![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
সংবাদপত্রে চোখ পড়লে চোখেভাসে চেনাজানা এমন কয়েক এঁধো মুখের প্রতিবিম্ব
সংসারচিত্র
নাগরিকত্বের বোজা টেনে টেনে যাঁরা যাপন করছেন নরকজীবন।
তবুও তাঁদের কোনো অনুযোগ নেই
যুগযুগের বহমান বঞ্চনা কেড়ে নিয়েছে তাদের অভিযোগের ভাষা,
নাগরিক অধিকার
হে বঙ্গনেতা,
মন্দাপর্বের এই অসময়ে তুমি এসো আবার
জীবনানন্দের শালিক কিংবা বাংলার দোয়েলের বেশে
শিশ দিয়ে জাগিয়ে দাও এই ঘুমন্ত বাঙলাকে-
০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতাটি আপনার মতো জাতীয় দৈনিক পড়ে সকাল শুরু করা সবাইকে উৎসর্গ করা হলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশের পত্রিকা পড়ে মনে হয় বাংলাদেশে কিয়ামত শুরু হয়ে গেছে!
ধর্ষণ
মৃত্যুর মিছিল
খুন ও হত্যাকান্ড
আত্মহত্যা
০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম।
পত্রিকাতে ভালো নিউজ খুঁজে পাওয়া কঠিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: মিডিয়ার লোকজনের কাছে নেগেটিভ নিউজ আকৃষ্ট করে বেশী। এরা মানুষগুলোই নেগেটিভ।
০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। আজেবাজে, খারাপ নিউজ পাঠকও সম্ভবত বেশি পড়েন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আমি আজ বাংলাদেশের সব ক'টা জাতীয় দৈনিক পড়েছি।