ভাবনা কাব্য কবিতায় চমৎকারভাবে প্রকাশ করতেন। মাঝেমধ্যে চমৎকার চমৎকার গল্পও লিখতেন।
ব্লগার বাকপ্রবাস তার ব্লগবাড়িতে ভাইরাস ব্যাকটেরিয়া, মশা-মাছি, বাঘসিংহ, আকাশ বাতাস, ন্যাতাখাতা, দেশবিদেশ তথা বিভিন্ন টপিকে অসংখ্য কবিতা লিখেছেন। কবির 'ত্রিফলা' শিরোনামের একটি গুচ্ছ কবিতা থেকে নিচের লিমেরিক'টি পিক করলাম -

"বসতে বসতে গদি দখল ছাড়ছেনা আর মুটকিটা
খুঁটি নাড়ার শতো চেষ্টায় হাপাচ্ছে যেন শুটকিটা
উপায় আছে কী
সেটাইতো ভাবছি
পিঁপড়া হেসে কামড়ে বলে লাল করে দাও পুটকিটা।"


"বাকপ্রবাস" নিকের আড়ালের এই প্রিয় মানুষ, প্রিয় ব্লগার তার ব্লগবাড়িতে শেষবার পোস্ট করেছেন ৫ মাস পূর্বে। আশাকরি তিনি ভালো আছেন। এবং শিগগির ব্লগে ফিরে আসবেন।


সাইনবোর্ডঃ

ব্লগার সাইনবোর্ড সামুতে জয়েন করেছিলেন ৪ বছর ৮ মাস পূর্বে। তিনি ৫১৮ টি পোস্ট করেছেন। পাশাপাশি ৫১৫৩ টি মন্তব্য করেছেন। তিনি নিজের ব্লগবাড়ির চৌকাঠে লিখেছেন-

"সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়..."

সাইনবোর্ড সামুতে সমসাময়িক বিষয় নিয়ে কবিতা গল্প ও মতামত লিখেছেন। সামুতে জয়েন করার পূর্বে তিনি 'বাংলা-কবিতা' নামক একটা ওয়েবসাইটে নিয়মিত কবিতা লিখতেন। সামু ও বাংলা কবিতা ওয়েব পোর্টালের কল্যাণে ব্লগের এই কবির প্রচুর কবিতা আমি পড়েছি। তিনিও নিয়মিত আমার কাব্য কবিতা পড়তেন। মতামত জানাতেন। আশাকরি তিনি ভালো আছেন এবং ব্লগে আবার নিয়মিত হবেন।
ব্লগার, কবি সাইনবোর্ড-এর একটি গুচ্ছ কবিতাঃ


১)
হাত বাড়িও না, ধরতে পারব না
অপেক্ষা করো
নয়তো নক্ষত্র হয়ে যাব ।

২)
কাল সকালে বৃষ্টি হবে
তুমি গরমের নদীতে হাবুডুবু খাও
তবে সর্দিজ্বর বাঁধিও না ।

৩)
তোমাকে কি বেরুতেই হবে
ইটের বাগান পেরিয়ে
এই গনগনে রোদে ?
তারচেয়ে বরং আসোলেশন দীর্ঘ করো
মৃত চোখগুলো জেগে উঠুক কার্তিকের মাঠে ।




কিরমানী লিটনঃ

কিরমানী লিটন ৭ বছর ১ সপ্তাহ পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি ১৮৮ টি পোস্ট করেছেন। এবং ৪৪৩৪ টি মন্তব্য করেছেন। লিটন তার ব্লগবাড়িতে কবিতা, রম্যগল্প ও বিবিধ বিষয় নিয়ে লিখতেন। তিনি শেষ পোস্ট করেছেন ২৬ জুন, ২০২০ সালে; অর্থাৎ প্রায় দু'বছর আগে। আশাকরি লিটন ভাই ভালো আছেন। এবং ব্লগে ফিরে আসবেন।

ব্লগের কবি, প্রিয় কিরমানী লিটন ২০১৯'এর ব্লগ ডে উপলক্ষে ব্লগারদের নিয়ে একটি 'ব্লগ ডে'র ছড়া' শিরোনামে চমৎকার একটি কবিতা লিখেছিলেন। নিচে পুরো কবিতাটি দেওয়া হলো-

ভীড়ের মাঝে দাঁড়িয়ে রবে
সঙ্গে চিনি গুড়,
সবার প্রিয় ব্লগার তিনি
সুহৃদ রাজীব নুর।

হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।

হালিম স্বাদের কাব্য নিয়ে
আসবে কবি সেলিম
হৃদয় বীণার বাদ্যে নিবো
ভালোবাসার তালিম।

চাঁদ গাজীর জাত চিনবো
সোহানী আপুর ছায়া,
নুরু ভাইয়ের সরু মনে
এডওয়ার্ডের মায়া।

নীল আকাশের নিবাস ছুঁবো
নীল সাধুর নাগাল
সাদা মনের মানুষ হয়ে
ঘুচবে সুখের আকাল।


ইসিয়াকের পিছেই রবে
হাসু মামার সীট
ভৃগু দা'কে দেখিয়ে দিয়ে
আদায় করবো- ট্রীট।

ছবি আপুর কবি মনে
যেই হারাবে দিক
এগিয়ে গেলেই দেখতে পাবো
প্রিয় পদাতিক।

তাজুল ভাইয়ের কাজল হবো
সুরমা আঁকা চোখে
খই ফুটবে বাক প্রবাসে
নজসু ভাইয়ের মুফে।

কাভা ভাইয়ের হাবা নজর
দেখেই দিবো দৌড়,
খিলখিলিয়ে হাসবে তখন
নুরহোসেন নুর।

জানা আপু খানা হাতে
এগিয়ে আসে যেই
তাকিয়ে দেখি জুল ভার্ন
হারিয়ে ফেলি- খেই।

স্বপ্নের শঙ্খচিলে
ধুলোবালিছাই
বলবে হেসে বিচার মানি
তালগাছটা চাই।

নেক্সাস ভাই তারেক ফাহিম
সাথী বিজন রয়
জগতারন করুণাধারা
কালবৈশাখী ভয়।

সোনালী ডানার ভোরের ডানায়
মনিরা আপুর চোখ
জুনাইদ ভাই- ম.হাসানে
জী এস ভাইয়ের মুখ।

লালু ভাইয়ের কালো চশমায়
গিয়াস লিটন হাসে
মাইনুল মাইদুল ভাই
আশিক ভাইও পাশে।

তারায় তারায় কাটবে বেলা
জমবে মজার রাত,
কাটবে খুশীর মিলন মেলা
ব্লগের ধারপাত।

শায়মা আপু শিখা আপু
রুমী আপুর সাথে
গড়িয়ে বিকেল সন্ধ্যা হবে
বিদায় নেবো রাতে।




নুরহোসেন নুরঃ

নুরহোসেন নুর ২ বছর ৯ মাস পূর্বে সামুতে জয়েন করেছেন। তিনি এখন পর্যন্ত  সামুতে ৫৪টি লেখা পোস্ট করেছেন। ৬৩১টি মন্তব্য করেছেন। এবং মন্তব্য পেয়েছেন ১৪৬টি। নুর হোসেন তার ব্লগবাড়িতে নিজের পরিচয় সম্পর্কে লিখেছেনঃ
"বুকের ভিতর লুকিয়ে আছে সমাজের ময়নাতদন্তের প্রতিবেদন, লুট হোক যত সভ্যতার জঞ্জাল....."

পরিচয় বক্সের লিখা পড়লে সহজেই ধারণা করা যায় তিনি সাহিত্যমনা মানুষ। নুরহোসেন মেক্সিমাম সময়ই গল্প কবিতা পোস্ট করতেন, তার কবিতায় 'প্রেম ভালোবাসা বিরহ তথা জীবনের টানাপোড়েনের' গল্প আছে। গল্প কবিতা ছাড়াও তিনি মাঝেমধ্যে দেশের সমসাময়িক বিষয়াদি নিয়ে নিজের ভাবনা ব্লগে শেয়ার করতেন। নিজের ক্যাপচার করা ছবিও পোস্ট করতেন।

ব্লগার নুরহোসেন শেষ পোস্ট করেছেন গতবছর অর্থাৎ ২৩শে জুন ২০২১ সাল, সকালে। আশাকরি তিনি সুস্থ আছেন। এবং আবারো ব্লগে নিয়মিত হবেন। নিচে নুরহোসেন এর 'অজন্মের পাপ' কবিতার কয়েকটি লাইন ক্যোট করলাম-

"আমি নীল জলে ডুবে হয়ে যাবো ডলফিন
কিংবা হবো উদাসী আকাশের গাঙচিল,
আজন্মের পাপ নিয়ে দাড়িয়ে থাকবো তালগাছ হয়ে;
বজ্রপাতে চমকিত ঝড় মাথায় নিয়ে তোমার অপেক্ষায়,
পথ চেয়ে।"


মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: এককালের সরব কিন্তু সাম্প্রতিক কালের নীরব হয়ে যাওয়া কয়েকজন গুণী ব্লগার এবং তাদের রচনার উপর আলোকপাত করার জন্য ধন্যবাদ। আপনার মত আমিও আশা করি, ওনারা ভালো আছেন এবং খুব শীঘ্রই আমরা তাদেরকে এ ব্লগে সক্রিয় দেখতে পাবো।

আপনার মনে গেঁথে যাওয়া নামগুলোর মাঝে নিজের নামটিকেও দেখতে পেয়ে প্রীত হ'লাম।

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই। অনেক অনেক শুভকামনা

২| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন আপনি ছিলেন না । আপনাকে খুঁজেছিলাম। আমার পোষ্ট গুলোতে আপনার পদচারণা ছিল। হুট করেই আপনি চলে গিয়েছিলেন।
পোষ্টে নয়ন ভাইয়ের নাম দেখলাম। উনি পৃথিবীতেই নেই। ভাবতে পারি না।

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। এবং পাসওয়ার্ড ভুলে গেছিলাম।


নয়ন ভাই কবে মারা গেছেন? আত্মার শান্তি কামনা করছি।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৯

জ্যাকেল বলেছেন: আপনি নিজে কি নিয়মিত আছেন?

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বলা যায় ২০ পর্যন্ত মোটামুটি নিয়মিত ছিলাম। ২০২০ থেকে ২০২২ আগস্ট পর্যন্ত ছিলাম না। তবে মাঝেমধ্যে ব্লগে এসেছি, ব্লগ পড়েছি।

৪| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০১

জুল ভার্ন বলেছেন: আমি যখন ব্লগে ছিলাম না, অর্থাৎ ২০১২- ২০১৯ এই সময়কালের ব্লগারদের নামই বেশী - যাদুঘর লেখার সাথে আমার তেমন পরিচয় না বললেই চলে। আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে। প্লাস।

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, এনাদের সাথে আমি ব্লগিং করেছি।

পোস্ট পড়ার ও প্লাস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

৫| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনি নিয়মিত হচ্ছেন অন্যরাও হবেন সেই আশা রাখি।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আশাকরি সবাই নিয়মিত হবেন।
ধন্যবাদ

৬| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পরিকল্পিত ভাবে অথবা নিজস্ব ইগোর/প্রতিহিংসার কারণে ব্লগার কমিয়ে দেয়া হচ্ছে কিনা মডুদের ঠান্ডা মাথায় সময় নিয়ে ভাবতে হবে।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মডুরা ভালো বলতে পারবেন। এমন কিছু ঘটে থাকলে আশকরি মডুরা ভেবে দেখবেন। ধন্যবাদ মতামতের জন্য।

৭| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৮

ঢাবিয়ান বলেছেন: অনেক ব্লগারই অনিয়মিত হয়ে পড়েছেন। হয়ত ফেসবুকে সক্রিয় আছেন।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার চেষ্টা করে মনে করতে পারছিলাম না।

ফেইসবুকে থাকার কথা। আশাকরি ফিরবেন সামুতে

৮| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৬

কিশোর মাইনু বলেছেন: আমি পুরনো ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশী মিস করছি সামু পাগলা ০০৭ আপুকে। আপুকে আমার এই ব্লগের প্রাণ মনে হত। আপুকে ছাড়া কেমন জানি রসকষহীন লাগছে ব্লগদুনিয়া। No Offence to others.
আপনার লিস্টে নিজের নাম দেখে খুশী লাগল।
ব্লগের মধ্যে আমার অনেক পরিচিত পুরনো ব্লগারদের দেখছি না। আশা করি তারা সবাই ভাল আছেন। এবং পুনরায় ফিরে আসবেন।
নয়ন সাহেব মারা গিয়েছেন জানতাম না। আশা করি তিনি ভাল আছে, সেটা যেখানেই হোক।

ভাল থাকবেন ব্রাদার। শুভকামনা রইল আপনার জন্য।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, সামু পাগলার পোস্টে বেশ ভালো আড্ডা জমতো। আড্ডার জন্য সামু পাগলা সায়মা আপু বেস্ট ছিলেন।
ধন্যবাদ আপনারেও

ভালো থাকবেন

৯| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: উল্লেখ করা ব্লগারগন সবাই মূলত কবি। শিখা রহমান আর কিরমানী লিটন দারুন ছন্দময় কবিতা লিখেন। বিজন রয় অসাধারণ প্রতিভাবান কবি এবং সংকলক। তাদের পদচারণায় আবার ও ঋদ্ধ হোক ব্লগ।
সুন্দর পোস্ট
।+

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, তারা সবাইই কবি। আমিও কবিতা পোস্ট করতাম। তারা আসতেন, মন্তব্য করতেন। তাই তাদের মিস করছি।

অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই

১০| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫

জটিল ভাই বলেছেন:
দিনগুলি মোর সোনার খাঁচায়.......
রইলো না, সেই যে আমার নানা রঙের দিনগুলি.........

