![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রথমবার কোন ভুটানিজ ফিল্ম দেখলাম।
"Travelers and the magicians"
ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই ছবিটা দেখা। রক্ত মাংশের শরীর নিয়ে কবে বিশ্বভ্রমন করতে পারব কিংবা আদৌ সম্ভব হবে কি না জানি না। সে নিয়ে এখন মাথা ঘামাতেও চাই না। তবে ঘরে বসে বিশ্বভ্রমনের ধান্দায় আছি।
আর সেটা সম্ভব হলে জুল ভার্ণ সাহেবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে পারব, আশি দিনের কম সময়েও বিশ্ব ভ্রমন করা যায় এবং সেটা ঘরে বসেই... please, don't laugh, হা হা।
ছবি প্রসঙ্গে আসি, "Travelers and magicians" হল প্রথম আন্তর্জাতিক ভুটানিজ ফিল্ম (জেনেছি দেখার পর)। প্রধান চরিত্র ডেনডাপ, তার স্বপ্নের দেশ আমেরিকা। তার এক বন্ধু তাকে জানায় তার সাথে আমেরিকান এম্বাসির ভাল সম্পর্ক আছে। আমেরিকা যাওয়ার ব্যাপারে সে তাকে সাহায্য করতে পারবে।
বন্ধুর চিঠি পাওয়ার সাথে সাথে সে থিম্পুর উদ্দেশ্যে রওনা হয়। বাস মিস করায় তার সাথে দেখা হয় একজন ভিক্ষু, একজন আপেল বিক্রেতা , একজন পেপারমেকার এবং তার উনিশ বছর বয়সী কন্যা সোনমের সাথে।
ভ্রমনপথে ভিক্ষু সবাইকে তাশি নামের একজনের গল্প বলে। যে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর সময় পাহাড়ের মধ্যে পথ হারিয়ে ফেলে এবং নিজেকে আবিস্কার করে বনের মধ্যে এক বৃদ্ধ কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার ছিল ডাকি নামের অল্পবয়সী সুন্দরী স্ত্রী, যা দেখে তাশি খুব ঈর্ষা অনুভব করে ।
গল্পটা দুষ্ট ভিক্ষুর লালসা, ইর্ষা এবং খুনের গল্প নিয়ে ।
ভ্রমনপথে তাশির এই গল্প অস্থির প্রকৃতির ডেনডাপ এবং ইনোসেন্ট সোনমের আকর্ষণ শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। গল্পের শেষে গল্প কথকের কেঁদে ফেলায় দর্শক তাশির এই গল্পটাকে সত্য হিসেবেও ধরে নিতে পারেন।
মোটকথা, আমার ভাল লেগেছে।
এই ছবিটা ভুটান সম্পর্কীয় আমার কিছু কৌতুহল মেটাতেও সক্ষম হয়েছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩
জুপিটার মুহাইমিন বলেছেন: ভুটান আমারও প্রিয় দেশের মধ্যে একটা.। যদি কোনদিন সুযোগ হয় তবে সুযোগ হাতছাড়া করতে চাই না..।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬
খোদেজা বলেছেন: মুভিটা দেখেছি। ভাল লেগেছিল। ভুটান ঘুরতে যাবার সৌভাগ্য হয়েছিল একবার।
ধন্যবাদ।
১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৩
জুপিটার মুহাইমিন বলেছেন: আমারও ভুটান ভ্রমনের ইচ্ছা আছে.।
৩| ১২ ই জুন, ২০১৭ রাত ৯:৫৬
মো. রবিউল ইসলাম বলেছেন: মুভিটা অনেক আগে দেখেছিলাম। গল্প বা অডিওভিজ্যুয়ালের তুলোনা হয়না। তবে English Translation বিনা ডায়ালগ বুঝা অনেক কঠিন ছিল
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
জুপিটার মুহাইমিন বলেছেন: আমিও ইংলিশ ট্রান্সলেট লাগিয়ে দেখেছি...... হ্যাঁ আমার কাছেও মুভিটা ভাল লেগেছে
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: ভুটান
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
জুপিটার মুহাইমিন বলেছেন: ইয়াপ
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৩
টুশকি বলেছেন: দেখতে হবে মুভিটা। ভুটান আমার প্রিয় দেশের মধ্যে একটা