![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দিকে একপলক তাকানোর সুযোগ হয় না আমার,
শকুনের দল কি কুৎসিত ভঙ্গিতে আমাকে দেখে
হুমকির কলধ্বনিতে ঘিরে ফেলে আমার প্রতিটা -
রক্ত বিন্দু, ,
শিরা-উপশিরা,
হৃদপিন্ডের জীবন প্রবাহ,
আমি আর এগোতে পারি না
রনক্ষেত্র থেকে পিছু হটা
নির্লজ্জ কাপুরুষের মত –
পিছনের সৌন্দর্যে ব্যাকুলতা বাড়াই প্রতিনিয়ত।
তুমি জান না প্রিয়া আমার,
আজ সকালের নতুন আবহে হায়েনার দল এসেছিল সঙ্গিন হাতে
ভিতর থেকে মৃত্যুকে বের করে দেখিয়েছিল
কি জঘন্য ,
কি কুৎসিত ওদের চেহারা!
নিষ্পাপ সরলতাকে ভাসিয়ে দিয়ে গেল অদূর ঘোলা জ্বলে।
আমি এত সহজে মরতে চাই না,
আমি বাচতে চাই, পৃথীবী চা'ক বা না চা'ক,
পৃথবীর মানুষ চা'ক বা না চা'ক,
শকুন ধর্মী হায়েনার দল চা'ক বা না চা'ক,
আমি বাচতে চাই।
ভিজতে চাই জ্যোৎস্নার আলোয় ,
এভারেস্টের শীতল জলে গ্রীষ্মের আবহে ডুবে যেতে চাই,
গা এলিয়ে দিতে চাই বাসন্তী বাতাসে।
আর যদি,
আর যদি তুমি থাক একমুঠো ভালবাসা নিয়ে
আমার শিয়রে,
ডানা ঝাপটানো পথিকের মত,
রাতের আধারে প্রদিপের মত,
হয়ত বা যদি থাক,
হুমায়ূনের রুপা হয়ে হিমুর পাশে ,
অ্যান্থনির পাশে ক্লিউপেট্রা হয়ে,
যদি থাক,
যদি ও বা থাক, পৃথীবীর সব উপমার মাঝে,
কে আছে বল বিশ্ব নিখিলে,
কে আছে বল দুজনার মাঝে
বাধা হয়ে দাড়াতে ,
অসীম সাহসী,
সঙ্গীনধারী,
শতেক খুনের শতেক আসামী,
স্বর্গের অস্পরি,
না জানি আরও কত কি..
ভয় নেই প্রিয়া আমার,
আমি শুধু তোমারই বন্ধনা করি।
_____________ জুপিটার মুহাইমিন
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
জুপিটার মুহাইমিন বলেছেন: উৎসাহটা হাজারগুন বেড়ে গেল!
থ্যাংকস, লাইলী আরজুমান খানম লায়লা!!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬
বাংলার পাই বলেছেন: চমৎকার কবিত। শুভেচ্ছা রইলো কবি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩
জুপিটার মুহাইমিন বলেছেন: ...................ধন্যবাদ
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪৬
নন্দীত নরকে বলেছেন: সত্যিই অসাধারন হয়েছে আপনার কবিতা। প্রিয়তে রাখলাম, যাতে সবসময় পড়তে পারি। আশা করি, ভবিষ্যতে আরও সুন্দর সঙ্গ পাব..!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৩
জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবাদ... শুনে ভাল লাগল
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
আমি সৈকত বলছি বলেছেন: সত্যিই অসাধারন কবিতা।
লিখায় ++++
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯
জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন এত সুন্দর কবিতা পড়ি না -- ১০০ এর ভিতর ১০০ । দারুন এবং দারুন