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দিন চলে যায়, স্মৃতি থেকে যায়। জটল ভাই

আপনার জন্য সহজাবাদ।

১১| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমাদের প্রিয় কি করি আজ ভেবে না পাই ভাইয়ার খবর আমি বেশ কয়েক মাস থেকে পাইনা। জুলাই মাসে আমি অনলাইন থেকে দূরে ছিলাম। অনেক বেশি ব্যস্ত ছিলাম। এতই ব্যস্ত যে ব্লগ ফেসবুকে জয়েন করারও টাইম ছিলো না।

এরপর থেকে ভাইয়াকে হাজারও মেসেজ দিয়েও আর কোনো খবর পাইনি।

ভাইয়া এমনইতে বেশ অসুস্থ্য ছিলো।

এখন কেমন আছে জানিনা।

অনেক দোয়া ভাইয়ার জন্য। যেখানেই থাকুক ভালো থাকুক ভাইয়াটা।

১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'কি করি আজ ভেবে না পাই' উনার নামটাও মনে পড়ছিলো না। আরেকজন সম্ভবত 'বোকা মনের মানুষ' ছবিব্লগ পোস্ট করতেন।


'ভেবে না পাই' ভাই অসুস্থ ছিলেন জেনে খারাপ লাগছে। আশাকরি তিনি সুস্থ আছেন। দোয়া রইলো উনার জন্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ রাজকন্যা আপু

১২| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাইকে ফিরে আসার আহবান জানাই।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় মশিউর রহমান ভাই

১৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকেই অনেক কারণে নেই। যারা আছে তাদেরকে নিয়েই থাকতে হবে। যাক তবুও আপনি সাবাইকে মনে রেখেছেন এটা অনুভব করার মত বিষয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় সনেট কবি

১৪| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সাথে সবাইকে আবারও নিয়মিত দেখতে চাই। আমাকে অনিয়মিত বলেছেন তবে আমি একটু ধীর গতির ব্লগার। পোস্ট দিচ্ছি একটু সময় নিয়ে নিয়ে। আপনার কবিতাটি ভালো লেগেছে।
শুভকামনা আপনাকে।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরী।

১৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর কারো খবর জানিনা,
তবে হেনা ভাই আর কোন
দিনই ফিরবেনা আমাদের
মাঝে। তাকে স্মরণ করার
জন্য ধন্যবাদ। নীল দাদা,
রব্বানী চৌঃ মেঝ'দা চারু
মান্নান, মইনুদ্দিন মাইনুলসহ
অনেকেই আসছেন না। তাদের
সবার জন্য শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'আবু হেনা আর ফিরবে না'
জেনে খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে ভালো রাখুক।

অন্যান্য সবাই ফিরবেন। এই আশায় রইলাম।

১৬| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন:
প্রিয় সহব্লগারদের স্মরণে রেখে নীজেও স্মরনীয় হয়ে থাকলেন :)
স্মরণে রাখার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই

শুভকামনা আপনার জন্য

১৭| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৩

জাহিদ অনিক বলেছেন: জাহিদ অনিক হাজির !

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ, কবি
আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আপনি কম আসছেন, ব্লগে আজকাল

শুভকামনা, ভালো থাকুন

১৮| ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান,




বেশ অনেকদিন পরে ফিরে এলেন। নতুন করে স্বাগতম।
সহব্লগারদের যে স্মরণ করেছেন সেজন্যে আপনাকে ধন্যবাদ। পুরোনোরাও একসময় ফিরবেন হয়তো । তাদের সকলের সুস্থ্যতা আর ফিরে আসার প্রত্যাশায়............

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই

জ্বী, প্রায় দু'বছর ছিলাম না।
আমিও আশাকরি আমার মতো ফিরবেন সবাই।

সকল সহ ব্লগারদের জন্য অনেক অনেক দোয়া রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.