নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

পোস্টমর্টেম এবং অন্যান্য

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

পোস্টমর্টেম
_________

১.

'মুখভর্তি রোদ নিয়ে তুমি আমার মেঘ তাড়াচ্ছ'

দৃশ্যটা শূন্যতার সিঁড়ি বেয়ে ছড়িয়ে পড়লে চারিপাশে
আমি কি আর ঘুমোতে পারি?

ঘরের আনাচে কানাচে নৃত্য করছে নৈসর্গিক আন্ধার
নোনতা জলের সাথে ঝরছে স্বপ্নের মেটারিয়াল

তুমি এসেছিলে
একটু আগে, ঘুমের ঘোরে....



২.

হাতের কাছে পড়ে আছে ফাইলবন্দি কাজ
অথচ মগজে ঘুরছো তুমি আর গতরাতের স্বপ্ন

ক্যান্সার আক্রান্ত মন!

তোমাকে তাড়ানোর সাধ্য আছে বলো?



৩.

সোলেমানি খোয়াবনমা খুলে স্বপ্নের পোস্টমর্টেম করতে বসেছি-

'হ'-তে 'হাসি'
স্বপ্নে হাসতে দেখলে দুঃখ-দুর্দশার লক্ষণ
আর
ঘনিষ্ট হতে দেখলে -অনুভবে নিঃসঙ্গতা।

সত্যি ইদানীং খুব নিঃস্ব নিঃস্ব লাগে।



স্মৃতিরোমন্থন
__________

একটু আগে,
স্মৃতির গোডাউন থেকে লাফিয়ে নামলো পুরানো এক রোদের বিকেল-
যেখানে দক্ষিণের বাতাসে নড়ছে তোমার মন্ত্রমুগ্ধ চুল আর
চোখের গণিতে টগবগ করছে টইটুম্বুর মায়া...

এই সব আয়োজন শুধুই আমার জন্য
শুনে, বুকের গহীনে বাজাতে থাকলো স্বর্গজয়ী ড্রামস্
রক্তের রন্ধ্রে রন্ধ্রে সংক্রামিত হলো প্রেম

অতঃপর, জাহাজীগতিতে সন্ধ্যা নেমে এলে
তুমি গুছিয়ে নিলে তোমার-আমার ঠোঁট আর কপোলের অবশিষ্ট দূরত্ব-

ভেসে গেলো লজ্জার জং......



২০ নভেম্বর ২০১৮....

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর। প্রত্যেকটা। একদম আধুনিক।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজান, আপনার মন্তব্য পেয়ে খুব প্রেরণা পেলাম।
আমি চেস্টা করেও কবিতার আকার খুব একটা বড় করতে পারি না। এজন্য লিখা প্রায় বাদ দিয়ে দিয়েছিলাম। ব্লগে আগের কিছু লিখা পোস্ট করে, আপনাদের প্রেরণাদায়ক মন্তব্যে পেয়ে - আবার শুরু...

আন্তরিক ধধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রেমের কবিতা ছোট হলেই ভালো; কত কমশব্দে নিজকে প্রকাশ করা সম্ভব?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কতো কম শব্দে নিজেকে প্রকাশ করা সম্ভব? সেটা নির্ভর করে লেখকের উপর। আমি ছোট কবিতাই বেশি পড়ি; অনেক কবিতা পড়েছি, যেগুলোতে কবি দু'তিন লাইনে যা বলেছেন- আমি ৮-১০ লাইনেও তা বলতে পারবো না।

আপনার ইতিবাচক মন্তব্য পেয়ে ভালো লাগছে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সোলেমানি খোওয়াব নামা বাস্তব নাকি জুনায়েদ ভাই?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ছোটবেলায় খোয়াব দেখলেই ভোরে খোয়াব নামা খুলে বসতাম। এখনো অভ্যাসটা যায়নি

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আবেগে ভরপুর কবিতা।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক ধরেছেন। ধন্যবাদ ভাই।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, আগামী বইমেলায় আপনার থেকে ঐ বইটা আমি নিব বলে রাখলাম! আমি অনেক স্বপ্ন দেখি, ঘুম থেকে উঠার দশ সেকেন্ডএর ভেতর স্বপ্ন হারিয়ে যায় না আমি হারিয়ে যাই বুঝতে পারি না! ;)
স্বপ্ন এক জঠিল আপশন!

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... স্বপ্ন আসলেই এক জটিল বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.