নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

দর্শন

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১



দেবানুগত মন্তুর চোখে রাতের পানশালাটা মস্তবড় এক পাপঘর। মন্দির দেবালয়

পানশালা আর মন্দিরের মধ্যপথে আমাদের প্রায়ই কথা হয়

বলি, দোস্ত দেবতার স্বস্বীকৃত কোনো ঘর নেই
এই মহাশূন্যটাই দেবালয়।

শুনে মন্তু খিলখিল শব্দে হাসে, বলে
আবে পাপী, পানশালাকেও বলছিস দেবগৃহ
(হাউ ফানি
হাউ ফানি!)
এবং হাসতে হাসতে প্রশ্বাসে উড়িয়ে দেয় আমাকে;
আমিও উড়তে উড়তে...উড়তে উড়তে কেবল নৈকট্যে যাই পানশালার।

পানশালায় আমি রাজা,
মন্তু আমার অধীনস্থ



২.

অত:পর,
সহস্র দিবারাত্রি শেষে বিপরীত পথে চলতে চলতে আমার আর মন্তুর দেখা হয়
পূর্বনির্ধারিত গন্তব্যে

'কই থাইক্যা আইলি, এই পথে?' মন্তু জিগাইলে
বলি, 'গেরাম থাইক্যা'

'পাগলা গেরাম থাইক্যা অহেতুক ঘুইরা ঘুইরা এইপথে.... কেউ আহে'
কইতে কইতে
মন্তু অবয়বের বিদ্রুপাত্তক হাসিটি ধীরেধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর করে

যদিও

'পথ' গন্তব্যে পৌছবার একটি মাধ্যম মাত্র

গন্তব্যই মুখ্য।



[ছবি- অন্তর্জল ]

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কঠিন দর্শন !!

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। সৌরভ ভাই

২| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

সাইন বোর্ড বলেছেন: পড়ে মুগ্ধ হলাম, গভীর ভাবনা !

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: খুব খুব খুব ভাল। অনেক ভাল।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিজন'দা, আপনার মন্তব্য, আপনার প্লাস সবসময়ই অনুপ্রাণিত করে। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন।



৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

হাবিব বলেছেন: গন্তব্যে পৌঁছান, পথের মায়ায় যেন ধরে রাখে না।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্যার মায়া কি আসলেই ধরে রাখতে সক্ষম!

ব্লগের, ছন্দে বাঁধা কবিতায় আপনার ছন্দাসিক মন্তব্য ভালোই লাগে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ - নান্দনিক ভালোলাগার কাব্য....

১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন কবি।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

তারেক ফাহিম বলেছেন: ভাবনার গভীরতা অনেক।

১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: তারেক ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: মাঝে মাঝে গন্তব্যহীন যাত্রাও অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।
শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।

আপনার জন্যও শুভকামনা।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তু কে দেখি কেলিয়ে আছে ক্লান্তিতে
হা হা হো হো হাসি আর থামেনা আমার
কিরে হাসছিস কেনু?
আমাকে দৌড়িয়ে তুমি যে শুয়ে পড়লে বড়ো ;)
অন্তু নির্ব্বাক! ;)

দুনিয়ার সারা পথ ঘুরিয়ে
মূখোমূখি আমি আর অন্তু
এক লাফে পেরুনো দূরত্ব!
কোন মানে হলো এত পথ ঘূরানোর ;)
হালকা হাসিতে অন্তুর চোখে চোখে নীচে দেখি অনন্ত অসীম শুন্যতা!!!

আপনার কবিতার ধাক্কা ;)

ভাল লাগা বুজতেই পারছেন :)
++++

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা কবি

আমার কবিতার ধাক্কা, একটা কবিতা বের কইরা আনছে ; এইডা তো অনেক বড় প্রাপ্তি আমার
এবং প্রেরণাদায়ক!

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫

ইসিয়াক বলেছেন: প্রথম কবিতাটি ব্যপক লেগেছে .......।
দ্বিতীয়টি ও ভালো।
শুভকামনা জুনায়েদ ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়ার এবং প্রতিক্রিয়া জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলে ২ নং'টা ১নং এরই অংশ। একটু মনযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন। যাইহোক,

ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রাজিব ভাই।

আপনাকে মিস করেছি।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২

নার্গিস জামান বলেছেন: বড় ভালো। :)

১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম, আমার পাথায়....

মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.