![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
'মৌসুমি রোদ্দুর মেঘ হলে,
আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে;
নীল খামে কাব্য করে
বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
প্রিয়তমা, জানো না(?)
ভালোবাসার আরেক নাম প্রতীক্ষা।'
বিবর্ণ পাণ্ডুলিপি
___________
কবিতার গতরে প্রেম আঁকতে আঁকতে কেটে গেছে তিন হায়ন
তবুও কোথাও কোন প্রেম নেই, নেই রঙ্গ রঙ্গ বসন্তের কৃষ্ণ কোরাস
বিবর্ণ পাণ্ডুলিপি ! যেনো ভাজে ভাজে ফুটেছে নীল নীল বিষাদের ফুল,
মৃত মৃত পঙক্তি
শুভপ্রত্যাশী অধ্যেতাদের চোখ পড়লে, বলে-
অনলের মৃণ্ময় ভাপে পুড়েপুড়ে দগ্ধ হওয়া পরাজিত কবি জীবন এক
কোথাও প্রেম নেই
কোথাও প্রাপ্তি নেই
বিন্দাসস্মৃতি নেই, নেই কিছুই..
তাঁরা মানতে চায় না বিষাক্ত বিবর্ণ এ জীবনটা যে এক বর্ণীল প্রেমেরই এঁকে দেওয়া
- তোমারই এঁকে দেওয়া
কিংবা
শূন্যতার আরেক নাম পূর্ণতা!
ছবি সূত্রঃ
১: অন্তর্জল
২: ব্লগার ঠাকুর মাহমুদ ভাই
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে, মাহমুদ ভাই
পোস্টে এড করে দিয়েছি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
শাহিন-৯৯ বলেছেন:
বেশ চমৎকার লাগল বিবর্ণ পান্ডুলিপি।
হায়ন অর্থ সাল, অব্দ এইটা বুঝার জন্য মোবাইলে বাংলা অভিধান অন করতে হলো!! নতুন একটি শব্দের অর্থ শিখলাম।
লিখতে থাকুন, সাথে আছি।
শুভ কামনা।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি বেশ মনযোগ দিয়ে পড়েছেন নিশ্চয়ই।
ভালোলাগছে আপনার মন্তব্য পেয়ে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই ঋণী হয়ে গেলাম রে ভাই। ধন্যবাদ।।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঋণী তো আমিও মাহমুদ ভাই
ভালো থাকবেন সতত
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
প্রেমিক পাখীরা ডালে ডালে গান গায়, প্রেমিক বাংগালীরা কবিতা লেখেন, ভালো!
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
আপনি পড়ার সময় কবিতার, কবির; লেখার, লেখকের ভেতরে ঢুকে যান।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: পাঠ করলাম।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
মাআইপা বলেছেন: “বিবর্ণ পাণ্ডুলিপি” খুব ভাল লাগলো তবে কিছু শিখেও গেলাম।
শুভকামনা রইল
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:১৩
সোনালী ডানার চিল বলেছেন: শূণ্যতা কিন্তু শুধু ভালোবাসা দিয়েই পূর্ণ করা যায়
শুভকামনা কবি!
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন কবি।
পাঠ ও মতামতের জন্য ধন্যবাদ।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মনোযোগ দিয়ে কয়েকবার পড়লাম। অনেক ভালো লাগলো।
ভালো লাগা জানবেন।
০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ভাই, সম্ভবত আপনাকে আমার কবিতায় আজ প্রথম পেলাম। মনোযোগ দিয়ে পড়েছেন, এবং ভালো লেগেছে- জেনে ভালো লাগছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
শিখা রহমান বলেছেন: কবিতার বিষন্নতা ছুঁয়ে যায়। খুব সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন। ভালো লেগেছে।
"বিবর্ণ পাণ্ডুলিপি" শুনলেই কেন যেন সোনালী চিলের ডানা ঝলসে ওঠে, প্রিয়তম কবি জীবনানন্দের কথা মনে পড়ে যায়। কবিতাটায় কোথাও হেমন্তের গন্ধ মিশে আছে।
শুভকামনা কবি। আপনার বিবর্ণ পাণ্ডুলিপি থেকে আরো কিছু কবিতা পাঠের অপেক্ষায় রইলাম।
০৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: শিখা আপু, কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
খায়রুল আহসান বলেছেন: কবিতা, কবিতার শিরোনাম এবং ছবি- সবই সুন্দর +।
বিশেষ করে ঠাকুর মাহমুদ এর কবি'র নামখচিত "বিবর্ণ পাণ্ডুলিপি" এর ছবিটা যথোপযুক্ত হয়েছে।
"শূন্যতার আরেক নাম পূর্ণতা" - কথাটা ভেবে দেখার মত।
১০ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় কবি, আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে।
ঠাকুর মাহমুদ ভাই'র ছবিটা আমারো খুব পছন্দ হয়েছে। উনাকে আবারো ধন্যবাদ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
(ধন্যবাদ, বিজন'দা কেও)
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
ইসিয়াক বলেছেন: চমৎকার হয়েছে