নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক, বেকুব vs আমাদের সুশীল সমাজ। কিংবা একজন ইব্রাহিম এবং মিথ্যুক, বেকুব সমাচার।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯


মিথ্যুক, বেকুব বনাম আমাদের সুশীল সমাজঃ
-----------------------------------------------
সৎ বা অসৎ উদ্দেশ্য সামনে রেখে নিজের বা অন্যের কোনো বক্তব্য, ঘটনা... 'সত্য নয় জেনেও সত্য' কিংবা 'মিথ্যা নয় জেনেও মিথ্যা' বলে উপস্থাপন করা বা দাবী করাই মিথ্যাচার। যারা মিথ্যাচার করে তারা মিথ্যুক (Liar)। আর যারা সত্য-মিথ্যা না জেনে বা যাচাইবাছাই না করেই প্রচার করে তারা বেকুব (Stupid)।
বাংলা অভিধানে 'মিথ্যুক' অর্থাৎ 'মিথ্যাবাদী' শব্দটির বেশ কিছু সমার্থক শব্দ আছে। যেমনঃ প্রতারক, ধোঁকাবাজ, ধাপ্পাবাজ, জোচ্চোর,ঠগ,ধূর্ত.... ইত্যাদি, ইত্যাদি। ঠিক তেমনি বেকুবের অসংখ্য সমার্থক শব্দ আছে। মিথ্যুক'রা উদ্দেশ্য হাসিলের জন্য জেনে-বুঝে মিথ্যাচার করে। বেকুব'রা না জেনে- না বুঝে অর্থাৎ ব্রেইনওয়াশ হয়ে মিথ্যাচার করে।

যথেষ্ট জানা না থাকার কারণে বেকুবদের মস্তিষ্ক যে যা বলে তৎক্ষণাৎ সেটাই সত্য মনে করে। উদাহরণ, ধরুন আপনি জানেন, "জাতির বঙ্গবন্ধুকে ১৫ ই আগস্টে হত্য করা হয়েছিলো।" এখন কেউ যদি দাবী করে ''বঙ্গবন্ধুকে ১৫ই অক্টোবর হত্যা করা হয়েছে'' এবং তার বক্তব্য আরো শক্ত করার জন্য নামীদামী কোনো নিউজপেপারের রেফারেন্স'সহ চ্যালেঞ্জ করে। আমি শিওর, আপনাকে বিশ্বাস করাতে পারবে না।
কারণ, আপনি সত্য জানেন। যেটা সর্বজন স্বীকৃত। আশাকরি বেকুবদের ব্রেইনওয়াশের মূল কারণ'টা ধরতে পেরেছেন। হ্যা, পর্যাপ্ত না জানা।

আমাদের দেশে মিথ্যুক এবং সচেতন সুশীলদের চাইতে বেকুবদের সংখ্যটা অনেক অনেক অনেক বেশি। তাই সংখ্যায় কম থাকা সত্ত্বেও মিথ্যুক'রা সহজেই নিজেদের উদ্দেশ্য হাছিল করতে পারে। তারা মুহূর্তেই জেলবন্দি আসামিকে চাঁদে পাঠিয়ে দেয় আবার গরুর দড়ি পরিয়ে তারেক জিয়াকে ফ্যানের সাথে জুলিয়ে সুইসাইড করিয়ে নরকে পাঠিয়ে দেয়। তাদের মিথ্যাচারের বিপরীতে আমাদের সচেতন মহল বরাবরই নীরব। তিনারা কখনো কখনো সবাইকে (বেকুব ও মিথ্যুকদের) গণহারে 'ছাগু' বলে নিজেদের দায়িত্ব পালন করে থাকেন। মিথ্যুকদের শাস্তি বা বেকুবদের শুধরানো'র ব্যাপারে তিনাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। অথচ, তিনারা চাইলেই মিথ্যুক এবং বেকুবদের সংখ্যাটা আরো কমিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারতেন।

গত সন্ধ্যা থেকে ফেইসবুকে সাম্প্রতিক সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারীদের একজনকে নিয়ে বেশ হইচই চলছে। সকালে এই ইস্যু নিয়ে এলাকার দু'চার হালি ভাই ব্রাদার্স'কে শ্লীল, অশ্লীল ভাষায় তর্ক-বিতর্ক করতে দেখে (তারা লীগ-দলে বিভক্ত হয়ে পার্সোনালি আক্রমণাত্মক মন্তব্য তথা হুমকি ধমকিও দিচ্ছেন। দল সমর্থকদের দাবি, হামলাকারী ছবির মানুষ'টি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক 'মুহাম্মদ ইব্রাহিম মিয়া'। লীগ সমর্থকদের দাবী, হামলাকারী ঢাকা কলেজ ছাত্রদলের 'ইব্রাহিম কার্দি'।) উভয়পক্ষের স্কীনশর্ট থেকে নাম সার্চ করে ('Mohammad Ibrahim Miah' ও Ibrahim 'Kaerdee';) উনাদের টাইমলাইনে গেলাম।
*

