নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি রবে নীরবে, হৃদয়ে মম!

১৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৬




রাতের শেষপ্রহরে হিংস্র আত্মাদের তাণ্ডবনৃত্যে কেপে উঠলো আকাশ
রক্তে ভাসল ৩২ বাড়ি। ধানমন্ডি
তারা ভাবলো 'মুছে দিয়েছে ৩০ লক্ষ শহীদের ইতিহাস'
তারা ভাবলো 'মুছে দিয়েছে স্বাধীনতার চেতনা'
'বুলেটে বুলেটে ঝাঁজরা করে দিয়েছে সোনার বাংলার স্বপ্ন'
তারপর মিথ্যে গুজব ছড়িয়ে ছিটিয়ে কাকেরঠ্যাং দিয়ে তারা লিখতে চাইলো
অন্য এক ইতিহাস।
তারা পারেনি
তারা পারেনি
তারা পারেনি
হে সূর্য সন্তান, তারা পারেনি তোমাকে মুছে দিতে
তাই তিনদশক পরে জন্মেও আজ তোমার স্মরণে শুনছি রবীন্দ্রনাথ-
"তুমি রবে নীরবে হৃদয়ে মম...."


(ছবি সূত্র: গুগোল)


মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৩১

ইসিয়াক বলেছেন: চমৎকার।
আমিও একটা লিখেছি বঙ্গবন্ধুকে নিয়ে।
শুভসকাল

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। পড়বো ইনশাআল্লাহ।
উনার আত্মার শান্তি কামনা করছি।

২| ১৫ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ এখনো উনাকে মনে রেখেছেন

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছু মানুষ উনাকে আজীবন মনে রাখবেন।
ধন্যবাদ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: ইতিহাস ভালো নেতাদের পট কখনো সুখকর হতে দেয়নি।

এ জাতি তখনই পিছিয়েছে যখন তার সূর্যসন্তানরা স্বদেশীদের ষড়যন্ত্রের মাধ্যমেই নিহত হয়েছিল।

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এ জাতি তখনই পিছিয়েছে যখন তার সূর্যসন্তানরা স্বদেশীদের ষড়যন্ত্রের মাধ্যমেই নিহত হয়েছিল। - ঠিক। তবে আমার মনে হয়, সূর্যসন্তানদের হত্যার পেছনে বিদেশী ইন্ধন ছিলো।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: তারা পারেনি
তারা পারেনি
তারা পারেনি

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। তারা পারেনি

ধন্যবাদ।

৫| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২২

রাকু হাসান বলেছেন:



দুঃখের বিষয় হলো অনেক তরুণ শেখ মুজিবকে সম্মানের চোখে দেখেনা, দেখতে চায় না. ভালো লেগেছে শুভকামনা আর ঈদের শুভেচ্ছা

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: হত্যাকারীরা হত্যার পরিবেশ সৃষ্টি ও হত্যা বৈধকরণের জন্য কিছু মুখরোচক গল্প দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলো। যারা শ্রদ্ধার চোখে দেখে না, তারা সেইসব গুজব, কল্পগল্পগুলো বাস্তব বলেই জানে। তাইতারা শ্রদ্ধা করতে চায় না।

ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৬| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
রাকু হাসান বলেছেন:
দুঃখের বিষয় অনেক তরুণ শেখ মুজিবকে সম্মানের চোখে দেখেনা।

কারন স্পষ্ট।
পারিবারিক ভাবেই মিথ্যাচারের ভেতর ওরা বেড়ে উঠেছে। মিথ্যা তাদের ব্রেনে ইম্পাল্ট হয়ে গেছে।

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: পারিবারিক ভাবেই মিথ্যাচারের ভেতর ওরা বেড়ে উঠেছে। মিথ্যা তাদের ব্রেনে ইম্পাল্ট হয়ে গেছে। ঠিক বলেছেন

ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫১

নূর আলম হিরণ বলেছেন: বঙ্গবন্ধু আর তার কন্যার কষ্ট কারো পক্ষে সঠিক ভাবে উপলব্ধি করা সহজ নয়।

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত

জাতি বঙ্গবন্ধু ও উনার কন্যার কষ্ট উপলব্ধি করতে পারলে দেশ অনেকটা এগিয়ে যেতো।

৮| ১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর লাগলো স্মরণিকা।
তুঝে সালাম!
একটু টাইপো দেখলাম।
একেবারে শেষে রবীন্দ্রনাথ।
শুভকামনা রইল

১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পদাতিক দা...
টাইপো ঠিক করে আপডেট দিয়েছি।

ভালো থাকবেন সতত....

