নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক টাইমলাইন থেকে

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩


ওয়াও! কি সুন্দর আকাশগঙ্গায় জ্বলছে
অজস্র নক্ষত্র। জ্যোৎস্নার মায়ায় ডুবে আছে পৃথিবী!
প্রিয়তি, এমন মায়াবী চাঁদোয়া রাতে-
যদি তোমার প্রেমনূপুর সুর তুলে অন্তঃপুরে;
আমি জাগতিক জ্যামিতির,
বিপ্রতীপ কোণের গাঠনিক সংজ্ঞা ভুলে-
তোমর চুলে, কপালে, গালে এঁকে দেবো
বেপরোয়া ভালোবাসার বহুপদী বক্ররেখা!
JANUARY 5, 2017
_______________________

মাঝেমাঝে ইচ্ছে করে--
নিজের মতো করে শেষ স্ক্রিপ্ট'টা লিখি-
যেমন: খোলা আকাশ, উঁচু দালান, বিশাল ছাদ...
দূরে বাতাসে ভর করে উড়ে যাচ্ছে একটি অচিন পাখি
আর আমি দেখতে দেখতে, দেখতে দেখতে
আকস্মিক চোখবন্ধ করে বলছি-
হে ডাইরেক্টর, আমি ক্লান্ত! খুউউব ক্লান্ত!! তাই
তোমার যাবতীয় নিয়ম ভেঙ্গে অব্যাহতি নিচ্ছি!
আমিই আমার রোলের ইতি টানছি! আমায়....
অতঃপর, মৃত্যুদূতের সাথে সাক্ষাত করি।
JANUARY 6, 2017
____________________
রাতের নির্জন প্রকৃতি আমায় খুব কাছে টানে।
আমি প্রায়ই ছুটে যাই; অন্ধকারে শরীর ডুবিয়ে
একমনে দেখি রাতের আভিজাত্য...
আজ অনেকক্ষণ যাবৎ বসে আছি। মুগ্ধ হয়ে নক্ষত্রের
আকাশ, চাঁদোয়া রাত কিংবা আলোছায়ার প্রকৃতি
দেখতে দেখতে তোমাকে কয়েকটি লাইন লিখছি--
" প্রিয়তি,
বিধি চাইলে এমন কোনোএক রাতে,
খোলা আকাশের নিছে মুখামুখি বসে খুন করবো
প্রকৃতির চিরচেনা নির্জনতাকে
তারপর, দু'জন মিলে চন্দ্রলোকে স্নান সেরে
সভ্যতার বুকে আঁকবো আরো একটি ঐতিহাসিক
প্রেমের রঙ্গিন প্রচ্ছদপট।"
JANUARY 12, 2017

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: ফেসবুক টাইমলাইনে কিছুটা অংশ শেয়ার করলাম দাদা। প্রাণে স্পন্দন পেয়েছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো। প্রাণে স্পন্দন পেয়েছেন জেনে ভালো লাগছে। ভালো থাকবেন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০

চাঙ্কু বলেছেন: ঠিক আছে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক থাকলে ভালো।

ধন্যবাদ চাক্কু ভাই

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

বাকপ্রবাস বলেছেন: বেশ সুন্দর। প্রকৃতি প্রেম আর জ্যামিতির ত্রিভূজ কোণ দুুরুত্বে দাঁড়িয়ে কবিতা

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রেম, ভালোবাসা, অস্থিরতা - সব নিয়ে তখন ২৪-৭ অস্থির থাকতাম। এখন ভালো আছি।

ধন্যবাদ ভাইজান।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৫

অভিশপ্ত জাহাজী বলেছেন: থাক, যার সৌন্দর্য যেখানে সেখানেই থাকুক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কি বলছেন? বুঝিনি বস!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৮

সৈয়দ ইসলাম বলেছেন: বাহ বাহ, বিল্কুল বিল্কুল! :|

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

এ.এস বাশার বলেছেন: সব গুলোই ভালো লেগেছে,,,,,প্রথমটার কথামালা, ভাবনা, গভীরতা অসাধারন মনে হয়েছে....
প্রীতি ও শুভেচ্ছা নিয়েন..............

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কি কবিতা লেখা/পোস্ট করা বাড়িয়ে দিয়েছেন??

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, একটিভিটি বেড়েছে। জুলাই পর্যন্ত আমার করা মন্তব্যের সংখ্যা ১০০০- ছিলো। এখন ১৯০০+।

তবে লেখালেখি বাড়েনি। এসব ২০১৭'তে লিখা। ফেবু, ডায়েরী থেকে ব্লগে কপি পোস্ট করছি।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

স্রাঞ্জি সে বলেছেন:

হইছে হইছে দারুণ হইছে.....

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ স্রাঞ্জি সে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার ফেইসবুক নাম কি

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগের টা লিইখ্যা সার্চ মারলে পাওয়া যাবে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো প্রিয় জুনায়েদভাই।

শুভকামনা জানবেন।



২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনটাই ভালো লিখেছেন।

ফেইসবুকে কি দিনভর কবিতা লেখেন?

জ্যোৎস্নায় ডুবে আছে পৃথিবী
এমন চাঁদোয়া রাতে-

বহুল ব্যবহৃত চাদনি রাতের জায়গায় চাঁদোয়া রাতটা ভালো শোনায়। কবিতায় 'মায়াবী' শব্দটা খুব বেশি দেখা যায়। ওটাও অ্যাভয়েড করা যেতে পারে।

শুভেচ্ছা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ফেইসবুকে কি দিনভর কবিতা লেখেন? - ২০১৫ থেকে ১৭ পর্যন্ত কবিতার মতো করে সপ্তাহে ২-৩ টা স্ট্যাটাস লিখতাম। ১৭ পরে আর লিখা হয়নি।
এখন চাইলেও লিখতে পারি না।

আপনার গঠনমূলক পরামর্শ মাথায় আছে। বহুলব্যবহৃত শব্দ,উপমা ব্যবহার থেকে বিরত থাকবো।

মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

চোখেরে কাঁটা বলেছেন: দারুন

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

বলেছেন: নিজের মতো করে শেষ Scripts টা,
ভাবের গভীরতা প্রখর।
ভালোলাগা রেখে গেলাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

রাকু হাসান বলেছেন: বরাবরের মত ভালো লিখেছেন । শেষ স্তবক বেশি ভালো লেগেছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় রাকু ভাই।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

স্রাঞ্জি সে বলেছেন: .

জুনায়েদ ভাই ব্যস্ত নাকি.... ইদানীং দেখা যাচ্ছে না আপনাকে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী। কিছুটা...

শরীরও খুব একটা ভালো নেই ভাই। আপনি ক্যামন আছেন?

১৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
আলহামদুলিল্লাহ ভাল।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.