*
কারো চেহারা'ই সরাসরি হামলাকারীর সাথে মেচ হচ্ছে না। সুতরাং, হামলাকারী তারা নাও তো পারেন। তবুও যদি কেউ এদের মধ্যে থেকে একজনকে হামলাকারী সিলেক্ট করতে বলেন। আমি ছাত্রলীগের 'মুহাম্মদ ইব্রাহিম মিয়া'কে'ই সিলেক্ট করবো। বডি ল্যাঙ্গুয়েজ, কালার, ফেইসকাটিং সব ক্ষেত্রেই ছাত্রলীগের ইব্রাহিম মিয়া এগিয়ে। ইব্রাহিম কার্দি (ছাত্রদলের) দ্বারে কাছেও নায়।

* মুহাম্মদ ইব্রাহিম মিয়ার টাইমলাইন থেকেঃ


* ইব্রাহিম কার্দির টাইমলাইন থেকেঃ


ফেবু ঘেটে আরো জানতে পারলাম, জয়দেব নন্দী নামের এক লীগার সোশ্যাল ভাদ্রলোক এই বিতর্কের জন্মদাতা। ছবির সাথে ব্যক্তির যথেষ্ট মিল না থাকার পরেও তিনি মিথ্যে প্রচার করেছেন। অতএব, আমি বলতেই পারি তিনি একজন দলকানা মিথ্যুক। এবং যারা সেটা সত্য মনে করে গিলছে তারা বেকুব। (যারা মিথ্যা জেনেও জয়দেবের সাথে সুর মিলিয়েছে বা মিলাবে তারাও জয়দেবের মতো।)

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আখেনাটেন বলেছেন: হা হা হা; আজব এক সমাজের মুখোমুখী আমরা।

মিথ্যার বিষবাষ্পে পরিপূর্ণ গোটা সমাজ। সত্য এখানে ঢুকবে কোথা দিয়ে...।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা ভাই, মিথ্যার বাধভাঙ্গা খুব কঠিন। সত্য এই এই সমাজে অসহায়।

২| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কেতন বলেছেন: এগুলো করে কার কি লাভ? ছেড়ে দেয়া যায়না?

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইসব কাজ কামেই ত সব লাভ। একটু পরে হয়তো আমার ফেবু ইনবক্সে কৃতজ্ঞতার বান বইতে
পারে।

৩| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


তবে, ছাত্রলীগের ইব্রাহিম মিয়া ও ছাত্রদলের ইব্রাহিম কার্দি, ২ জনেই নিশ্চয় বড় ধরণের ক্রমিমিনাল

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম, এতে সন্দেহ নেই। ক্রিমিনাল ছাড়া কমিটিতে কারো চান্স পাওয়ার কথা নয়।

৪| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলিতেছে সার্কাস। অথচ পুলিশই পারে আসল পোলাকে কান ধইরা গ্রেফতার করতে...

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা। কিন্তু তারা করবে না। বিরোধী দলের হইলে অবশ্য চেষ্টা করতো।

মতামতের জন্য ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


ছবিতে হামলাকারীর চেহারা ভয়ংকর, এটা জল্লাদ; এই ধরণের লোক সাধরণত: সমাজে টিকে থাকে না

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা। ভয়ংকর চেহারা। তামিল মুভিতে ভিলেনের নেশাখোর সাঙ্গপাঙ্গদের চেহারার মতো। সমাজে এই ধরণের মানুষের সংখ্যা এখন অনেক।

৬| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক দৈন্যতা প্রকট হওয়ারই প্রমাণ এ ঘটনাটি।
যতদিন আমরা বেকুব থাকবো, ওরা মিথ্যাচার এভাবেই চালিয়ে যাবে।
সত্যিকারের দোষীকে ছাপিয়ে দোষ কেবলই ইব্রাহিম মিয়া আর ইব্রাহিম কার্দীর ঘুর্নাবর্তে ঘুরপাক খাবে। জয়দেব নন্দীরা গোয়েবলসের নতুন সংস্করণে আবির্ভূত হয়ে সমাজকে অস্থিতিশীল রাখবে।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমাদের প্রত্যেকের উচিত নিজে সচেতন হওয়া এবং আশেপাশের মানুষগুলোকে সচেতন করা।

সাবলীল মন্তব্যের জন্য ধন্য।

৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: অবক্ষয়ের বোধহয় একেবারে তলানীতে পৌঁছে গেছি আমরা।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। আরো কতটা নিচে নামলে সমষ্টিগত ভাবে জাগবে সমাজ?!

