নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি- www.facebook.com/jupitermuhaimin

জুপিটার মুহাইমিন

একদিন কথা হবে, মনখুলে..।

জুপিটার মুহাইমিন › বিস্তারিত পোস্টঃ

কবি এবং কবিতা নিয়ে মহাপুরুষদের কিছু বানী

২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৮




* কিছু একটা বোঝার জন্য কেউ তো কবিতা লেখে না। এ জন্য কবিতা পড়ে কেউ যখন বলে বুঝলাম না তখন বিষম মুশকিলে পড়তে হয়। কেউ যদি ফুলের গন্ধ শুঁকে বলে, "কিছু বুঝলাম না।" তাকে এই কথা বলতে হয় এটাতে বুঝবার কিছু নেই। এ যে কেবল গন্ধ।
___________ রবীন্দ্রনাথ ঠাকুর




* গনমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা অস্ত্রস্বরুপ।
____ কাজী নজরুল ইসলাম




* কবি একটি দোয়েল, যে অন্ধকারে বসে মিষ্টি সুরে আমোদিত করে তলে নিজেরই একাকিত্ব।
____________ পার্সি বিশী শেলী




* কাব্যের একটি গুন আছে, যা কম লোকই অস্বীকার করবে; কাব্য গদ্যের তুলনায় অনেক অল্প কথায় অনেক বেশি ভাব প্রকাশ করে থাকে।
ভলতেয়ার




* কবিরা সমাজ দেহের চক্ষু, বাগানের মুক্ত পাখি এবং সত্যের দর্পন।
_______ আল্লামা ইকবাল




* কবিতা তাই যা কাব্যের ভিতরে তোমাকে কাদায়, হাসায়, খোঁচায়, কাঁপিয়ে তোলে পায়ের নখ, তোমাকে প্ররোচিত করে এই করতে সেই করতে অথবা কিছু না করতে, জানায় এই পৃথিবীতে তুমি একা, তোমার আনন্দ আর দুঃখ চিরকাল ভাগ করে নেয়ার এবং চিরকাল একা বইবার।
___________ ডিলান টমাস


* হৃদয় যার সঠিক স্থানে নেই , শত চেষ্টা করেও সে কবি হতে পারবে না।
_____________ রিচার্ড রাওয়েল।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.