৯| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

১০| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: কবিতাটা বেশ সুন্দর হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভকামনা সতত

১১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




ইতিহাস মুছে ফেলা যায়না
ইতিহাস সত্য কথা কয়
একে সাময়িকভাবে বিকৃত
করা সম্ভব হলেও ফিরে
আসে নীজের স্বরুপে ।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। ধন্যবাদ ও শুভকামনা।

১২| ১৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৪৬

এমজেডএফ বলেছেন: সুপ্রভাত!
"হে সূর্য সন্তান, তারা পারেনি তোমাকে মুছে দিতে"
– যতদিন চন্দ্র-সূর্য থাকবে ততদিন বাংলার সূর্য সন্তানকে ইতিহাস ও মানুষের হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না। সুন্দর কবিতাটির জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯৭১ থেকে ২০০৮ – এই আটত্রিশ বছরের মধ্যে প্রায় ৩০ বছর সর্বস্তরে ইতিহাস বিকৃত করে মিথ্যা গুজব ছড়িয়ে বঙ্গবন্ধু এবং তাঁর অবদানকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ত্রিশ বছরে বিরাট একটি জেনারেশন রাষ্ট্রীয় ও পারিবারিকভাবে মিথ্যাচারের মধ্যেই বড় হয়েছে। এদেরই একটি অংশ এখনো সেই মগজ ধোলাই মিথ্যাচার থেকে বের হতে পারেনি। এরা এখন তরুণ প্রজন্মকে মিথ্যা ও বিকৃত ইতিহাস দিয়ে বিপথগামী করার চেষ্টায় আছে।

আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ দুপুর। আপনার বক্তব্যের সাথে সহমত।

যথাযথ মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

রাকু হাসান বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই
কারন স্পষ্ট।
পারিবারিক ভাবেই মিথ্যাচারের ভেতর ওরা বেড়ে উঠেছে। মিথ্যা তাদের ব্রেনে ইম্পাল্ট হয়ে গেছে

হ্যাঁ এটা একটা কারণ । তবে আরও কারণ আছে । আমরা প্রজন্মকে সঠিক ইতিহাস জানায় না ,শিক্ষক ও পরিবার দুটি শ্রণির দায়িত্ববোধ আছে এসব দূরীকরণে কিন্তু কেউ দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না ।

মুজিব কে লোকদেখানো শ্রদ্ধা করে এক রকম বাধ্য হয়ে --এমন সংখ্যাটা অনেক অনেক অনেক । খোদ আওয়ামীলীগেই অভাব নেই ।

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার ধারনা, অনুধাবন সঠিক।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন বঙ্গবন্ধু নিজ গুনেই অমর! শ্রদ্ধাঞ্জলি উনার করকমলে।

যারা নোংরা রাজনীতরি খেলা খেলেছে- তারা কূপমন্ডুক! তারা অপদার্থ!
আবার অতি তোষামুদির যে জোয়ার এখন চলছে- তারা পচাত্তরে কই ছিল?
তার মানে এখন যে অতি ভজন চলছে তা্ও লোক দেখানো।

এ দুয়ের কোনটাই কল্যানকর নয়। তিনি কারো মূখাপেক্ষি নন। তিনি তাঁর কর্মদিয়েই মহিমান্বিত।

কিন্তু ইতহিাসের সবচে বড় ট্র্যাজেডি- যেই বঙ্গবন্ধু স্বাধীনতা আনলেন। মানুষরে মুক্তির, সকলের সমান অধিকারের কথা বললেন, তারই দল আজ অনির্বাচিত সংসদ নিয়ে দেশ চালায়! ভিন্নমতে পাক হায়েনার মতো হামলে পড়ে! গুম, খুন হত্যার বিভিষিকায় কলংকিত করে সোনার স্বদেশ!!! হায়! কি বিচিত্র ক্ষমতার নেশা!!!!!!


১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত।
আওয়ামীলীগের বোধোদয় হোক।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৩

অর্ক বলেছেন: অপূর্ব! তারা পারেনি, তারা পারবে না কারণ আপনার মতো শুভবুদ্ধির মানুষেরা এখানে এখনও আছে তাই। চমৎকার কবিতা! আরওবলেখা হোক আগামীতে।

ভরপুর শুভেচ্ছা রইলো।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে প্রেরণা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.