জাগ্রত হোক বিবেক।


মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় পদাতিক দা...

৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: এসব গুজব ,কান দিতে নাই

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সব গুজব বলে উড়িয়ে দেওয়ার জন্যই হয়ত গুজবের আবির্ভাব!

জাগ্রত হোক আমাদের প্রত্যেকের বোধ। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: কাউকে কষ্টে ফেলে যদি মনে করেন যে, আপনি বিশ্বকে হারিয়ে দিয়েছেন তাহলে মনে রাখবেন- বিশ্বের স্রষ্টা আপনাকে ভয়াবহ অসম্মানের পুরস্কারে ভূষিত করবেন!

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। কাউকে অসম্মান বা ছোট না করাটাই ভালো। নিঃসন্দেহে স্রষ্টা ন্যায় বিচারক।

১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: সরকার বিরুদ্ধে কেউ কথা বললেই এই দেশে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। এই দেশ কি শুধু আওয়ামীলীগ ও তার পালিত দালালদের জন্য ?

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই দেশ ক্ষমতা যাদের কাছে যায় তাদের। পাব্লিকের কোনো মূল্য নেই। সরকারেরও কোনপ্রকার দায়বদ্ধতা নেই।

সরকারের বিপক্ষে কথা বলে এই দেশে টিকে থাকা মুস্কিল! হোক সে সরকার আওয়ামী, বিম্পি-জোট, জা.পা.... ক্ষমতার ব্যবহারে সবার চেহারা প্রায় সমান।


মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

১১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এত সিরিয়াস হওয়ার কি হল?
তাকে কি শুধু ১ জনই পিটিয়েছে?

এক গ্রুপ মিলে,
ইব্রাহীম ছাত্রদলের হোক ছাত্রলীগের বা সাধারন গুন্ডাপান্ডা হোক, সে ছাত্রলীগে যোগ দিয়ে ছাত্রলীগের নেতৃত্বেই তাকে পিটানো হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সিরিয়াস হওয়ার কিছু হয় নাই? নাকি নিজেদের দলের বিপক্ষে গ্যালে শুনতে বা পড়তে অরুচি ধরে?

ছবি, ভিডিও থাকার পরও প্রশাসন নীরব কেনো? প্রশাসনের নীরবতাই প্রমাণ করে এরা ছাত্রলীগ অথবা মাফিয়া শাজাহানের কালো জগতের কর্মী।

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব কমন কথা, সরকার দলীয়রা সবসময় পুলিশ প্রশাসনের সমর্থন পেয়ে আসছে। হাতুড়ি দিয়ে হাড় ভেঙে ফেলছে তার কোন বিচার নাই, অথচ খোঁড়া ওজুহাতে ২২জন ছাত্রকে ধরে নিয়ে গেল।X(


বিনষ্ট রাজনীতি নিপাত যাক্, সুস্থ রাজনীতি মুক্তি পাক।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, সেটাই। সুস্থ রাজনীতিরর পরিবেশ তৈরি হোক। এটাই চাওয়া

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুলিশরা তো কানা! আসামীকে ওরা খুঁজে পাবে নাকি? যত ছবি ফুটেজ আছে সব ফেক!!! এসব গুজব, গুজব ...X(


পুলিশ আজকে লীগের হয়ে কাজ করছে, কাল ক্ষমতার পালাবদল হোক দল, জাশি, জাপার পাচাটা শুরু করবে। সাধে কি মানুষ ওদের কুকুর বলে!!!!

আমরা জনগণ হয়েছি ফুটবল, যার ইচ্ছে হবে লাথি মারবে। সরকারের আকাম নিয়ে সত্য কথা বললে বিম্পি, জাশি ট্যাগ লাগিয়ে দেবে। অথচ আজ লীগে যারা আছে ওদের বেশীরভাগই সুবিধাবাদী, কানকাটা রমজান গোষ্ঠি। সরকার পরিবর্তন হলে ওদের খুঁজে পাওয়া যাবে না।।X(


এসব কথা সবার জানা। তারপরও বলতে হয়। নিজের জন্যই ....

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম।

আমাদের মধ্যে সচেতনতার অভাব। অবাক, যে দেশের ট্রি-স্টল থেকে মন্ত্রীসভা প্রায় প্রতিটি জায়গায় রাজনীতি নিয়ে আলোচনা হয় সে দেশের মানুষ চোর বাটপারদের ভোট দেয়, ক্ষমতায় বসায়...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.