![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
কয়েকদিন পূর্বে কোনোএক ব্লগার পুরানো আইডি ডিএক্টিব করার নিয়ম জানতে চেয়ে একটা পোস্ট করে ব্লগারদের ট্রলের স্বীকার হয়েছিলেন। আমিও ব্লগারদের সাথে অংশ নিয়েছিলাম। আজ হঠাৎ পুরানো ডায়েরীতে সামু'র পুরানো আইডির তথ্যাদি চোখে পড়ায় ঐদিনের মন্তব্যের জন্য অনুশোচনায় ভুগছি।
একটাসময় স্রেফ পড়ার ইচ্ছে থেকে সামুতে আসতাম। তখন লগইন করা, পোস্ট করা বেশা ঝামেলার মনে হতো। আর আমাদের এলাকায় নেটওয়ার্ক, ইন্টারনেট, বিদ্যুৎ সংযোগও তেমন সুবিধাজনক ছিলো না। তাই লগইন না করেই পড়তাম। তবুও কোনোএকদিন (
আমার পুরানো নিক) আইডিটা ক্রেইট করেছিলাম এবং ইমেইল-পাসওয়ার্ড লিখে রেখিছিলাম। তারপর, ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার অভ্যাসটা আমার এখনো আছে। ডায়েরিটাও চোখে পড়ে নাই। আজ অনেকদিন পর, পুরানো কয়েকটা ডায়েরির পাতা উল্টিয়ে দেখছিলাম। হঠাৎ সামুর নিক'টা চোখে পড়লো। লগইন করে দেখি, ০ পোস্ট। ০ মন্তব্য। ০ ড্রাফট। ১ নোটিফিকেশন। ০ ভিউ। স্ট্যাটাসঃ আপনি নিরাপদ ব্লগার। আপনার লিখা...... হা...হা...
সেফ হওয়ার ক্ষেত্রে সম্ভবত ফেইসবুক আইডির একটা ভূমিকা থাকে। মোডারেট'রা নিক ফেবু. গোগলে সার্চ করে ঐ নিকের অন্যান্য সাইটের একটিভিটি যাচাই করে সেফ করে দেন। সুতরাং, যারা সেফ পারছেন না; আপনারা ফেবু বা অন্যান্য সাইটে একটভিট থাকলে ঐ নিক ব্যবহারের চেষ্টা করুন। আপনাদের জন্য আরো একটি পরামর্শ আছে, নিক সিলেক্ট করার পূর্বে যতটা সম্ভব ইউনিক ইউজার নেম নেওয়ার চেষ্টা করুন।
_____________________________
ডায়েরিতে সংরক্ষণ করে রাখা কয়েকটি পুরানো ফেইসবুক স্ট্যাটাসঃ
মধ্যরাত। চার দেয়ালের বাহিরে, কৃত্রিম কংক্রিটের গালিচায় বসে আছি। চারিপাশে শুনশান নিরবতা।
ঘোর অমানিশা অথচ একটা অলিক দৃশ্যকল্প চোখে ভাসছে-
যেনো সামনের দোতলা বাড়ির ছাদে শুক্লা চাঁদ নেমেছে, মেঘ ছুঁয়ে ছুয়ে জোছনা ঝরছে, ছাদের কার্নিশে আসন পেতেছে ভিনদেশি এক মেঘপরী! তার চোখে স্বপ্নালু ফাগুন! অথচ এই রাতের বুকে প্রখর আগুন। যেখানে
দিব্যি জ্বলেজ্বলে ছাই হয় স্বপ্ন ভ্রূণ। কেউ জানেনা(!)
শূন্যে ভেসে ভেসে মেঘপরী আনমনে কি যেনো ভাবছে। হয়তবা আমার মতো মনস্তাত্ত্বিক স্কেলে অলৌকিক রাতের নীরবতা কিংবা আধারের গভীরতা মাপার চেষ্টা করছে।
আকস্মিক ম্যাসেঞ্জারের শব্দে ঘোর কাটলো। এখানে নৈসর্গিক নিয়মে বেলা বাড়ছে, বাড়ছে রাত....
চাঁদ তার নিজস্ব কক্ষপথে ঘুরছে, ছাদের কার্নিশে-কৃষ্ণচূড়ারর ডালে- চারিপাশে সমুদ্র সমান নিরবতা।অধরার মেসেজ। "কি করছেন?" রিপ্লে দিতে দিতে উঠে দাঁড়ালাম। মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলি। মেয়েটির সাথে কথা বলতে ভালোই লাগে। বেশ ভালো মেয়ে।
২৭.০৮.২০১৬।
_____________________________
বেলা বাড়ছে, বাড়ছে ভয়!
যেন কোন এক অদ্ভুত অ্যাট্রাক্টর গোগ্রাসে গিলে খেতে চাইছে আমায়।
ক্রমান্বয়ে, ছায়া বাড়ছে- বেনামি মায়ার ছায়া!
শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছে
চাঁদ পশ্চিমের পথে পা বাড়িয়েছে
নক্ষত্রগুলাও একেএকে মিলিয়ে যাচ্ছে--
সাদাটে কাক হয়ে উড়ে যাচ্ছে প্রাচীন সব সাধ-অবসাদ।
বেলা বাড়ছে, বাড়ছে
কোনোএক বেনামী ছায়ার মায়ায় দ্রবীভূত হওয়ার অন্যরকম এক অদ্ভুত ভয়!!
১৫.০৯.২০১৬।
______________________________
ব্যস্ত দিন শেষে, মধ্য নিশিতে
যখন ভাবনা'রা ভিড় জমায় মস্তিষ্কে
ছোপ ছোপ কালো মেঘে ছুঁয়ে যায় পুরু আকাশ
আপেক্ষিক বিরতি শেষে- বিষাক্ত ক্লেশে- পরপর শূন্যে মিলায় একপশলা ভারী বাতাস!
রাত গভীর থেকে আরো গভীরতর হয়-
চোখের কোণে জমে বিন্দু বিন্দু শিশির
ঠিক তখন, একখণ্ড মায়াবী উড়ো মেঘ এক পৃথিবী প্রশান্তি নিয়ে আসে।
অতঃপর, অথান্তর দানবের সাথে যুদ্ধ করে এনে দেয় বেঁচে থাকার খোরাক।
২৯.০৯.১৬।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগারদের মন্তব্যগুলো সংরক্ষণ করে রাখবার মতো ছিলো।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্টেটাসগুলো ভালো কবিতা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। ২০১৫-১৬'র ফেবু টাইমলাইনে এমন অনেক স্ট্যাটাস আছে। ডায়েরিতেও কয়েকটা আছে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ ছিল সেই পোস্টের কমেন্ট গুলো।
একটু হাসাইলন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজীর মন্তব্য বরাবরই দুর্দান্ত! কবি বাকপ্রবাস; সোনাবীজ, অথবা ধোলোবালিছাই ও অসাধারণ মন্তব্য করেছিলেন।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯
বাকপ্রবাস বলেছেন: কবিতাগুলো সুন্দর ছিল
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। আপনার ঐদিনের কমেন্ট'টা দারুণ ছিলো।
("ধ্যানে বসে বক
ভাবিতে ভাবিতে কহিল
জন্মিয়া মরিবার শখ।"
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
স্রাঞ্জি সে বলেছেন: সেই গুলোও আছে।
ঘুইরা আহেন view this link
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা। আপনার পোস্ট'টা সামুর ইতিহাসের দলিল।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭
স্রাঞ্জি সে বলেছেন:
হু, সামুর গর্ব।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হু।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯
কাওসার চৌধুরী বলেছেন: আপনি লিখুন; আমার বিশ্বাস আপনি চাইলে ধীরে ধীরে একজন ভাল লেখক হতে পারবে৷নিজের উপরে আস্থা রাখুন৷শুভ কামনা রইলো৷
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় কাওসার ভাই, আপনার প্রেরণাদায়ক মন্তব্যে উচ্ছ্বাসিত।
নিয়মিত লিখতে চাই। সামু আছে, আপনারা আছেন। ইনশাআল্লাহ চর্চা কন্টিনিউ থাকবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদভাই,
আপনার হাতেতো জাদু আছে। আমি মুগ্ধা । আপনি এভাবে লিখতে থাকুন। আর পাসওয়ার্ড ভুলে যাওয়া আমাদের একটা কমন সমস্যা । এনিওয়ে
শুভকামনা জানবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় পদাতিক ভাই। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভকামনা আপনার জন্য।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: বিরাট একটি হাতিকে একটি ছোট শিকল দিয়ে বেঁধে রেখেছে। হাতি যদি চাইত, এর চেয়ে দশ গুণ মোটা শিকল ছিঁড়ে ফেলত। কিন্তু পারে না। কেন? কারণ কী জানেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: হাতিকে ছোটবেলা (যখন শিখল ছেড়ার ক্ষমতা ছিলো না) থেকেই বেধে রাখা হয়েছে। এবং সে মেনে নিয়েছে তার দ্বারা শিখল ছেড়া হবে না, সে পারবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল পুরনো স্মৃত্বিচরণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মামা।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মানুষকে এই ছোট বড় স্মৃতি নিয়েই বেচে থাকতে হয়। ইতিহাস হয় কিছু। কিছু ছাড়িয়ে যায়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বলেছেন ভাই। হ্যা, আমাদের রকমারি স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হয়। স্মৃতিহীন জীবন পানসে, অর্থহীন মনে হবে হয়তো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
স্রাঞ্জি সে বলেছেন: সে আইডির স্কিনশর্ট এখনো আমার কাছে আছে।