![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
দুয়ারে প্রহেলিকা এঁকে নক্ষত্রজলসার বর্ষীয়ান চাঁদ আকস্মিক উধাও হওয়ার পরে-
হামেশা আলোকছটা উপেক্ষা করেছে যে মানুষ
তাঁর চোখেরভেতরেও জেগে উঠে প্রাক্তন চন্দ্রবেলার স্মৃতি
নিখোঁজ বিজ্ঞপ্তি আর কথাচিত্রে ছেয়ে যায় নক্ষত্রের শহর। তারাদের ঘর....
আমি জোছনাপ্রিয় সামান্য কাব্যপ্রেমী প্রাণ এক।
তাই স্মৃতিচিত্রগুলো কবিতাকথার আদলে বুকের ভেতরে মৌনমিছিল করতে করতে
বেরিয়ে পড়ে বাঁধভাঙ্গা জোয়ারে
কোথায় হে নক্ষত্র
কোথায় হে চন্দ্রাংশু
মিস ইউ। প্লিজ কাম ব্যাক। প্লিজ কাম ব্যাক
২.
এই শহরের হতাশ যে পথিক অবেলায় মেঘের 'পরের শূন্যতায় মন পুড়িয়েছে
তার জন্য তোমার ফেরা উচিত
অন্ধকারের ঘোরে যে ডুবে আছে তার জন্য তোমার ফেরা উচিত
তোমার কাছে 'আমাদের দেওয়ার মতো' আরো অনেক কিছুই আছে। আছে
মুক্তআলো
অভিজ্ঞতা
ইতিহাস...
আঘাত দিলেও নেবো, নেবো আলোর দ্রুতি, অভিজ্ঞতার নির্যাস, ইতিহাস
রোদে মেঘে নেবো আরো গাঢ় অভিলাষ। বিশ্বাস
ওহো মহীরুহ!
ওহো চাঁদ
ফিরে এসো, শীঘ্র
ছবি-১: অন্তর্জল
ছবি-২: ব্লগার ঠাকুর মাহমুদ
লেখাটি শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী'কে উৎসর্গ করছি।
(তুমি'র স্থলে 'আপনি' পড়ার অনুরোধ রইলো।)
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শ্রদ্ধেয় মাহমুদ ভাই
শুভ সকাল
২| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৮
ইসিয়াক বলেছেন: নিশ্চয় তিনি ফিরে আসবেন আমাদের মাঝে আমার বিশ্বাস।
ব্লগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে আমরা আবার খুব মিস করছি ।
আশা করি তিনি সুস্থ এবং ভালো আছেন ।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, তিনি ফিরবেন, বলে গেছেন। ব্লগের বামপাশে উনার নাম, ব্লগারদের পোস্টে উনার কমেন্ট; পোস্ট সবই মিস করছি।
শুভকামনা থাকলো উনার জন্য।
ধন্যবাদ ইসিয়াক ভাই।
৩| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২১
ইসিয়াক বলেছেন: টাইপো আবার এর স্থলে সবাই হবে ।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, বুঝছি।
আবারো ধন্যবাদ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩২
নুরহোসেন নুর বলেছেন: চাঁদগাজী সাহেব ফিরবেন,
উনি ফিরবেন, সে কথা আমাদের বলে গেছেন।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা ফিরিবেন। উনি বলে গেছেন।
শুভকামনা উনার এবং আপনার জন্য।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী ফিরে আসুন স্বমহীমায় । উদার চিত্তে আমাদের এ আহবান যদি শুনিতে পান ফিরে আসুন এ ব্লগে । ব্লগ আবারো মুখরিত হোন আপনার দৃপ্ত পদচারণায় ।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী ফিরে আসুন স্বমহীমায় । উদার চিত্তে আমাদের এ আহবান যদি শুনিতে পান ফিরে আসুন এ ব্লগে । ব্লগ আবারো মুখরিত হোন আপনার দৃপ্ত পদচারণায় ।
চাঁদগাজী তাড়াতাড়ি ফিরবেন, আশাকরি
পাঠ ও মন্তব্যের জন্য ধধন্যবাদ
৬| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
নীল আকাশ বলেছেন: উধাও, তারাদের, কাব্যপ্রেমী হবে।
কবিতা তো ভালোই লিখেছেন, স্ট্যাইল বেশ পছন্দ হয়েছে। ট্র্যাই করে দেখবো নাকি?
ব্লগ বেশ শান্তশিষ্ট আছে এখন।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিতা। মিস্টেক শুধরে দিয়েছেন। আমার বেশিরভাগ লেখাই শেষরাতে আকস্মিক লিখা। তাই বানান টানান খেয়াল থাকেনা অনেকসময়।
স্ট্যাইল পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে। এবং আরো লিখতে ইচ্ছে করছে।
আপনি ট্রাই করলে ভালোকিছুই বের হবে, আশাকরি। ট্রাই করে দেখতে পারেন।
ব্লগ একদম শান্তশিষ্ট হয়ে গেলে, ব্লগের আমেজটা থাকবে না। একটু বিতর্ক, তর্ক, ক্যাচাল, হাউকাউ থাকা ভালো।
আবারো ধন্যবাদ নিবিড় পাঠ ও মতামতের জন্য।
৭| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন ধরে শ্রদ্ধেয় সনেট কবিকে পাইনা। চাঁদগাজী স্যার এর হুট্ করে কোন খোঁজ নাই। মন থেকে চাইবো ওনারা যেন সুস্থ থাকেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন স্বমহিমায়।
ঠাকুর মাহমুদ স্যারের বিশাল বট গাছের ছবিটা সুবিশাল অর্থ বহন করে। কবিতা ভালো লিখেছে স্যার। আপনাকে ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, স্বপ্নবাজ সৌরভ ভাই
শ্রদ্ধেয় সনেট কবিকেও মিস করি, সামু মুক্ত হওয়ার পর আশাছিলো তিনিও ফিরবেন.... এখনো আশা আছে। উনারা ফিরবেন আশা করি।
ঠাকুর মাহমুদ ভাই বিজ্ঞ মানুষ। খেয়াল করেছি, ব্লগে উনি বেশ চমৎকার চমৎকার ছবিকথার মন্তব্য করে থাকেন।
কবিতা আপনার ভালোলাগায়, আমারো ভালো লাগছে। ভালো থাকবেন।
৮| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
হাবিব বলেছেন: চাঁদগাজীর স্মরণ ভালো ও কবিতা দুটোই ভালো লেগেছে। ভালো থাকুন জুনায়েদ ভাই, সাথে চাঁদগাজীও আমরা সবাই
১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, হাবিব ভাই
আপনিও সতত ভালো থাকুন, এই কামনা
৯| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
কিরমানী লিটন বলেছেন: প্রিয় চাঁদগাজীর ফেরার প্রত্যাশায়....
চমৎকার ভালোলাগা - দুটোতেই ++++++
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। এবং কৃতজ্ঞতা জানবেন।
১০| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৭
ল বলেছেন: লাল ট্রাক্টরের ছবিটা কৌশল এড়িয়ে গেলেন.....
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় রহমান ভাই, আমি আসলে চাইনি ওটা দেখে, কেউ এসে পড়ুক....
তাই এড়িয়ে যাওয়া।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন।
১১| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
সোনালী ডানার চিল বলেছেন: কবিতা ভালো লাগলো।
শুভকামনা রইল-
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে কবি।
শুভকামনা আপনার জন্যও
১২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন রাজিব ভাই।
শুভকামনা
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
জুনায়েদ বি রাহমান ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর চাঁদগাজী ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা।